আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবসে র্যালী ও আলোচনা সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস-২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়।
র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফ্রেন্ডশীপ, এজ, উন্নয়ন, বারসিক, ঠাকুরাবাদ প্রগতি যুব সংঘ, শ্রীধরপুর আদর্শ যুব সংঘ, সোনার বাংলা ফাউন্ডেশন, কচুয়া বুদ্ধি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও আইডিয়ালের সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূর।
উপজেলা সমাজ সেবা অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও আইডিয়াল এর সুপার ভাইজার সুব্রত বাছাড়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা নাহিয়ান হাবিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, ফ্রেন্ডশীপের আঞ্চিলক সমন্বয়কারী সাখাওয়াত হোসেন প্রমুখ।
সভায় জানান হয়, আশাশুনিতে ১৫৯২৩ জনকে বয়স্ক ভাতা, ৭২৮১ জনকে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, ৯৯২৭ জনকে প্রতিবন্ধী ভাতা, ৫৩ জনকে অনগ্রসর জনগোষ্ঠির জন্য বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে। ২০৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও অনগ্রসর জাতি গোষ্ঠির সন্তানদেন উপবৃত্তি প্রদান করা হচ্ছে।
এছাড়া ২০২৩ সালে উপজেলা রোগী কল্যাণ সমিতি ২৯২ জন রোগিকে ৩৮৬৫০৩ টাকা নগদ অর্থ সহায়তা, ১০৯ জন এতিমকে ২৬১৬০০০ টাকা, ১১ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ১১৩টি উন্নয়ন কার্যক্রমের জন্য ১৭৬০০০ টাকা ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ৫০ জন অসহায় প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত ব্যক্তিকে ২৫০০০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
অপরদিকে ২২৫ জন কঠিন রোগাক্রান্ত ব্যক্তিকে ১১ কোটি ২৫ লক্ষ টাকা সহায়তা এবং ১ কোটি ৭০ লক্ষ ৬২ হাজার ২৩৫ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)