সাতক্ষীরায় ‘স্পিক আপ’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা


জি.এম আবুল হোসাইন: ৭ আগস্ট বৃহস্পতিবার সকালে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরা উপজেলা পরিষদ হলরুমে উক্ত প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্রেকিং দ্য সাইলেন্স অনলাইন বিষয়ে সচেতনতা এবং শিশু ও যুবদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করে অনলাইন সহিংসতা, শিশু যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে “স্পিক আপ! এমপাওয়ারিং সিএসওস টু প্রোটেক্ট চিলড্রেন এন্ড ইয়ুথস ফ্রিডম অফ এক্সপেশন বাই ক্যাপিটালাইজিং অন দ্যা অপরচ্যুনিটিস এন্ড এড্রেসিং দ্যা চ্যালেঞ্জেস অফ দ্য ডিজিটাল স্পেস ইন বাংলাদেশ” শিরোনামে একটি প্রকল্প সাতক্ষীরা সদর উপজেলায় বাস্তবায়ন করছে।
প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর আর্থিক সহায়তায় এবং টেরে ডেস হোমস্ নেদারল্যান্ডস-এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহজলভ্যতার কারণে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর ফলে শিশু-কিশোর ও যুবসহ সকল শ্রেণির মানষ বিশ্বের সঙ্গে সহজে সংযুক্ত হচ্ছে। বাংলাদেশের প্রায় ৪০% জনগোষ্ঠী শিশু, যাদের মধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির সাথে সাথে শিশু ও যুবদের জন্য যেমন তথ্য ও শিক্ষা অর্জনের সুযোগ তৈরি হয়েছে, তেমনি তাদের জন্য তৈরি হয়েছে নানা ধরনের ঝুঁকি। অনলাইন যৌন হয়রানি, সহিংসতা এবং ডিজিটাল অনভিজ্ঞতার কারণে বাংলাদেশে শিশু ও যুবরা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। যদিও অনলাইন প্ল্যাটফর্মে মতামত প্রকাশের সুযোগ রয়েছে, তথাপি অনলাইন সহিংসতা ও শোষণ (বিশেষ করে কিশোরীদের ক্ষেত্রে) শিশু ও যুবদের মতপ্রকাশ ও অংশগ্রহণকে সীমিত করার পাশাপাশি ইন্টারনেটের অপব্যবহার তাদের মানসিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক মো. রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন নাহার, টেরে ডেস হোমস্ নেদারল্যান্ডস এর প্রকল্প সমন্বয়ক মাইকেল মন্ডল, ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার মো. শরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সাতক্ষীরা জেলার সুশিল সমাজ, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, এনজিও এবং শিশু ও যুব প্রতিনিধিগণ কর্মশালায় উপস্থিত ছিলেন। “স্পিক আপ” প্রকল্পের উদ্দেশ্য, পরিধি, কৌশল এবং প্রত্যাশিত ফলাফলসহ প্রকল্প বাস্তবায়নে অংশীজনদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প সমন্বয়ক মো. নূর জামান।
কর্মশালায় বক্তারা প্রকল্পের কাঙ্খিত ফলাফল অর্জনে স্ব স্ব জায়গা থেকে দায়িত্ব পালন করে সাতক্ষীরা জেলার সামগ্রিক ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিশু ও যুবদের জন্য একটি নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন, যুবদলের ৬ নেতাকর্মীর যোগদান
হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

স্বদেশ’র আয়োজনে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প
স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় দাতা সংস্থাবিস্তারিত পড়ুন

বল্লিতে বিএনপি নেতা কর্মির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মিছিল
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীবিস্তারিত পড়ুন