মনিরামপুরের রাজগঞ্জে পল্লীবন্ধু এরশাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনিরামপুরের রাজগঞ্জে ‘চলো চলো মাঠে চলো, মাদক মুক্ত সমাজ গড়’- এই শ্লোগানকে সামনে রেখে পল্লীবন্ধু এইচএম এরশাদ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট- ২০১৯- এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে রাজগঞ্জ হাইস্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
রাজগঞ্জ একতা ক্লাবের আয়োজনে ও মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সার্বিক সহযোগীতায় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় রাজগঞ্জের চঞ্চল কসমেটিক ফুটবল একাদশ বনাম মোবারকপুর পূর্বপাড়া ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। এতে ৪-১ গোলে চঞ্চল কসমেটিক জয়ী হয়।
খেলায় রেফারির দায়িত্বে ছিলেন হুমাউন কবির, তোহিদুর রহমান ও রফিকুল ইসলাম।
খেলাটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম টিটো।
টুর্নামেন্ট উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এমএ হালিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার।
বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মশিউর রহমান, রাজগঞ্জ একতা ক্লাবের সভাপতি রবিউল ইসলাম, হাবিবুর রহমান, মনিরুজ্জান মনি ও ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক রাজু আহমেদ।
একই রকম সংবাদ সমূহ

পাটকেলঘাটার মিঠাবাড়ি ফুটবল টুর্নামেন্টের সেমিতে কলারোয়া
তালা উপজেলার পাটকেলঘাটার মিঠাবাড়িতে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শার্শার বাইকোলা
কলারোয়ার কাজীরহাটে ৮দলীয় ‘বন্ধন কাপ’ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায়বিস্তারিত পড়ুন

কেশবপুরের বরণডালি ফুটবল টুর্নামেন্টে কলারোয়ার কেঁড়াগাছি চ্যাম্পিয়ন
কেশবপুরের বরণডালিতে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে কলারোয়ার ছলিমপুর ফুটবল একাদশকে ১-০বিস্তারিত পড়ুন