শনিবার, আগস্ট ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পানির দরে পান বিক্রি, বিপাকে পান-চাষীরা

সাতক্ষীরার কলারোয়ায় পানের বাম্পার ফলন সত্বেও পান চাষীদের মুখে হাসি নেই। পানির দামে পান বিক্রি আর বাজার মূল্য কম হওয়ায় পান চাষীরা বিপাকে পড়েছেন। ভরা মৌসুমেও পানের দাম কম থাকায় পান চাষীরা রীতিমতো দূ:চিন্তায় পড়েছেন।
ফলে চলতি সময়ে পান চাষ করে লাভের পরিবর্তে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে পান চাষীদের।- এমনটাই জানালেন তারা।

কয়েকজন পান-চাষী বলেন, পানের বাজারে ধ্বস নামার মূলকারণ নিত্যপণ্য দাম বৃদ্ধি পাওয়া। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় অনেকে পান ক্রয় ও খাওয়া বাদ দিয়েছেন।

উপজেলার বড় পানের বাজার খোরদো। সেখানে ঘুরে দেখা গেছে, কাক ডাকা ভোর থেকেই খোরদো, চাকলা, খাজুরা, হাজরাকাটী, মুরারিকাটী, জয়নগর, বরনডালী এলাকা থেকে খোরদো হাটে পান বিক্রেতারা অটোভ্যান, মিনি ট্রাক, অটোচার্জার ভ্যান, মোটরসাইকেল, এমনকি মাথায় করে তাদের বরজের উৎপাদিত পান নিয়ে বাজারে এসেছেন। বিক্রেতাদের পাশাপাশি কলারোয়ার বাইরের এলাকার ক্রেতারাও আছেন।

পান চাষীরা জানান, পূর্বে যে পানের পোন বিক্রি হতো ১শ’৫০ থেকে ১শ’ ৮০টাকা, তা এখন বিক্রি হচ্ছে মাত্র ৩ টাকা থেকে ৩৫/৪৫ টাকায়। আগে যে পান ৪০/৬০ টাকা বিক্রি হতো এখন সেই পান পোন প্রতি ৪/১০টাকা।

পান-চাষী উপজেলার জয়নগর গ্রামের দিলীপ কুমার ঘোষ ও সাইফুল ইসলাম জানান, পানের উৎপাদন বেশি, বিক্রয় কম। তবু এই ক্ষতি কাটিয়ে উঠতে খুববেশি সময় লাগতো না, যদি পূর্বের মত পানের দাম থাকতো। পানের বাজারের যে অবস্থা এতে ঋণের টাকা পরিশোধ দুরের কথা- এখন সংসার চালাতেই হিমসিম খেতে হচ্ছে।

আরেক পান চাষী দেবাশীষ জানান, বরজে কাজ করা দিনমজুরের দাম লাগামহীন ভাবে বেড়ে গেছে। সেই তুলনায় বর্তমান যে পানের দাম তাতে পান বিক্রি করে মজুরির টাকা পরিশোধ করাও দুস্কর হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে পানচাষীরা পানচাষে আগ্রহ হারিয়ে ফেলতে পারে বলে তাদের শংকা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, পান চাষ একটি লাভজনক ফসল। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সাময়িক এমনটা ঘটছে। তবে স্বল্প সময়ের মধ্যেই পানের বাজার স্বাভাবিক হবে বলে আমার বিশ্বাস।

তবে উপজেলায় মোট কত হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে এবং কতজন পানচাষী রয়েছেন সেই বিষয়ে কৃষি কর্মকর্তা তাৎক্ষণিক কোন তথ্য দিতে পারেননি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছিতে রাস্তার কালভার্ট ভেঙ্গে মরন ফাঁদ!

অহিদুজ্জামান খোকা: কলারোয়ার কেঁড়াগাছি‌ বাজার থেকে গাড়াখালি রাস্তার বিলাত‌‌ আলী‌ গাজীর বাড়িরবিস্তারিত পড়ুন

সততা-নিষ্ঠা দিয়ে মানুষের মন জয় করতে হবে: জামায়াত নেতা ইজ্জত উল্লাহ

আসাদুজ্জামান ফারুকী: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত সমর্থিতবিস্তারিত পড়ুন

বৃষ্টির মাঝেও থেমে নেই কলারোয়া বাজারের পানি নিস্কাশন ব্যবস্থার সংস্কার কাজ

জাহাঙ্গীর হোসেন : দিনভর টানা বর্ষণ উপেক্ষা করে কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সিন্ডিকেটের মাধ্যমে খাতা বিক্রয়সহ দুর্নীতির অভিযোগ
  • কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সভা ও র‌্যালি
  • কলারোয়া বাজারে ১৮ নৈশপ্রহরীকে রেইনকোট প্রদান
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নানা বিষয়ের প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ায় মৎস্য সপ্তাহ পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছি‌ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা ফাইনালে
  • কলারোয়ার যুগিখালীতে বিএনপির ওয়ার্ড সম্মেলনে ধানের শীষে ভোট প্রার্থনা
  • কলারোয়ায় সাংবাদিক আব্দুর রহমান মোটরসাইকেল দু/র্ঘ/ট/না/য় আ/হ/ত
  • কলারোয়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়ানুষ্ঠান
  • কলারোয়ায় শিবিরের দায়িত্বশীল কর্মশালা
  • কলারোয়ায় গভীর রাতে শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য, অতঃপর..
  • বিএনপি দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে : সাবেক এমপি হাবিব