বেনাপোল দিয়ে ঢুকছে টনকে টন ভারতীয় চাল, বাজারে ভোক্তার স্বস্তি ফিরলেও দাম কমেনি


যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ফের জোরেশোরে শুরু হয়েছে ভারতীয় চাল আমদানি। মাত্র দুই সপ্তাহে এই বন্দর দিয়ে ৭১টি ট্রাকে ২ হাজার ৪৮৫ টন চাল প্রবেশ করেছে। সরকারি সিদ্ধান্তে দীর্ঘ বিরতির পর চাল আমদানি চালু হওয়ায় বন্দরে আবারও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। তবে ভোক্তারা সামান্য স্বস্তি পেলেও বাজারে এখনো উল্লেখযোগ্য দামের পরিবর্তন হয়নি।
বন্দর সূত্র জানায়, ইরি-বোরো মৌসুম শেষে দেশে চালের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকে। দাম নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট সরকার আমদানিকারকদের বরাদ্দ ইস্যু করে। এর পরপরই ২১ আগস্ট থেকে ভারতীয় ট্রাকে চাল আসা শুরু হয়। বেনাপোল দিয়ে চাল আমদানি করছে মেসার্স উষা ট্রেডিং, মৌসুমী ট্রেডার্স, হাজী মুছা করিম অ্যান্ড সন্স, গণী এন্টারপ্রাইজ ও প্রিয়ম এন্টারপ্রাইজ।
চাল আমদানিকারক আব্দুস সামাদ (গণী এন্টারপ্রাইজ) বলেন, ভারত থেকে চাল আসায় বাজারে ইতোমধ্যে কিছুটা প্রভাব পড়েছে। সরবরাহ অব্যাহত থাকলে দাম আরও কমবে। তবে অন্য এক আমদানিকারক শামীম আহমেদ জানান, ভারতে আগেভাগেই দাম বাড়ানোয় আমদানিকারীরা লাভবান হচ্ছেন না। বর্তমানে সম্পা কাটারি চাল কেজি ৭০-৭১ টাকা, স্বর্ণা ৫২-৫৩ টাকা এবং আঠাশ ৫৫-৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে।
খুচরা বাজারেও সামান্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নাভারন বাজারের ব্যবসায়ী সুবহান আলী বলেন, এক সপ্তাহ আগে সম্পা কাটারি বিক্রি হয়েছে কেজি ৭২ টাকায়, এখন কেজি ৭১ টাকায় নামানো হয়েছে। বাগআঁচড়া বাজারের দিনমজুর শহিদুল ইসলাম জানান, চালের দাম কেজিতে দেড় টাকা পর্যন্ত কমেছে, তবে আশা ছিল আরও কমবে।
বেনাপোল সিঅ্যান্ডএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চার মাস পর চাল আমদানি শুরু হওয়ায় বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। অন্যদিকে বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, ২১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিনই ট্রাকভর্তি চাল ঢুকছে এবং দ্রুত ছাড় করানোর নির্দেশনা দেওয়া হয়েছে। চলতি বছরের ১৫ এপ্রিলের পর এই প্রথম বেনাপোল দিয়ে চাল আমদানি হলো।
ভারত থেকে চাল আসায় বাজারে কিছুটা স্বস্তি মিললেও এখনো প্রত্যাশিতভাবে দাম কমেনি। ব্যবসায়ীরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে। তবে ভোক্তাদের আশা সরকারের এই উদ্যোগে বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে নিত্যপ্রয়োজনীয় এই পণ্য।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

যশোরের বেনাপোলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবক নিহত, আহত ১
মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর) যশোরের বেনাপোলে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষেবিস্তারিত পড়ুন

বেনাপোল চেকপোস্টে কাস্টমসের খামখেয়ালীপনা: কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার
ভারতের ভিসা জটিলতার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্ট যাত্রী চলাচল প্রায় শূন্যেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারী-পুরুষ আটক
যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা চালানোর সময় দুই নারীবিস্তারিত পড়ুন