শুক্রবার, জুলাই ২৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে লিডার্স আয়োজিত বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসেবা পেলেন শতাধিক নারী

প্রেস বিজ্ঞপ্তি: জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্ভোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লিডার্স-এর উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বিনামূল্যে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক নারী চিকিৎসা ও পরামর্শ সেবা গ্রহণ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ১৭২নং পূর্ব দূর্গাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ রায়।

বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে দিনব্যাপী সেবা দেন ডা. রীমা আক্তার (এমবিবিএস), আরএমও, ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিরন্ময় সরদার।

এছাড়া সেবা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুনসহ আরো অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন যে, দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী ও মাতৃস্বাস্থ্য সেবা সহজলভ্য করতে এ ধরনের ক্যাম্প আয়োজন করা হয়েছে। গ্রামের অনেক নারী এখনো সচেতনতার অভাবে কিংবা আর্থিক সমস্যার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না।
এই ক্যাম্পের মাধ্যমে তাদের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণের জন্য তিনি লিডার্সকে ধন্যবাদ জানান।

চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন, যারা নারীদের স্বাস্থ্যপরীক্ষা করতে সহায়তা করেন।

এছাড়াও নারীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ এবং পুষ্টিকর খাদ্য সম্পর্কে পরামর্শ দেয়া হয়।

সেবাগ্রহণকারী নারীরা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে।

একজন গর্ভবতী নারী বলেন,আমি দীর্ঘদিন ধরে কিছু সমস্যায় ভুগছিলাম, ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি, যা সত্যিই অনেক উপকার হয়েছে।

আরেকজন মা জানান, আমাদের গ্রামে মাতৃসেবা ক্যাম্প খুবই দরকার ছিল। এখানে এসে গর্ভকালীন যত্ন এবং পুষ্টির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি।

লিডার্স-এর প্রকল্প সমন্বয়কারী বলেন আমরা দীর্ঘদিন ধরে নারীদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছি। এই ক্যাম্পের মাধ্যমে নারীদের বিনামূল্যে সেবা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের ক্যাম্প আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে বেশি সংখ্যক নারী উপকৃত হতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ : শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয়বিস্তারিত পড়ুন

নদী খনন কাজ পরিদর্শনে বিএনপি নেতা আবুল হোসেন আজাদ

সোহেল পারভেজ : যশোরের কেশবপুরে হরিহর, অপার ভদ্রা ও বুড়ি ভদ্রা নদীরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বজ্রপাতে প্রাণ গেল চিংড়ি চাষির

এবিএম কাইয়ুম রাজ : শ্যামনগরে বজ্রপাতে সুভাষ মালো (৪০) নামে এক চিংড়িবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ
  • নীরব এক সংগ্রামী আলোকবর্তিকা- এবিএম কাইয়ুম রাজ
  • শ্যামনগরে যুব জামায়াতের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে উপকূলীয় নারীদের প্রশিক্ষণ দিয়েছে সিসিডিবি
  • শ্যামনগরের মানিকখালী-রমজাননগর সড়কের কালভার্টে বেহাল দশা, চলাচলে ঝুঁকি
  • শ্যামনগরে রাস্তায় পানি, জনদুর্ভোগ চরমে
  • শ্যামনগরে চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের সর্বস্ব লুট
  • শ্যামনগরে প্রান্তিক কৃষকদের মাঝে আমন মৌসুমের বীজ ও সার বিতরণ
  • উপকূল গবেষণায় ৪ জনকে লিডার্সের গবেষণা বৃত্তি প্রদান
  • শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
  • লিডার্স কার্যালয়ে নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে VIA Test ক্যাম্প অনুষ্ঠিত
  • শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীলতা নিয়ে ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত