সাতক্ষীরায় ৭১ জন এসিড সারভাইভরকে করোনাকালীন সহায়তা প্রদান
১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার সকাল ১০টায় Estern Bank Limited (EBL) এর আর্থিক সহায়তায় একশন এইড বাংলাদেশ অসহায় এসিড সারভাইভরদের মাঝে নগদ ৩০০০ টাকা করে মোট ৭১ জনকে সিএসআর কার্যক্রমের আওতায় কোভিড-১৯ বিশেষ সহায়তা প্রদান করে।
স্থানীয় উন্নয়ন সংস্থা স্বদেশ ও সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক সাতক্ষীরা কর্মসুচিটি বাস্তবায়ন করে। স্বদেশ সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক একেএম শফিউল আযম, অন্যান্যদের মধ্যে স্বদেশ সংস্থার পরিচালক মাধব চন্দ্র দত্ত, একশন এইড এর সিনিয়র প্রগ্রাম কো-অডিনেটর নুরুন্নাহার বেগম, মোঃ জাহাঙ্গির হোসেন ডেপুটি ম্যানেজার হিউম্যানটেরিয়ান রেসপন্স একশনএইড, মোঃ মাহাবুব রহমান ফাইনান্স অফিসার এএবি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু মুছা, সিনিয়র সাংবাদিক সুবাস চৌধুরী সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান হতে আগত এসিড সারভাইভরবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি একশনএইড ও ইর্ষ্টান ব্যংক লিমিটেড এর এই সহায়তাকে কাজে লাগিয়ে কিছু আয়বর্ধক কাজ করার জন্য সকলকে অনুরোধ করেন। স্বদেশ ও এসবিজিএন এর এই উদ্যোগ সমাজে বিশেষ ্অবদান রাখবে বলে উল্লেখ করেন। তিনি এসিড সারভাইভরদের জন্য সরকারের বিভিন্ন সহায়তা সহ জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের গৃহিত কর্মসুচির কথা উল্লেখ করেন।
প্রসঙ্গতঃ সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময়ে ১১জন শিশু, ১১০ জন নারী ও ৪৩ জন পুরুষ জমিজমা, প্রেম সংক্রান্ত বিষয় এবং ব্যক্তিগত আক্রোশ থেকে এসিড আক্রান্ত হন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)