বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আদালতে ভিআইপি বন্দিদের হাতে ব্যাগ কেন, জানে না কেউ

আদালতে ভিআইপি বন্দিদের হাতে থাকা ব্যাগে কী থাকে এ নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যাগের ব্যাপারে তারা কিছুই জানেন না। কারাগার থেকে বের হওয়ার পর বন্দিদের সম্পূর্ণ দায়িত্ব পুলিশের। ফলে ব্যাগের বিষয়টি পুলিশই বলতে পারবে। তবে সাধারণ বন্দিদের কারাগার থেকে আদালতে হাজির করা সময় তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় দুপুরের খাবার হিসাবে রুটি, কলা ও ডিম। ভিআইপি বন্দিদের কোনো খাবার দেওয়া হয় না। কারণ সাধারণত তাদের দুপুর ১২টা মধ্যেই আদালত থেকে কারাগারে ফিরিয়ে আনা হয়।

সাম্প্রতিক সময়ে আদালতে ভিআইপি বন্দিদের মধ্যে সাবেক মন্ত্রী শাজাহান খানসহ অনেকের হাতে ব্যাগ দেখা গেছে। বর্তমানে কাশিমপুর পার্ট-২ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শাজাহান খান। এ কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন জানিয়েছেন, আদালতে ব্যাগ বহনের বিষয়টি আমার জানা নেই। কারাগার থেকে ভিআইপি বন্দি বের হওয়ার পর তাদের দায়িত্ব পুলিশের। কারাগার থেকে বের হওয়ার সময় বন্দিদের কোনো ব্যাগ প্রদান করা হয় না।

অন্যদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেল সুপার সুরাইয়া আক্তার জানিয়েছেন, তার কারাগার থেকে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ বন্দিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে সাধারণ বন্দিদের দুপুরের খাবার বাবদ কলা, রুটি ও ডিম প্রিজন্স ভ্যানে তোলার আগে তাদের দেওয়া হয়। কিন্তু ভিআইপি বন্দিদের কোনো খাবার প্রদান করা হয় না। আদালতে ভিআইপি বন্দিদের অনেকের হাতে ব্যাগ দেখা যায় কেন— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। কারাগার থেকে বের ও প্রবেশের সময় দুই ক্ষেত্রেই ব্যাপক তল্লাশি করা হয়। কোনো বন্দিকে অবৈধ কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না।

তবে কারাগারের অপর একটি সূত্র জানিয়েছে, আদালত এলাকায় অনেক সময় ভিআইপিদের স্বজনরা রুমাল, টাওয়ালসহ ব্যবহার্য প্রয়োজনীয় জিনিস ব্যাগে করে আসামিদের প্রদান করে থাকেন।

এ ব্যাপারে ডিসি প্রসিকিউশন মো. তারেক জুবায়ের বলেন, বন্দিদের প্রিজন ভ্যানে করে আদালতে আনার পর অনেকের হাতেই ব্যাগ দেখা যায়। কারাগার থেকে না আনলে তারা কোথা থেকে পায়? হতে পারে তারা ব্যাগে গরম কাপড় বহন করেন। বিষয়টি নিয়ে তিনি খোঁজ নেবেন বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয়ের ৭ নম্বর ভবন: ৬ থেকে ৯ তলা পুড়ে ছাই

আগুনে সচিবালয়ের সাত নম্বর ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত চারটি ফ্লোরবিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নতুন একটি রাজনৈতিকবিস্তারিত পড়ুন

গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সতর্ক আছে সেনাবাহিনী

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা কেপিআইয়ে হামলা-নাশকতা প্রতিরোধ এবং নিরাপত্তা বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলাবিস্তারিত পড়ুন

  • সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে: নৌবাহিনী কর্মকর্তা
  • সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন
  • সচিবালয়ে আগুন ষড়যন্ত্র কিনা তদন্তের পর বলা যাবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন
  • সচিবালয়ের আগুন লাগা ভবনে আছে যেসব মন্ত্রণালয়
  • সচিবালয়ে ভয়াবহ আগুন
  • ভুয়া মুক্তিযোদ্ধার সনদে বেশি চাকরি শিক্ষক, ব্যাংক ও পুলিশে
  • প্রার্থনা আর আনন্দ উৎসবে বড়দিন উদযাপিত
  • আনিসুল-সালমান-জিয়াকে অব্যাহতির চেষ্টা, জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • কারাগারে থাকা তিন মোড়লের ভেলকি, মামলা থেকে বাঁচার অভিনব কায়দা
  • কলারোয়া বিএনপির মুখপাত্র রইছ উদ্দিন অসুস্থ, হাসপাতালে ছুটে গেলেন সাবেক এমপি হাবিব