শনিবার, জুলাই ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল গণি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

শুক্রবার বিকালে আসরের নামাজের পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার ও জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে আলহাজ্ব আব্দুল গণির দাফন সম্পন্ন হয়।

বিকাল ৪ টার দিকে আলহাজ্ব আব্দুল গণির মরদেহবাহী এ্যাম্বুলেন্স দেবহাটার চাঁদপুরে তার বাড়ীতে পৌছালে আত্মীয় স্বজন ও রণাঙ্গনের সঙ্গী বীর মুক্তিযোদ্ধাদের কান্না ও আহাজারীতে শোকাবহ হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরে তার বাসভবন সংলগ্ন রাইস মিল চত্বরে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা হিসেবে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ সদস্যরা। গার্ড অব অনার শেষে বাদ আসর সেখানেই জানাযা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযা নামাজে ও পাশে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে, আলহাজ্ব আব্দুল গণি’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক নেতারা।

আলহাজ্ব আব্দুল গণি দেবহাটা উপজেলা পরিষদের পরপর ২ বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও নির্বাচিত দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন।
গত ঈদুল আযহার সময় থেকে আলহাজ আব্দুল গনির শারীরিক অসুস্থতা দেখা দিলে ৪ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎকরা জানান, তার ফুসফুসে ইনফেনশন আছে। পরে তাকে পরীক্ষা করার পরে ৬ আগস্ট করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে এবং সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ৭ আগস্ট ভোর রাতে মৃত্যুবরণ করেন।
তার এই মৃত্যুর খবর তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

কর্মময় জীবনে আব্দুল গনি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি অত্যন্ত সৎ, নির্ভিক ও অন্যায়ের প্রতিবাদকারী ছিলেন।

তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং কখনো তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি।
এই কর্মময় জীবনে তিনি ইউনিয়ন এবং উপজেলার অনেক উন্নয়নে অবদান রেখেছেন।

এছাড়া তিনি তার ব্যক্তিগত অর্থে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দিরসহ বিভিন্ন অসহায় মানুষকে সহযোগীতা করে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন বাজুস সম্পাদক মনোরঞ্জন কর্মকার

“এসো এসো মৈত্রীর বন্ধনে বাঁধি প্রাণ” এই স্লোগানকে সামনে নিয়ে ভারত বাংলাদেশবিস্তারিত পড়ুন

সাংবা‌দিক‌দের উপর হামলার প্র‌তিবা‌দে সাতক্ষীরায় প্রতিবাদ সমা‌বেশ

বি‌টি‌ভি ভব‌নে হামলা, সাংবা‌দিক মে‌হেদী ও তুরাব হত্যা, নারী সাংবা‌দিক‌দের উপর পাশ‌বিকবিস্তারিত পড়ুন

বিআরটিএ’র প্রাপ্তি স্বীকার রশিদের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা।। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর কার্যালয় কর্তৃকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
  • বিশুদ্ধ খাওয়ার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ করলেন রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান
  • সাতক্ষীরায় তরুনীকে ধর্ম পরিবর্তন করে বিবাহের ৩ মাস পর তাড়িয়ে দেয়ার অভিযোগ
  • বাজুস এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা
  • সাতক্ষীরায় থানা ঘেরাওর চেষ্টা কোটা আন্দোলনকারীদের, পুলিশের লাঠিচার্জ
  • কলারোয়ার ঝিকরায়  আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন
  • কলারোয়ায় ৪দলীয় পেশাজীবি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে ওয়াজেদ সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন
  • মহররমের আশুরার দিনে যত ঘটনাবলী ও ফজিলত
  • সাতক্ষীরায় কোটাবিরোধীদের সাথে ছাত্রলীগ-মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • সাতক্ষীরায় শতাধিক শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা