সোমবার, নভেম্বর ১০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিক্রিত জমি ফেরত পেতে মিথ্যেচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার বৈকারীতে চাচাতো ভাইয়ের কাছে বিক্রিত জমি ফেরত পেতে বোনদের দিয়ে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে, ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন খলিলনগর গ্রামের মোঃ জিয়াদ আলীর ছেলে মোঃ মাহবুবুর রহমান।

রবিবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার মৃত চাচা তারাচাঁদ মন্ডলের ৩ মেয়ে ৪ ছেলে। চাচা তারাচাঁদের সম্পত্তি ৭ ভাই-বোন মধ্যে ভাগ বন্টন হওয়ার পর ভাইয়েরা তাদের বোনদের তাড়িয়ে দেয়। তাদের মধ্যে ২ বোন শাহানারা খাতুন ও হাসিনা খাতুনের টাকার প্রয়োজন হলে তারা তাদের ভাগের সম্পত্তি আপন ভাইদের কাছে বিক্রি করতে চাইলে তারা ক্রয় করতে রাজিনা হওয়ায় আমার কাছে বিক্রয় করতে চাইলেও আমি অস্বীকৃতি জানাই। একপর্যায়ে তাদের অভাবের কথা বিবেচনা করে আমি দাঁতভাঙ্গা, খলিলনগর ও বৈকারী তিনটি মৌজায় মোট ৫৭ শতক সম্পত্তি ক্রয় করি। সম্পত্তি ক্রয়ের পূর্বেই তারা দুই বোন আমার কাছ থেকে টাকা গ্রহণ করে এবং রেজিষ্ট্রি করার দিন সমুদয় টাকা তাদের বুঝিয়ে দেই। জমি ক্রয়ের পর আমার বিরুদ্ধে চাচাতো ভাইয়েরা থানায় অভিযোগ দিলে এসআই সুভাষ তদন্তে গেলে হাসিনা ও শাহানারা তাদের টাকা বুঝে পাওয়ার বিষয়টি স্বীকার করে।

মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, কিছুদিন পর আমার চাচাত ভাই রফিকুল ইসলাম (বাবু), হারুন উর রশিদ ও তার ছেলে শহীদুল ইসলাম আমার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত শুরু করে। একপর্যায়ে ওই দুই বোন শাহানারা খাতুন এবং হাসিনা খাতুনকে কৌশলে তাদের পক্ষে নিয়ে আমি তাদের কাছ থেকে জোরপূর্বক সম্পত্তি লিখে নিয়েছি, টাকা পরিশোধ করিনি এমন মিথে অভিযোগ করতে থাকে। শাহানারা ও হাসিনার বিক্রিত একটি জমি তাদের ভিটার মধ্যে পড়ায় তারা এধরনের ষড়যন্ত্র শুরু করে। কিভাবে আমার কাছ থেকে ওই সম্পত্তি ফেরত নেওয়া যায় সে জন্য তারা আমার বিরুদ্ধে মিথ্যো ও ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছে। এর ফলশ্রুতিতে গত ২৫ মার্চ হারুন উর রশিদের ছেলেতাদের দুই ফুফু হাসিনা ও শাহানারা খাতুনকে দিয়ে সাতক্ষরা একটি মিথ্যে সংবাদ সম্মেলন করে। এছাড়া থানায় একটি মিথ্যে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সদর থানার এস আই তদন্তের যান। কিন্তু উক্ত জমি নিয়ে আমি আদালতে একটি মামলা দায়ের করি। উক্ত মামলা চলমান রয়েছে।

প্রকৃতপক্ষে আমার কাছ থেকে সম্পত্তি ফেরত নেওয়ার উদ্দেশ্যেই উল্লেখিত হারুন উর রশিদ ও তার ছেলে এধরনের মিথ্যেচার করে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি এধরনের মিথ্যেচারের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

প্রসঙ্গতঃ সংবাদ সম্মেলনে হাছিনা খাতুনের জামাতা রফিকুল ইসলাম উপস্থিত থেকে তার শাশুড়ি টাকা বুঝে পেয়েছেন বলে স্বাক্ষ্য দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা

কলারোয়ায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আব্দুর রউফ’র গণসংযোগ

সাতক্ষীরা সদর ২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী চেয়ারম্যান আলহাজ্ব আব্দুরবিস্তারিত পড়ুন

এডাব সাতক্ষীরা জেলা কমিটি গঠন : সভাপতি আনিছুর রহমান-সম্পাদক শামসুজোহা

এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) এর সাতক্ষীরা জেলার ০৩ বছরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা-৩ আসনে ডাঃ শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবীতে টানা বিক্ষোভ
  • সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ
  • জলাবদ্ধতা কেড়ে নেয় হাজারো শিশুর রঙিন স্বপ্ন
  • কলারোয়ায় ‘উন্নয়ন পরিষদের’ উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলন
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সড়ক দূর্ঘটনারোধে প্রচারণা
  • সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রয়ের অপরাধে জরিমানা
  • সাতক্ষীরায় ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে কমিশন গঠন
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ
  • বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় সাতক্ষীরায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা