সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাঁচ গোলের থ্রিলার জিতে আশা বাঁচিয়ে রাখলেন রোনালদোরা

লিগের শিরোপা স্বপ্ন ভেঙেছে আগেই। জুভেন্টাসের ৯ মৌসুমের রাজত্বের অবসান ঘটিয়ে এবার সিরিআয় চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান।

সেই হিসেব বাদ, চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে তো সেরা চারে থাকা চাই, সেটাও এবার বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে জুভদের।

শেষ পর্যায়ে এসে যে সেরা চারের বাইরে চলে গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। তবে শনিবার সিরিআর ম্যাচে শিরোপাজয়ী ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে চার নম্বরে ফিরেছে জুভেন্টাস। বাঁচিয়ে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা।

জুভেন্টাস স্টেডিয়ামে দুর্দান্ত এক ম্যাচই উপভোগ করেছেন ফুটবলপ্রেমীরা। দুই দলের মধ্যে হয়েছে তুমুল লড়াই। দুই দলের একজন করে দেখেছেন লাল কার্ড। তিনটি গোলে রেফারিকে নিতে হয়েছে ভিএআরের সাহায্য। দুই দল মিলিয়ে পেনাল্টিও পেয়েছে তিনটি। এমনই ঘটনাবহুল ম্যাচে শেষ হাসি হেসেছে জুভেন্টাস।

ম্যাচের ২৪ মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। যেই গোলটিতেও ছিল নাটকীয়তার ছোঁয়া। ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টি নিলে প্রথম দফায় সেটি ঠেকিয়ে দিয়েছিলেন সামির হানদানোভিচ। ফিরতি বল পেয়ে সেটি জালে জড়ান পর্তুগিজ যুবরাজ।

৩৫ মিনিটে রোমেলু লুকাকুর পেনাল্টিতে সমতায় ফেরে ইন্টার। প্রথমার্ধে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জুভেন্টাসকে ফের এগিয়ে দেন হুয়ান কুয়াদ্রাদো।

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় রদ্রিগো বেন্তাকুর লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় জুভেন্টাস। তাদের বিপদ আরও বাড়ে ৮৩ মিনিটে জর্জো চিয়েল্লিনির আত্মঘাতী গোলে। ২-২ সমতায় ফেরে ইন্টার।

তবে এর পাঁচ মিনিট পর আরেকটি পেনাল্টিতে ভাগ্য খুলে যায় জুভেন্টাসের। সফল স্পট কিকে নিজের দ্বিতীয় গোল তুলে নিয়ে দলকে মহামূল্য তিনটি পয়েন্ট এনে দেন কুয়াদ্রাদো।

এই জয়ের পর ৩৭ ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট ৭৫। পাঁচে থাকা নাপোলির এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট। ৩৬ ম্যাচ খেলে জুভেন্টাসের সমান ৭৫ পয়েন্ট তিনে থাকা এসি মিলানেরও।

৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে চ্যাম্পিয়ন হওয়া ইন্টার মিলান। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট আটালান্টার। হাতে এক ম্যাচ। অর্থাৎ রোনালদোর দলের সুযোগ রয়েছে এখনও দুইয়ে ওঠে লিগ শেষ করার। শঙ্কা আছে সেরা চারের বাইরে ছিটকে পড়ারও।

একই রকম সংবাদ সমূহ

টাকা না পেয়ে বিদেশিদের ম্যাচ বর্জন, দেশিদের নিয়ে মাঠে রাজশাহী

রংপুর রাইডার্সের বিপক্ষে বিদেশিদের বাদ দিয়েই একাদশ সাজিয়েছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ইস্যুতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

আব্দুর রহিম : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : “এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেটে সেমিফাইনালে  ব্রজবাকসা সালিফ-রামিনা একাডেমি
  • সাতক্ষীরায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
  • খুলনাকে প্রথম হারের স্বাদ দিল রাজশাহী
  • কলারোয়ায় টিটিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
  • মাশরাফি-সাকিবের পরিণতি দেখে রাজনীতি করার ইচ্ছে নেই আফ্রিদির!
  • জাতীয় দলে আর খেলছি না, আফ্রিদিকে জানালেন তামিম
  • ঢাকায় নেমে আফ্রিদি বাংলায় বললেন, ‘আমি চলে এসেছি’
  • আল-আকসায় ধর্মীয় পোশাকে রোনালদো’র সাথে তাঁর স্ত্রী
  • চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
  • ‘বাংলাদেশকে বৈষম্যমুক্ত দেখতে চাই’ : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ ও পুরস্কার বিতরণ
  • ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট