শনিবার, মে ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচনে উৎসবের আমেজ

আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন।

নির্বাচনে ৩১টি পদের বিপরীতে অংশ নিচ্ছে দুটি প্যানেলের ৬০জন।

প্যানেল দুটি হচ্ছে সদর উপজেলার ৪৭টি স্কুলের মধ্যে ৩১টি স্কুল থেকে একজন করে নিয়ে বৃহত্তর মিজানুর রহমান-বিএম শামছুল হক পরিষদ। অপরটি হচ্ছে মোমিনুল-আব্দুল্যাহ পরিষদ।

তবে ইতোমধ্যে মোমিনুল-আব্দুল্লাহ প্যানেলের সহ-সভাপতি পদ থেকে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রকিব আল মেহেদি এবং সদস্য পদ থেকে একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনজুর কাদির প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

এদিকে নির্বাচনকে ঘিরে শিক্ষকদের মধ্যে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।

সাধারণ শিক্ষকরা জানান, মুজিব বর্ষে শিক্ষা জাতীয়করণের দাবি নিয়ে আন্দোলনের মাঠে রয়েছেন মো: মিজানুর রহমান-বিএম শামছুল হক পরিষদ। তাই শিক্ষকদের প্রাণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিপুল ভোটে মিজানুর রহমান-বিএম শামছুল হক পরিষদের বিজয়ের সম্ভাবনা রয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার প্রত্যেকটি স্কুলে গিয়ে শিক্ষকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করছেন শিক্ষক নেতারা।

সোমবার (২২ মার্চ) শিক্ষক নেতারা পলাশপোল হাইস্কুল, লাবসা হাইস্কুল, নবারুন গার্লস হাইস্কুল, কামালনগর উদয়ন গার্লস হাইস্কুল এবং পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এসসয় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় অতিরিক্ত মহা-সচিব অরূপ কুমার সাহা, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, সহ-সভাপতি পদপ্রার্থী শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিএম শামছুল হক, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ঈদুজ্জামান ইদ্রিস, কোষাধ্যক্ষ পদপ্রার্থী আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াদ আলী, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন, জিজিকেএইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মনোরঞ্জন মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপংকর বিশ্বাস, প্রচার সম্পাদক পদপ্রার্থী ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক পদপ্রার্থী ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু অহিদ (বাবলু), ক্রীড়া সম্পাদক পদে পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষক জাহিদ হাসান, মহিলা সম্পাদিকা পদপ্রার্থী সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নিলুফা বানু, সদস্য পদপ্রার্থী সুন্দরবন টেক্সটাইলস মিলস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুণ কান্তি সানা, বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম নজমুচ্ছায়াদাত পলাশ, বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার মন্ডল, ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল হক, গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণবন্ধু ঘোষ, বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক শেখ, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপংকুর কুমার সানা, পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ কুমার সরকার, রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দীন, বাবুলিয়া জেএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমেশ চন্দ্র ঘোষ, ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নির্বাচনে ৬৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ২৭ মার্চ সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে সাতক্ষীরা পিএন হাইস্কুল কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের সার্বিক দায়িত্ব পালন করছেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক আবুল কালাম আজাদের সুস্থতা কামনা

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক, চ্যানেল আই এরবিস্তারিত পড়ুন

তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১১

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে দুই শ্রমিকের প্রাণ গেছে।বিস্তারিত পড়ুন

আলিপুর ও ফিংড়ী ইউনিয়নে সচেতনতামূলক পথনাটক প্রদর্শন

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্ল্যাহপুর উত্তর পাড়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তরুন নারীদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় অন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
  • সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে বিনেরপোতা এলাকায় মোটরযানের উপর মোবাইল কোর্ট
  • সাতক্ষীরায় শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা
  • সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী নির্বাচনের তপশীল ঘোষণা
  • সাতক্ষীরা জেলা জজের সাথে আইনজীবী সহকারীদের সৌজন্য সাক্ষাৎ
  • আশাশুনি নির্বাচনে পূজা উদযাপন পরিষদের সভাপতি কর্তৃক সংগঠন পরিপন্থী সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • এমপি আশুর পক্ষ থেকে খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম কুতুবউদ্দিনকে সংবর্ধনা
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি সেঁজুতি
  • সাতক্ষীরা পৌর ভূমি অফিসে নায়েবের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন নিয়ে গড়িমাসি
  • দেবহাটায় পুষ্টি সপ্তাহ উদ্যাপন
  • দেবহাটার সখিপুর ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটির সভা