রবিবার, অক্টোবর ১২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা প্রেসক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) প্রেসক্লাবের সভাকক্ষে এ আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে বায়েজিত বোস্তামি উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হজরত আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব, সদস্য রাজু আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সওকাত ওসমান, উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সুজন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে অভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এসএম নাসির উদ্দীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, সদস্য আব্দুস সালাম, রুহুল আমিন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, মোমিনুর রহমান, সজল আহম্মেদ প্রমুখ।

জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হলেন দরদির প্রতিষ্ঠাতা মামুন

দেবহাটা উপজেলা থেকে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন। আব্দুল্লাহ আল মামুন ২৪-এর স্বৈরাচার পতন আন্দোলন তথা জুলাই বিপ্লবের ঢাকার রাজপথের একজন সম্মুখ সারির অকুতোভয় যোদ্ধা; পাশাপাশি তিনি একজন তুখোড় তরুণ সংগঠক। গত ৯ মার্চ ২০২৫ তারিখে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে, উপসচিব শাহানা সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের নির্বাহী কাউন্সিলের সদস্য হিসেবে দেবহাটার কৃতী সন্তান আব্দুল্লাহ আল মামুনকে মনোনীত করা হয়। আব্দুল্লাহ আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে বর্তমানে স্বনামধন্য একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পাশাপাশি একজন স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা হিসেবে একাধিক কর্ম পরিবেশ বাস্তবায়নের মাধ্যমে তরণদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। নির্বাহী কাউন্সিল সদস্য মনোনীত হওয়ার পর তার উপলব্ধি জানতে চাইলে তিনি বলেন, “দেশের যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। শহরকেন্দ্রিক সরকারি যুবপ্রশিক্ষণগুলো প্রান্তিক পর্যায়ে বিস্তৃত করা যায়, সেটা নিয়ে কাজ করব। পাশাপাশি, দেবহাটার তথা সাতক্ষীরার যুবকদের কীভাবে আরও বেশি দক্ষ ও কর্মমুখি করা যায়, এ ব্যাপারটা নিয়ে ব্যাপকভাবে কাজ করতে চাই।”স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন সৃষ্টির মাধ্যমে যার পথচলা, সেই যুব উন্নয়ন প্লাটফর্মে তার এমন অর্জনে এবং রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নির্বাহী কমিটিতে অধিষ্ঠিত হওয়ায় দরদি পরিবার আনন্দিত।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় যৌতুকের দাবিতে গৃহবধূকে অমানসিক নির্যাতনের অভিযোগ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় যৌতুকের দাবিতে সুমাইয়া পারভীন (১৮) নামের এক গৃহবধূকে অমানসিকবিস্তারিত পড়ুন

বাপের বাড়ি যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো গৃহবধূর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার থেকে খাবার কিনে স্বামীর সাথে বাপেরবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের ৫দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিলবিস্তারিত পড়ুন

  • পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান
  • জনদূর্ভোগ কমাতে দ্রুত সাতক্ষীরা উন্নয়ন প্রকল্পের বাস্তাবায়ন চাই : মুহাদ্দিস আব্দুল খালেক
  • দেবহাটায় পুুুজা উৎযাপন কমিটির প্রস্তুতি সভা
  • সফল ওপেন হার্ট সার্জারি শেষে হাসপাতাল ছেড়েছেন জামায়াত নেতা মুহাদ্দিস রবিউল বাশার
  • দেবহাটার নবাগত ইউএনও’র শহীদ আসিফ হাসানের কবরে শ্রদ্ধা নিবেদন
  • দেবহাটার নবাগত ইউএনও মিলন সাহা’র যোগদান
  • আয়ার সাথে আ*প*ত্তি*ক*র অবস্থায় ধরা সহকারী প্রধান শিক্ষক সঞ্জিব
  • দেবহাটা সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের শরীরচর্চা শিক্ষক’র বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় ৯-১৫ বছর বয়সী ৫লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে
  • দেবহাটায় অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতা সবুজের সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় ঠিকাদারের গাফিলতিতে ২ বছরেও শেষ হয়নি রাস্তা সংষ্কার
  • সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ