এবারের পরীক্ষার্থী ৩৯৯৭ জন
কলারোয়ায় এসএস,সি ও সমমনের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন
সারাদেশে আগামীকাল রবিবার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যশোর বোর্ডের অধীনে এ বছর ৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার এসএসসি পরীক্ষায় ৭৮ টি প্রতিষ্ঠানের ৩ হাজার ৯ শত ৯৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা শিক্ষা প্রশাসন ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত বছর ২০২২ সালের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এবারের ৪টি এস এস সি কএন্দ্র থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯৫৪জন। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে ৯৭৩ জন , কলারোয়া গার্লস পাইলট হাই স্কুল কেন্দ্র থেকে ৭৮৬জন, সোনা বাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৭৮৬ জন, খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪০৯জন।এবং কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে (দাখিল)৬৯৯জন। এছাড়া বিভিন্ন স্কুলের ভোকেশনাল গ্রুপ থেকে একটি কেন্দ্রে ৩৪৪জনকএন্দ্র থেকে ৬৯৯ জন এবং ভোকেশনাল ১টি কএন্দ্র থেকে ৩৪৪ জন । মোট পরীক্ষার্থী সংখ্যা ৩৯৯৭ জন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলি বিশ্বাস বলেন ইতিমধ্যে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা২০২৩ এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাত পোহালেই পরীক্ষা
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)