বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারী স্বাস্থ্যকর্মীকে যৌন নির্যাতনের হুমকির অভিযোগ

কলারোয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি নারী স্বাস্থ্যকর্মীকে অশ্রাব্য গালিগালাজ ও যৌন নির্যাতন চালানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। যৌন নির্যাতন চালানোর হুমকি দাতা চেয়ারম্যানের নাম মাহফুজুর রহমান নিশান। তিনি উপজেলার জালালাবাদ ইউপি চেয়ারম্যান।

এ বিষয়ে সরকারি নারী স্বাস্থ্যকর্মী সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

তবে হুমকি দাতা ওই চেয়ারম্যান একদিন পর ঐ ঘটনার জন্য উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এসে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে মুচলেকা দেওয়ার অঙ্গীকার করে এবারের মত পার পেয়ে গেলেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর দেয়া লিখিত অভিযোগপত্র থেকে জানা যায়, কলারোয়া উপজেলার জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, গত সোমবার দুপুর ১২টার দিকে বাঁটরা কমিউনিটি ক্লিনিকে যান। কোন কারণ ছাড়াই ঐ ক্লিনিকের দায়িত্বরত নারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নাজনীন নাহারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে অফিস থেকে বের হয়ে যেতে বলেন। এ ঘটনায় ওই নারী স্বাস্থ্যকর্মী বিষয়টি তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বললে চেয়ারম্যান নিশান আরো ক্ষিপ্ত হয়ে বলেন- তোর কোন বাপ আছে ডেকে নিয়ে আয়, তোর স্যারের গুষ্টি উদ্ধার করবো। সেই সাথে ওই নারী সরকারি স্বাস্থ্যকর্মীকে যৌন নির্যাতণ চালানোর হুমকি দেন চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান।

এ ঘটনায় ওই নারী স্বাস্থ্যকর্মী মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

বিষয়টি জানতে পেরে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বুধবার সকালে তার দপ্তরে চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান ও লাঞ্চনার শিকার নারী স্বাস্থ্যকর্মী সিএইচসিপি নাজনীন নাহারকে নিয়ে ঘটনাটির সত্যতা জানার চেষ্টা করেন।

সেসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার গাজী আশিক বাহার, উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সিএইচসিপি রাজীব হোসেন, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান প্রমুখ।

এদিকে, ওই ঘটনায় চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান ইউএনও দপ্তরে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। সেই সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে মুচলেকা দেওয়ার অঙ্গিকার করায় এবারের মত পার পান।

উল্লেখ্য, মাহফুজুর রহমান নিশান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। একমাস আগে তার বিরুদ্ধে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ.সভাপতি শেখ মারুফ আহমেদ জনিকে হত্যা চেষ্টার অভিযোগে কলারোয়া থানায় ১৪/১১ তারিখ নিয়মিত মামলা হয়। মামলা নং- ২০।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্বপ্রতিনিধি : ” জ্ঞান-বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে উৎসব মূখর পরিবেশে পিঠা উৎসব

নিজস্ব প্রতিনিধি : শীত মানেই যেন নতুন ধানের চাল গুঁড়ার দাদি- নানিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় দুশ্চিন্তায় পিতা!

মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় দুশ্চিন্তায় পিতা। অর্থনৈতিক অসচ্ছলতা ও দারিদ্রতার কারণে মেয়েরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার জয়নগরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ ও পরিবীক্ষণ কমিটির সভা
  • কলারোয়ার খোর্দ্দ-বাটরায় যুবদলের কর্মী সমাবেশ
  • কলারোয়ায় কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের মাসিক সভা
  • কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ
  • কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • শহীদ জিয়া দেশের মানুষের জন্য বাতিঘর : সাবেক এমপি হাবিব
  • কলারোয়া আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা
  • কলারোয়া টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ফাইনালে
  • কলারোয়ার মির্জাপুরে যুবদলের কর্মী সভা
  • কলারোয়ায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক
  • কলারোয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ