রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা উপজেলা ছাত্রদলের কমিটি: কারা আসছে নেতৃত্বে?

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তালা উপজেলা শাখার কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ছাত্রদলের একটি সূত্র। দলকে নতুন করে গোছাতে মাঠ পর্যায়ে কাজ শুরু করে আলোচনা-সমালোচনায় রয়েছেন তালা উপজেলা ছাত্রদলের একাধিক পদ প্রত্যাশী নেতা।

সূত্রে জানা যায়, কমিটি স্থান পেতে প্রার্থীরা দলীয় হাইকমান্ডসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছে লবিং-গ্রুপিং চালিয়ে যাচ্ছে।
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ২১ জন ছাত্রনেতা সকাল সন্ধ্যা হাই কমান্ডের দৃষ্টি পেতে স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাদের মাধ্যমে তদবীর চালাচ্ছে।

সূত্রে আরও জানা যায়, এবারের ছাত্রদলের কমিটিতে ত্যাগী, সচ্ছ, হামলা-মামলার শিকার নির্যাতিত নেতাকর্মীদের দিয়ে কমিটি ঘোষনা করা হবে। সেক্ষেত্রে দলীয় প্রোগ্রামসহ রাজপথে সক্রিয় ভূমিকা রাখা নেতাকর্মীদের যাচাই-বাচাই করে কমিটি আনতে অঙ্গীকারবদ্ধ জাতীয়াবাদী ছাত্রদল খুলনা বিভাগীয় প্রতিনিধি দল।

ছাত্রদলের একটি সূত্র জানায়, দীর্ঘ প্রতীক্ষার পর গঠিত হতে যাওয়া তালা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দীর্ঘ দিনের পরীক্ষিত ছাত্রদলনেতা হাফিজুর রহমান হাফিজ’র নাম। নতুন কমিটি দেওয়ার ঘোষনা দেওয়াতে তৃনমুলের নেতাকর্মীরা হাফিজকে সভাপতি হিসেবে দেখতে দলীয় হাইকমান্ডসহ সোস্যাল মিডিয়ায় প্রচারনা চালাচ্ছে। ছাত্রদলের তৃণমূল থেকে উঠে আসা এ ছাত্রনেতার দলীয় সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তাছাড়া হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছে একাধিকবার। ত্যাগী, পরিশ্রমী, নির্ভীক, পরিচ্ছন্ন ছাত্ররাজনীতির নতুন দিকপাল, কারা নির্যাতিত ছাত্রনেতা হাফিজুর রহমান হাফিজকে ইতোমধ্যে তৃনমূলের অনেকেই সমর্থন জানিয়ে সভাপতি করার লক্ষে তার পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন।

ছাত্রদলের নতুন নেতৃত্বে স্থান পেতে এর মধ্যে সভাপতি পদে হাফিজুর রহমান হাফিজ, মোঃ সৈকত, রিপন হোসেন, সোহেল ও সাধারণ সম্পাদক পদে রিজভী আহম্মেদ, আবীর হোসেন, আল আমিন, সালামসহ মোট ছয় জন এবং সাংগঠনিক সম্পাদক পদে আজমল হোসেন জুয়েল, এসকে ফারুক, রাসেল, মেহেদী ইমরানসহ ১১ জনের নাম দলীয় সূত্রে জানা গেছে।

তবে এদের মধ্যে সবচেয়ে বেশী আলোচনায় সভাপতি পদে শীর্ষে রয়েছেন হাফিজুর রহমান হাফিজ। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন শেখ রিজভী আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আজমল হোসেন জুয়েল ও এসকে ফারুক হোসেনের নাম।

এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরীফুজ্জামান সজীব ও সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন বলেন, তালা উপজেলা ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষে আগামী এক সপ্তাহের মধ্যে একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হবে। যে কমিটির নেতৃবৃন্দ আগামী দিনের আন্দোলনকে বেগবান করতে অগ্রণী ভূমিকা রাখবে।

উপজেলা বিএনপি সভাপতি মৃণাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা বিভাগীয় প্রতিনিধি দল ও জেলা ছাত্রদলের সমন্বয়ের মাধ্যমে একটি আহবায়ক কমিটি গঠন হবে বলে জানতে পেরেছি। আশা করি যারা কমিটিতে আসবে তারা আগামী দিনে দলকে শক্তিশালী করতে কাজ করবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বার্ষিক জলবায়ু অভিযোজন সমাবেশ অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: রবিবার (২২ ডিসেম্বর) সকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টারবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পাওয়ায় সাংবাদিক শেখ আমিনুর হোসেনকে সাতক্ষীরার বিভিন্ন সংগঠনের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর প্রতিষ্ঠাতা ওবিস্তারিত পড়ুন

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গো-খাদ্যে বিচুলীর দাম চড়া হাওয়ায়, বিপাকে পড়েছেন গো-খামারিরা
  • সাতক্ষীরায় প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
  • জামায়াতে ইসলামী রমজাননগর ইউনিয়নের আমিরের শপথ টিম গঠন
  • কলারোয়ায় যুবদলের বর্ধিত সভা
  • সাতক্ষীরা বিজিবির বিশেষ অভিযানে সত্তর হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ
  • সাতক্ষীরায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
  • কেন্দ্রীয় কৃষকদল নেতাকে লাঞ্ছিতের ঘটনায় সাতক্ষীরায় কৃষক সমাবেশ স্থগিত
  • নানা আয়োজনে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উদযাপন
  • সাতক্ষীরা জেলা রোভারের দুই স্কাউটারকে স্বপ্ন সিঁড়ির সংবর্ধনা
  • ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় বিশতম কবিতা উৎসব’২৪ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্কুলছাত্রী অপহরণ: ৩ জনের নামে থানায় মামলা