বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৃত্যুর পর চোখ খোলা থাকার কারণ জানলে চমকে যাবেন

জন্মের পর থেকেই একটু একটু করে মানুষ এগোতে থাকে মৃত্যুর দিকে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সব প্রাণীকেই। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, মৃত্যুর পর চোখ কেন খোলা থাকতে দেখা যায় মৃতদেহের।

জাগ্রত অবস্থায় মৃত্যু হোক কিংবা ঘুমন্ত অবস্থায় মৃত্যু হোক, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আপনার চোখ খুলে যাবেই। অনেকে মনে করেন মৃত্যুর পর মৃত ব্যক্তির চোখ খোলা রাখা অশুভ লক্ষ্মণ। এ কারণে অনেক ব্যক্তিকেই দেখা যায়, মৃত ব্যক্তির চোখ বন্ধ করে দিতে।

কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। মৃত ব্যক্তির চোখ খোলা কোনো অশুভ লক্ষ্মণ নয়। বরং তা স্বাভাবিক ঘটনা। তবে কেন চোখ খোলা থাকে তা জেনে চমকে যাবেন আপনি।

বিজ্ঞানীরা বলছে, চোখ মস্তিষ্কের স্নায়ুর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। স্নায়ু আমাদের মস্তিষ্কে সংকেত পাঠায়৷ তার মাধ্যমেই আমাদের শরীরে চোখ বন্ধ বা খোলা রাখা নিয়ন্ত্রিত হয়। আমরা যখন বেঁচে থাকি, এটি একটি সিস্টেমের মতো কাজ করে। সেই কারণে, যখন চোখে রোদ পড়ে বা আমরা ঘুমোতে যাই, তখন আমরা আমাদের চোখ বন্ধ করে ফেলি।

মস্তিষ্কের মৃত্যু মানেই দেহের মৃত্যু। আর মৃত্যুর আগে মস্তিষ্ক তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সব কাজ বন্ধ করে দিতে শুরু করে। এ প্রক্রিয়া শুরু হওয়ার সময় আপনি ঘুমিয়ে থাকলেও কিছু মুহূর্তের জন্য জেগে উঠবেন। আর তারপরই মস্তিষ্ক অচল হয়ে পড়ে। মস্তিষ্কের এ অচল অবস্থাকেই বলা হয় মৃত্যু।

মৃত্যুর পর দেহের সব অঙ্গ নিথর হয়ে পড়লেও ৫ ঘণ্টা পর্যন্ত কার্যক্ষম থাকে। কিন্তু মৃতব্যক্তির মস্তিষ্ক অচল হওয়ার কারণে এসব অঙ্গ কাজ করার ক্ষমতা হারায়। তাই চিকিৎসাবিজ্ঞানে এ ৫ ঘণ্টার মধ্যেই অঙ্গ প্রতিস্থাপনের কথা বলা হয়ে থাকে।

এসব অঙ্গের মধ্যে চোখও রয়েছে। মৃতব্যক্তির চোখ খোলা থাকলেও তা কর্মক্ষম থাকে। তাই অনেকে মনে করেন মৃত ব্যক্তি ওই সময়টুকু দেখতে পান। কিন্তু আপনি জেনে আরও অবাক হবেন যে, যেহেতু মস্তিষ্ক অচল তাই মৃতব্যক্তি তার কার্যক্ষম চোখ দিয়ে কোনো কিছু দেখার ক্ষমতাই রাখে না।
সূত্র: এবিপি লাইভ

একই রকম সংবাদ সমূহ

১০ দেশে অল্প খরচে পড়তে পারেন বাংলাদেশি শিক্ষার্থীরা

উন্নত ক্যারিয়ার গড়ার আশা থাকে সব শিক্ষার্থীরই। এ ক্ষেত্রে অনেকের ভাবনায় থাকেবিস্তারিত পড়ুন

বিশ্বের শীর্ষ ধনীদের নতুন তালিকা প্রকাশ করলো ফোর্বস

সারা বিশ্বে যখন অর্থনৈতিক সংকট চলছে, তখন বিশ্বের ধনীরা আরও ধনী হচ্ছে।বিস্তারিত পড়ুন

‘নির্বাচনের পর বিয়ে করলে জেলে যেতে হবে’

আর কয়েকদিন পর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। আসন্ন লোকসভা নির্বাচনেরবিস্তারিত পড়ুন

  • ওমরাহ পালনে গিয়ে ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান
  • আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা
  • শুধু মন্দিরেই চুরি করেন ‘ধার্মিক’এই চোর!
  • মসজিদে নববিতে দিনে ১১৫ টন জীবাণুনাশক ও ৩০ টন পারফিউম ছড়ানো হয়
  • ২২৬ ফুট উঁচু মিনারের মসজিদ, নামাজ পড়েন আড়াই হাজার মুসল্লি
  • “বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে”
  • সাতক্ষীরায় হ্যালোর শিশু সাংবাদিকদের ফলোআপ কর্মশালা
  • গাধা কি আসলেই বোকা?
  • বাসা ভাড়া বাঁচাতে বিমানে বিশ্ববিদ্যালয়ে যান ছাত্র!
  • অতিরিক্ত ভালোবাসা ঠিক নয়
  • নির্বাচনী প্রচারণার জন্য কিডনি বিক্রি করতে চান প্রার্থী!
  • সন্তান নিলেই কর্মীদের প্রতিবার ৭৫ হাজার ডলার দেবে এই কোম্পানি!