সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অস্ত্র হাতে যুদ্ধের মাঠে ইউক্রেনের সেরা সুন্দরী

ইউক্রেনে এই মুহূর্তে পুরোদমে চলছে রুশ আগ্রাসন। বিপন্ন মাতৃভূমি। জনগণকে অস্ত্র হাতে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির নেতা। সেই নির্দেশেই রুশ হামলা রুখতে সেনাবাহিনীর পাশাপাশি অস্ত্র হাতে তুলে নিচ্ছে নানা শ্রেণিপেশার মানুষ।

এরই ধারাবাহিকতায় এবার যুদ্ধের মাঠে নামলেন অ্যানাস্থেশিয়া লেনা নামে দেশটির এক সেরা সুন্দরী। এদিকে আরেক চমক দেখিয়েছেন স্কাই স্পোর্টস নিউজের এক সংবাদ উপস্থাপিকা।

রুশ হামলার প্রতিবাদে ও ইউক্রেনের সমর্থনে ইউক্রেনের পতাকার রঙ নীল ও হলুদের পোশাক পরেই শনিবার সংবাদ পড়েছেন হেলি ম্যাককুইন নামের উপস্থাপিকা।

মিস গ্র্যান্ড ইউক্রেনের খেতাব বিজেতা অ্যানাস্থেশিয়া লেনা। ২০১৫ সালে দেশের সেরা সুন্দরীর মর্যাদা অর্জন করেন। কিন্তু মাতৃভূমির সম্মান রক্ষার্থে হেলায় সেই তাজ খুলে ফেলেছেন। হাইহিল ছেড়ে পা গলিয়েছেন সামরিক জুতোয়। রুশ সেনার চোখে চোখ রেখে লড়াই করতে বদ্ধপরিকর তিনি।

এই সুন্দরির একটি ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেনার পোশাকে দেশবাসীর প্রতি বার্তা দিয়ে অ্যানাস্থেশিয়া লেখেন, ‘ইউক্রেনের জন্য প্রার্থনা করুন। যুদ্ধ বন্ধ হোক।’

আরেকটি পোস্টে মজা করে অ্যানাস্থেশিয়া লিখেছেন, ‘আমাদের (ইউক্রেনের) সেনারা এমন বীরত্বের সঙ্গে লড়াই করছে যে ন্যাটোর উচিত ইউক্রেনে প্রবেশের আগে আবেদন করে রাখা।’ গত কয়েক বছর ধরে নিছক কৌতূহলের বশেই বন্দুক চালনা শেখেন অ্যানাস্থেশিয়া লেনা। বর্তমানে রাশিয়ার সঙ্গে যুদ্ধে, তার সেই তালিমকেই কাজে লাগাতে চান এই সুন্দরী।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ হামলায় লন্ডভন্ড ইউক্রেনের সমর্থনে দেশটির দুই রঙের সঙ্গে মিলিয়ে পোশাক পরে শনিবার অফিসে আসেন উপস্থাপিকা ম্যাককুইন। এমনকি ওই পোশাক পরেই সংবাদ উপস্থাপন করেন।

৪২ বছর বয়সি ম্যাককুইন ব্রিটেনের নাগরিক ও জাতিতে স্কটিশ। এদিন রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয় খেলোয়াড়দের বিষয়ে সংবাদ পড়ছিলেন তিনি। এ সময় হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়েন এবং একপর্যায়ে কেঁদে ফেলেন তিনি।

ইউক্রেনের পতাকার রঙের পোশাক পরার ব্যাপারে রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ম্যাককুইন বলেন, ‘বহু বছর ধরে স্কাই স্পোর্টস নিউজে অনেক করুণ কাহিনীই আমি উপস্থাপন করেছি এবং গর্বের সঙ্গেই আমার পেশাজীবী মনোভাব ধরে রেখেছি।

কিন্তু গতকাল কিছু কারণে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘যেহেতু আমি একজন মা, তাই আমার

মনে হয়, পৃথিবীটাকে আমি একটু ভিন্নভাবে দেখি। আর নিশ্চিতভাবেই আমি বেশ আবেগপ্রবণ।’

একই রকম সংবাদ সমূহ

বিশ্বের সবচেয়ে স্মার্ট শহর কোনগুলো, জেনে নিন

বিশ্ব দ্রুত স্মার্ট সিটি বা স্মার্ট নগরায়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তি, কৃত্রিমবিস্তারিত পড়ুন

নেপালে জেন-জি বিক্ষোভে নিহতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে

নেপালে গত সপ্তাহের দুর্নীতিবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। রোববারবিস্তারিত পড়ুন

বাংলাদেশে জামায়াতের উত্থানে শঙ্কিত হর্ষবর্ধন শ্রিংলা

ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কবিস্তারিত পড়ুন

  • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : সিইসি
  • পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশ-পা‌কিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত : শেহবাজ শরিফ
  • ভারত বিরোধিতার কারণে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছি : নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী
  • পরিবর্তন চাইছে এশিয়ার ক্ষুব্ধ জেন-জি
  • বিক্ষোভের সময় লুট হওয়া অস্ত্র সমর্পণের আহ্বান নেপালের সেনাবাহিনীর
  • নেপালে জেন জি বিক্ষোভ: সাবেক প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীকে পেটালো ক্ষুব্ধ জনতা
  • এবার নেপালের প্রেসিডেন্টের পদত্যাগ
  • আগামী নির্বাচনে ভোট দেবেন প্রবাসীরা, সর্বাত্মক প্রচেষ্টা আছে: ইসি সচিব
  • বাংলাদেশ-ইন্দোনেশিয়া পেরিয়ে লঙ্কার আগুন নেপালে
  • নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
  • বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ