বৃহস্পতিবার, মে ২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কলারোয়ায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবন, দোকান ও প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘স্বাধীনতা’র পাদদেশে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনে উপজেলা পরিষদের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপেজলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) আল আমীন হোসেন, থানা প্রশাসনের পক্ষে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পৌর সভার পক্ষে পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, সহিদুল ইসলাম, বিএনপি’র পক্ষে বিএনপি নেতা শেখ শরিফুজ্জামান তুহিন, জেলা পরিষদের পক্ষে সদস্য শেখ আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের পক্ষে যুবলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের পক্ষে উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম পলাশ, যুগ্ম আহবায়ক সালাউদ্দীন পারভেজসহ নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে শেখ মোসলেম আহম্মেদ, শিক্ষক দীপক শেঠ, আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, আব্দুর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, রাশেদুল হাসান কামরুল, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন, সাইফুল ইসলাম, সরদার জিল্লুর রহমান, জাকির হোসেন, আরিফুল হক চৌধুরী, জুলফিকার আলী, জাসদের পক্ষে সভাপতি আনোয়ার হোসেন, ওয়ার্কাস পার্টির পক্ষে বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রউফ, কমরেড অধ্যাপক আবুল খায়ের, শ্রমিক লীগের পক্ষে আব্দুর রহিম, পাবলিক ইনস্টিটিউটের পক্ষে সভাপতি শেখ সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে সভাপতি প্রধান শিক্ষক প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, আব্দুল জলিল, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক আব্দুর রব, সহকারি প্রধান শিক্ষক আব্দুর রকিব, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক রুহুল আমিন, ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের পক্ষে সভাপতি আব্দুর রশিদ কচি, রমজান আহম্মেদ, ফায়ার সার্ভিস স্টেশন, কলারোয়া সরকারি কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, কাজীরহাট ডিগ্রী কলেজ, শিশু ল্যাব. নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, এমআর ফাউন্ডেশন, জাতীয় পাটি, জাসদ, মহিলা আওয়ামীলীগ, প্রেসক্লাব, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এসআই রেজাউল ইসলাম।

সকাল ৮টায় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠের পার্শ্বে অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পমাল্য অর্পণসহ কবর জিয়ারত ও রুহের মাগফেরাত কামনা করা হয়।

পরে জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শণী ও শরীরচর্চা প্রদর্শন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ সহ মাঠের বিভিন্ন কার্যক্রম যৌথভাবে পরিচালনা করেন কপাই সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন।
একই মাঠে ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।

মাঠের কার্যক্রম শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও সুবিধামত সময়ে হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে বলে জানা যায়।

এদিকে, ফুটবল মাঠে বিকাল সাড়ে ৪টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হাজার হাজর মানুষ অংশগ্রহন করে শপথ গ্রহন করেন।

সন্ধ্যায় শিশু সহ অতিথি শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ছবিতে..

 


একই রকম সংবাদ সমূহ

‘কলারোয়ায় শুদ্ধাচার ও ভদ্র রাজনীতির সূচনা করতে চাই’: স্বপন এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ও ভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন

কলারোয়ায় মহান মে দিবস উদযাপন করেছে উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়ন ও রিকসা-ভ্যান শ্রমিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তৃষ্ণার্ত পথচারীদের পানি ও স্যালাইন দিলেন স্বপন এমপি

তীব্র তাপদাহে জনজীবনে কিছুটা হলেও তৃপ্তি দিতে পথে চলা মানুষদের মাঝে পানিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার পালপাড়া গণহত্যা দিবসে গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ
  • কলারোয়ায় ঔষধ ব্যববসায়ীদেরকে নিয়ে জনসচেতনামূলক সভা
  • ৮ মাস বন্ধ কলারোয়ার বেত্রবতী সেতু নির্মাণকাজ, ভাঙা সেতু দিয়ে ঝুঁকিতে পারাপার
  • ২১ বছরর মধ্যে সাতক্ষীরায় সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
  • কলারোয়ায় তথ্য অধিকার বাস্তবায়নসহ একাধিক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে রঙ্গিন টিভি উপহার দিলেন সাইফুল্যাহ আজাদ
  • কলারোয়ায় উপজেলা চেয়ারম্যান লাল্টুর বিশাল শো-ডাউন
  • সাতক্ষীরার কলারোয়ায় দেবোত্তর মন্দিরের সম্পত্তি অবৈধ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলারোয়ার গাছে গাছে উঁকি দিচ্ছে আমের গুটি, বাতাসে দুলছে চাষীর স্বপ্ন
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ ও দায়িত্ব অর্পণ
  • কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা
  • কলারোয়ায় অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা