সাতক্ষীরার খাদেমুল বাসারের পিএইচডি ডিগ্রী লাভ
মফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা শহরের রসুলপুর গ্রামের অধিবাসী মো. খাদেমুল বাসার গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জাপানের University of Shizuoka হতে ph.D ডিগ্রী লাভ করেছেন। তিনি পরিবেশ বিজ্ঞানের উপর গবেষণা করেছেন।
তার গবেষণার বিষয় ছিল Invertigation of heavy metal pollution in water and assessment of it’s impact on rice intake risk in Bangladesh.
উল্লেখ্য, তিনি খুলনা বিশ্ববিদ্যালয় হতে বি.এস.সি (অনার্স) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে এম.এস প্রথম শ্রেণিতে পাশ করেন।
এছাড়া তিনি শিক্ষা জীবনে সাতক্ষীারা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় এবং সাতক্ষীরা সরকারি কলেজ হতে যথাক্রমে এস.এস.সি (স্টার মার্কস্ ও এইচ.এস.সি পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন।
বর্তমানে তিনি প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরী করছেন। তার পিতা মো. সুলতান আহমেদ একজন অবসরপ্রাপ্ত বিজিবি এবং তার মাতা মোছা: খাদিজা বেগম। মো. খাদেমুল বাসার সকলের দোয়া প্রার্থী।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)