শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণ করলো কলারোয়া

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণ করলো কলারোয়া। একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশের অপার সম্ভাবনার প্রত্যয় ব্যক্ত করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিএনপিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান একে একে পুষ্পস্তবক অর্পণ করেন সংশ্লিষ্টরা। ফুলেল শ্রদ্ধা জানানোর পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ‘বায়ন্নোর ভাষা আন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি দোয়া থাকবে। তাদের শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করি।’ এর আগে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পৌরপ্রশাসক ও ইউএনও জহুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা ও পৌর বিএনপির পক্ষে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, শেখ শরীফুজ্জামান তুহিনসহ নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষে যুগ্ম আহবায়ক সাবেক পৌর মেয়র গাজী আখতারুল ইসলাম, মফিজুল ইসলাম, আব্দুস সামাদ, রবিউল ইসলাম, হোসেন আলী বাবুসহ নেতৃবৃন্দ, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, মাস্টার মনিরুজ্জামানসহ অন্যান্যরা, যুবদলের পক্ষে এমএ হাকিম সবুজ, কেএম আশরাফুজ্জামান পলাশ, প্রভাষক সালাহউদ্দীন পারভেজ, বিএম আফজাল হোসেন পলাশসহ নেতৃবৃন্দ, কৃষকদলের পক্ষে মাস্টার মনিরুজ্জামান, মনিরুজ্জামান মনি, স্বেচ্ছাসেবক দলের পক্ষে মোশারফ হোসেন, আরিফুর রহমান রনজু, আব্দুস সালাম দিলুসহ নেতৃবৃন্দ, মহিলা দলের পক্ষে রাশিদা আশরাফসহ নেত্রীরা, ছাত্রদলের পক্ষে সাজু, সোহেলসহ নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর শ্রমিক দলের হাবিবুর রহমান হাব্বি, শফিকুল ইসলাম, মোজাম হোসেন, বাবলুসহ নেতৃবৃন্দ, পাবলিক ইন্সটিটিউটের পক্ষে সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলি, অধ্যাপক শাহাদাত হোসেন, প্রভাষক আরিফ মাহমুদ, সানবীম করিম সিয়ামসহ অন্যান্যরা, কলারোয়া প্রেসক্লাবের পক্ষে শেখ রাশেদুল হাসান কামরুল, আরিফ মাহমুদ, বিএম পলাশ, সানবীম সিয়াম, দেলোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের পক্ষে মোস্তাক আহমেদ, জাকির হোসেনসহ অন্যরা, বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে শওকত হোসেন, মীর রফিক, ঠিকাদার সমিতির পক্ষে সাইফুল ইসলাম বাবুসহ নেতৃবৃন্দ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চান্দু অধিকারীসহ নেতৃবৃন্দ, গদখালি যুব উন্নয়ন সংঘের পক্ষে জাকির হোসেন, মনিরুল ইসলাম মনি, আখতারুজ্জামান রাজিব, গোলাম মোস্তফা রিগানসহ নেতৃবৃন্দ, টাইলস শ্রমিক ইউনিয়নের অলিউর রহমানসহ নেতৃবৃন্দ, পৌর তাঁতি দলের আলম হোসেন, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষে কেএম পলাশ হাসানুজ্জামানসহ অন্যরা, স্বাস্থ্য কমপ্লেক্স, সাব রেজিস্ট্রি অফিস, উপজেলা স্কাউটস, শ্রমিক ইউনিয়ন, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, শেখ আমানুল্লাহ কলেজ, হাজী নাছির উদ্দীন কলেজ, হাবিবুল ইসলাম কলেজ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, বেত্রবতী হাইস্কুল, গার্লস হাইস্কুল, মডেল হাইস্কুল, শিশু ল্যাবরেটরি স্কুল, এমআর স্কুল, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।
এদিকে, কলারোয়া সরকারি কলেজ চত্বরের নতুন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীরা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকিব, সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফয়সাল, সিনিয়র যুগ্ম আহবায়ক আকাশ, যুগ্ম আহবায়ক মাহির, অংকুর, হাবিব প্রমুখ।
অনুরূপভাবে উপজেলার বিভিন্ন এলাকার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
২১ ফেব্রæয়ারীর দিনে ভোরে প্রভাত ফেরি, আলোচনা সভা, মসজিদ ও প্রার্থনালয়ে দোয়া এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও নানান কর্মসূচিতে পালন করছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একই রকম সংবাদ সমূহ

মানুষের কাছের মানুষ কলারোয়ার মানবিক ইউএনও জহুরুল ইসলাম

তার প্রথম পরিচয় তিনি জনবান্ধব ও মানবিক। তিনি জনপ্রতিনিধি নন, তবে জনপ্রতিনিধিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের ৪দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯-১৫ বছর বয়সী ৫লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে

নিজস্ব প্রতিনিধি: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কৃষি ব্যাংকের তারুণ্যের উৎসব উপলক্ষে গ্রাহক সমাবেশ
  • বেত্রবতী হাইস্কুলে শিক্ষকের বিদায় সংবর্ধনা
  • কলারোয়ার নবাগত প্রাথমিক শিক্ষা অফিসারকে শুভেচ্ছা জানালেন শিক্ষকরা
  • কলারোয়ার কেরালকাতায় ডিডিপি’র মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
  • কলারোয়ায় ‘জীবন পরিবর্তনে হজ্বের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও হজ্ব ওরিয়েন্টেশন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ)উদযাপন
  • কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় দুই মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা
  • সাতক্ষীরায় শিশু পাচার হ্রাস বিষয়ে অ্যাডভোকেসি সভা
  • কলারোয়ায় টাকা না পেয়ে বছরের পর বছর ঘুরছেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের গ্রাহকরা, ক্ষোভ
  • কলারোয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি‌তে প্রীতি ফুটবল ম্যাচ