শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

তালায় কপোতাক্ষ অববাহিকা পানি কমিটির সভা

তালায় কপোতাক্ষ অববাহিকা পানি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ আগস্ট) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে কপোতাক্ষ অববাহিকা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কপোতাক্ষ অববাহিকা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কপোতাক্ষ অববাহিকা কমিটির সদস্য তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দার, শেখ আব্দুল হান্নান, মোঃ শফিকুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, শেখ সাদেকুজ্জামান, অচিন্ত্য কুমার সাহা, নন্দী দিপঙ্কর, রবীন্দ্র নাথ কর্মকার, ঝর্ণা রানী মন্ডল, নাজমা আক্তার, সোহেল পারভেজ, শেখ মাহাবুবুর রহমান রানা,ইউপি সদস্য রফিকুল ইসলাম, মোঃ আজিজ বিশ্বাস, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, উত্তরণের ইকবাল হোসেন লাভলু, ফাওজুল কবীর, মোঃ আলামিন মোড়ল প্রমুখ।

সভা শুরুতেই শোকাবহ ১৫ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্যবৃন্দসহ ঐদিন নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়া উত্তরণ-সীমান্ত কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাক আলী, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে প্রভাষক মোঃ হাফিজুর রহমান ও পাইকগাছা পানি কমিটির সদস্য পারুলের মেয়ের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

একইসাথে কপোতাক্ষ অববাহিকার টিআরএম কার্যক্রমের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টিগোচর করতে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া এলাকার জলাবদ্ধতা, কপোতাক্ষ নদ খননের ২য় ফেইজসহ পানি কমিটির কার্যক্রম মূল্যায়ন নিয়ে সভায় আলোচনা করা হয়।

উত্তরণ ও দলিতের আয়োজনে মাল্টিস্টেকহোল্ডার কো অর্ডিনেশন কমিটির সভা

বে-সরকারী সংস্থা উত্তরণ ও দলিতের আয়োজনে মাল্টিস্টেকহোল্ডার কো অর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২২ আগস্ট) সকালে নেদারল্যান্ড সরকারের অর্থায়নে,দাতা সংস্থা সিমাভী এর সহায়তায়, উত্তরণ ও দলিত এর আয়োজনে একটি প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসিনা পারভীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটিরসদস্য সচিব ছিলেন ও সাতক্ষীরা সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান।
সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শেখ রফিকুল ইসলামসহ বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান,সচিব,মেম্বার,মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, ফেডারেশনের সভানেত্রীসহ পানি, স্যানিটেশন ও ন্যাপকিন ব্যবসায়ীরা উক্ত সভায় উপস্থিত ছিলেন।

সভায় তিনটি ইউনিয়নের সামাজিক মানচিত্রের মাধ্যমে প্রাপ্ত ওয়াশের তথ্য শেয়ারিং ও সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ, বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল পানি, স্যানিটেশন, হাইজিন,মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ভিলেজ ওয়াশ কমিটির সভাপতিগণ তাদের এলাকার সমস্যাসমূহ উপস্থাপন করেন।

সভার প্রধান অতিথির সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি উত্তরণ ও দলিতের ওয়াশ প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করে বলেন, কার্যক্রমটি খুবই বাস্তবসম্মত এবং সময় উপযোগী। প্রতিটি পরিবার যদি সচেতন হয়ে নিজেদের সুরক্ষার জন্য নিরাপদ পানি পান করে, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের অভ্যাস গড়ে তোলে এবং নিজেরা পরিস্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তারা স্বাস্থ্যঝঁুকি থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনযাপন করতে পারবে।
তিনি আরও বলেন, যদি মানুষ একটা স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করেতা হলে তার ঔষধের পিছনে খরচ কমবে,পরিবারের স্বচ্ছলতা ফিরে আসবে এবং এলাকার উন্নয়ন হবে।
তিনি এলাকার নিরাপদ পানির সুব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও উপস্থিত সকলকে আশ্বস্থ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আবারো একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় আবারো একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধবিস্তারিত পড়ুন

ঈদে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে সর্বোচ্চ ব্যবস্থা : আইজিপি

ঈদকে কেন্দ্র করে কেউ বাস, লঞ্চ কিংবা ট্রেনে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টাবিস্তারিত পড়ুন

বিএনপির চারদিকে অন্ধকার: ওবায়দুল কাদের

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

  • জুনের মধ্যে প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ: প্রতিমন্ত্রী
  • কলারোয়ায় এবার ধান ক্ষেতের সাথে শত্রুতা
  • মানবতা সংঘের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে কেরাত আযান গজল অনুষ্ঠিত
  • আশাশুনির বড়দল লক্ষীখোলা খাস ও ভিপি সম্পত্তিতে মৎস্য প্রকল্প সাময়িক স্থগিত
  • আশাশুনির আনুলিয়ায় রাস্তায় ইট তুলে বিক্রি করলেন মেম্বার আলাউদ্দিন
  • আশাশুনিতে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের একিভুত শিক্ষা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনের বার্ষিকীতে স্মরণ সভা
  • শ্যামনগরে বাল্যবিয়ে বন্ধের দাবিতে গণজমায়েত
  • আশাশুনির চেউটিয়া নদী উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • যশোরের শার্শায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ
  • নড়াইল ডিবি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি মহিলা গ্রেফতার
  • নড়াইলে দুইজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
  • error: Content is protected !!