মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় লকডাউনেও কমছে না করোনা সংক্রমন

একটানা চার সপ্তাহের বিধি নিষেধের পরও সাতক্ষীরা জেলার করোনা পরিস্থিতির উর্দ্ধগতি অব্যাহত রয়েছে। প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার জেলায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ঐ দিন সনাক্তের গড়ও ছিল ৫০ শতাংশের কাছাকাছি।আজ শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা সনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩৩ দশমিক ১১ শতাংশ।

দেশের ৬২তম জেলা হিসেবে গত বছর ২৬ এপ্রিল সাতক্ষীরাতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে মাঝে মধ্যে দু’একজনের করোনা ভাইরাস শনাক্ত হতে থাকে। একপর্যায়ে করোনাভাইরাসের কথাও জেলার মানুষ ভুলতে বসে। ঠিক এমন সময়ে গত এপ্রিলে সারাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমন শুরু হলে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এ সময় ভারত থেকে ফিরে আসা তিন শতাধিক বাংলাদেশী নাগরিককে বেনাপোল স্থল বন্দর থেকে কোয়ারেন্টাইনের জন্য সাতক্ষীরায় পাঠানো হয়। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তাদের মধ্যে ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর গত ২৭ মে থেকে জেলায় করোনার ব্যাপক সংক্রমন শুরু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ১৩ হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজিটিভ শনাক্ত হয়েছে ৩ হাজার ৪২৩ জন। শনাক্তের হার ২৬ দশমিক ২৮ শতাংশ। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৭৪ জন এবং উপসর্গে মারা গেছেন ৩৫০ জন। ১ জুলাই চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৮০৯ জন। এরমধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৯জন চিকিৎসাধীন ছিলেন। অন্যারা বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবার মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন করোনা আক্রান্ত ছাড়াও আরও ২৫০ জন উপসর্গের রোগী ভর্তি ছিলেন। জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২ হাজার ৫৪০ জন।

এদিকে জেলায় এ পর্যন্ত শনাক্ত ৩ হাজার ৪২৩ জন করোনা রোগীর মধ্যে ১ হাজার ৮০৫ জন শনাক্ত হয়েছে গত জুন মাসের ৩০ দিনে। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৪০৫ জনের। জুন মাসে শনাক্তের হার ৪০ দশমিক ৯৮ শতাংশ।

এরপূর্বে গত মে মাসের ৩১ দিনে জেলায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩৫৫ জনের। এ সময় শনাক্ত হয় ৩০৫জনের। মে মাসে শনাক্তের হার ছিল ২২ দশমিক ৫১ শতাংশ।

তারপূর্বে গত ২৬ এপ্রিল ২০২০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয় ৭ হাজার ২৬৬ জনের। ৩৭০ দিনের ঐ নমুনা পরীক্ষায় জেলা শনাক্ত হয়েছিল ১ হাজার ৩১৩ জনের। শনাক্তের হার ১৮ দশমিক ০৭ শতাংশ।

এদিকে জুন মাসে সাতক্ষীরা জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এখনো সংক্রমনের উর্দ্ধগতি অব্যাহত রয়েছে। জেলার গড় শনাক্তের হার এখনো ২৬ শতাংশের উপরে। জুন মাসের ১১ দিন জেলায় গড় শনাক্ত ছিল ৫০ শতাংশের উপরে। এরমধ্যে ১২ জুন ৬৪ দশমিক ২ এবং ১৮ জুন ৬০ দশমিক ৮৭ শতাংশ ছিল। জুন মাসের শেষ দিনে শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ০৬ শতাংশ।

এদিকে সংক্রমনের এই উর্দ্ধগতিতে জেলায় চলছে চতুর্থ সপ্তাহের লকডাউন। আজ লকডাউন শেষ হওয়ার কথা। এরপর আর বাড়বে কিনা সেটি জেলা করোনা প্রতিরোধ কমিটি সিদ্ধান্ত নিবে। এদিকে বৃহস্পতিবার সারাদেশব্যাপি শুরু হওয়া লকডাউনে কাঁচা বাজারসহ বেশকিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা কিছুটা বেশি থাকলেও সাতক্ষীরার জন্য সেটি থাকছে না। পূর্বের নিয়মে আজ সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে কাঁচাবাজারসহ জরুরি পণ্যের দোকানপাট খোলা থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পাইলট হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতের গাছের চারা বিতরণবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কৃষকদের সাফল্য ছড়িয়ে দিতে শুরু হয়েছে ‘কৃষক দলগঠন’ মিটিং

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় গ্রামীণ ভাবে কৃষকদের সাফল্য ছড়িয়ে দিতে শুরু হয়েছে নিয়মিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গণসংযোগে বিএনপি নেতা আক্তারুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমিতে হিফজ বিভাগের উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
  • মহররম ও আশুরার শিক্ষা-তাৎপর্য
  • মেডিকেলে চান্স পাওয়া কলারোয়ার সেই মেধাবী শিক্ষার্থীর পাশে দুদকের ড. খাঁন সেলিম
  • ‘সাদাকে সাদা আর কালোকে কালো বলুন’: সাংবাদিকদের প্রতি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় মারকাযুল ইলমী ওয়াদ-দাওয়াহ্ মাদ্রাসার অভিভাবক ও সুধী সমাবেশ
  • কলারোয়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে কৃষকের মৃ*ত্যু
  • কলারোয়ায় বিএনপির অঙ্গ সংগঠেনের তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভা
  • কলারোয়া সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপন কর্মসূচি
  • নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
  • কলারোয়ায় চক্ষু সেবা শিবির বাস্তবায়নে মতবিনিময় সভা
  • কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান : ৩০ হাজার টাকা জরিমানা