বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ইউএনও’র সাথে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)’র প্রতিনিধি দল। বুধবার (১৪ মে) বেলা ১২ টায় উপজেলার যুগিখালী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন।
ইউএনডিপি প্রতিনিধধি দলের নেতৃত্ব দেন গ্রাম আদালত সক্রিয়করণ জাতীয় প্রকল্পের প্লানিং, এমএন্ডই ও রিপোর্টনিং এর টিম লিডার মোহাম্মদ সিরাজুল হক। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩ পর্যায়) প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর (ওয়েভ ফাউন্ডেশন) মো: নজরুল ইসলাম, ইউএনডিপির প্রজেক্ট এ্যাসেসন্টেস এইচ এম সোহেল রানা, ডিষ্ট্রিক কো-অর্ডিনেটর (সাতক্ষীরা-খুলনা) মো: হাফিজুর রহমান।
এসময় প্রতিনিধি দল ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানও ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং গ্রাম আদালত কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ প্রদান করেন। পরে যুগিখালী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে গ্রহন ও নিস্পত্তিকৃত বিভিন্ন মামলা নথি, রেজিষ্টার পর্যবেক্ষন শেষে টিম লিডার মোহাম্মদ সিরাজুল হক বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছেন কিনা তা সরেজমিনে দেখা হচ্ছে। ইউনিয়নে গ্রহনকৃত মামলা আইন ও বিধি অনুযায়ী নিস্পত্তি হয়েছে কিনা সে বিষয়টি সরাসরি মাঠ পর্যায়ে এসে দেখা হচ্ছে। এসময় তিনি, ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রæত ইউপি সদস্যদের প্রশিক্ষনের প্রয়োজন বলে জানান।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩ পর্যায়) প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: নজরুল ইসলাম ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যদের এখতিয়ারভুক্ত মামলা আইন, বিধি অনুযায়ী নিস্পত্তি, আদালতের কার্যক্রম গতিশীল করা ও নিয়মিত গ্রাম আদালত পরিচালনার করার জন্য পরামর্শ প্রদান করেন।
দুপুরে ইউএনডিপির প্রতিনিধি দলটি গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অফিস পরিদর্শন ও কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন এবং উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের সার্বিক বিষয়ে খোজ নেন।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মো: জহুরুল ইসলাম ইউএনডিপি কর্মকর্তাদের শুভেচ্ছা জানান এবং উপজেলায় গ্রাম আদালতের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, গ্রাম আদালত কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, প্রশাসনিক কর্মকর্তাদের বিশেষ গ্ররুত্ব দিয়ে মামলা গ্রহন ও নিস্পত্তির জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে নিয়মিত ফলোআপ করা হচ্ছে। এসময় তিনি প্রকল্প বাস্তবায়নে নিরলসভাবে কাজ করার জন্য কলারোয়া উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্রকে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত; ২০২৪ সালের জানুয়ারী থেকে এপ্রিল মাস ২০২৫ পর্যন্ত যুগিখালী ইউনিয়নে গ্রাম আদালতে ৪০টি মামলা গ্রহণ করা হয়। এর মধ্যে ৩৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। ক্ষতিপূরণ আদায় হয়েছে ১৯ লাখ ৪ হাজার টাকা। জমি উদ্ধার হয়েছে ৩৯ শতক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সীমান্তে ভারতীয় ইমিটেশন গহনাসহ বিভিন্ন পণ্য উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সমস্যা ও উন্নয়ন বিষয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সমস্যা ও উন্নয়নের বিষয়ে নিয়ে একবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেরালকাতায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ পণ্য উদ্ধার
  • কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • সীমান্ত অপরাধরোধে সাতক্ষীরায় বিজিবির সচেতনতা মূলক সভা
  • ‘সাতক্ষীরা জেলায় কোন ঘুষ চলবে না’ : ডিসি মোস্তাক আহমেদ
  • মালয়েশিয়ায় তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব
  • কলারোয়ায় প্রাইমারি স্কুল শিক্ষক সমিতির কমিটি।। সভাপতি কাঁকন, সম্পাদক মামুন
  • কলারোয়া সীমান্তে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মদসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল জব্দ
  • কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
  • কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার