শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারী স্বাস্থ্যকর্মীকে যৌন নির্যাতনের হুমকির অভিযোগ

কলারোয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি নারী স্বাস্থ্যকর্মীকে অশ্রাব্য গালিগালাজ ও যৌন নির্যাতন চালানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। যৌন নির্যাতন চালানোর হুমকি দাতা চেয়ারম্যানের নাম মাহফুজুর রহমান নিশান। তিনি উপজেলার জালালাবাদ ইউপি চেয়ারম্যান।

এ বিষয়ে সরকারি নারী স্বাস্থ্যকর্মী সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

তবে হুমকি দাতা ওই চেয়ারম্যান একদিন পর ঐ ঘটনার জন্য উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এসে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে মুচলেকা দেওয়ার অঙ্গীকার করে এবারের মত পার পেয়ে গেলেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর দেয়া লিখিত অভিযোগপত্র থেকে জানা যায়, কলারোয়া উপজেলার জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, গত সোমবার দুপুর ১২টার দিকে বাঁটরা কমিউনিটি ক্লিনিকে যান। কোন কারণ ছাড়াই ঐ ক্লিনিকের দায়িত্বরত নারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নাজনীন নাহারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে অফিস থেকে বের হয়ে যেতে বলেন। এ ঘটনায় ওই নারী স্বাস্থ্যকর্মী বিষয়টি তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বললে চেয়ারম্যান নিশান আরো ক্ষিপ্ত হয়ে বলেন- তোর কোন বাপ আছে ডেকে নিয়ে আয়, তোর স্যারের গুষ্টি উদ্ধার করবো। সেই সাথে ওই নারী সরকারি স্বাস্থ্যকর্মীকে যৌন নির্যাতণ চালানোর হুমকি দেন চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান।

এ ঘটনায় ওই নারী স্বাস্থ্যকর্মী মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

বিষয়টি জানতে পেরে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বুধবার সকালে তার দপ্তরে চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান ও লাঞ্চনার শিকার নারী স্বাস্থ্যকর্মী সিএইচসিপি নাজনীন নাহারকে নিয়ে ঘটনাটির সত্যতা জানার চেষ্টা করেন।

সেসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার গাজী আশিক বাহার, উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সিএইচসিপি রাজীব হোসেন, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান প্রমুখ।

এদিকে, ওই ঘটনায় চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান ইউএনও দপ্তরে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। সেই সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে মুচলেকা দেওয়ার অঙ্গিকার করায় এবারের মত পার পান।

উল্লেখ্য, মাহফুজুর রহমান নিশান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। একমাস আগে তার বিরুদ্ধে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ.সভাপতি শেখ মারুফ আহমেদ জনিকে হত্যা চেষ্টার অভিযোগে কলারোয়া থানায় ১৪/১১ তারিখ নিয়মিত মামলা হয়। মামলা নং- ২০।

একই রকম সংবাদ সমূহ

সততা-নিষ্ঠা দিয়ে মানুষের মন জয় করতে হবে: জামায়াত নেতা ইজ্জত উল্লাহ

আসাদুজ্জামান ফারুকী: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত সমর্থিতবিস্তারিত পড়ুন

বৃষ্টির মাঝেও থেমে নেই কলারোয়া বাজারের পানি নিস্কাশন ব্যবস্থার সংস্কার কাজ

জাহাঙ্গীর হোসেন : দিনভর টানা বর্ষণ উপেক্ষা করে কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিন্ডিকেটের মাধ্যমে খাতা বিক্রয়সহ দুর্নীতির অভিযোগ

কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সভা ও র‌্যালি
  • কলারোয়া বাজারে ১৮ নৈশপ্রহরীকে রেইনকোট প্রদান
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নানা বিষয়ের প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ায় মৎস্য সপ্তাহ পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছি‌ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা ফাইনালে
  • কলারোয়ার যুগিখালীতে বিএনপির ওয়ার্ড সম্মেলনে ধানের শীষে ভোট প্রার্থনা
  • কলারোয়ায় সাংবাদিক আব্দুর রহমান মোটরসাইকেল দু/র্ঘ/ট/না/য় আ/হ/ত
  • কলারোয়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়ানুষ্ঠান
  • কলারোয়ায় শিবিরের দায়িত্বশীল কর্মশালা
  • কলারোয়ায় গভীর রাতে শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য, অতঃপর..
  • বিএনপি দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে : সাবেক এমপি হাবিব
  • কলারোয়ায় বালু উত্তোলন করায় ৭০ হাজার টাকা জরিমানা