শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জবাবদিহিমূলক রাষ্ট্র গড়লে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে আদর্শ ভাববে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কাঠামোগত সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে বিবেচনা করবে।

বৃহস্পতিবার (৮ মে) জাতীয় সংসদের এলডি হলে ভাসানী অনুসারী পরিষদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আলী রীয়াজ বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা একসময় লড়াই করেছি, এখন সেই অভিজ্ঞতা থেকে ঐক্যের ভিত্তিতে রাষ্ট্রের পরিবর্তনের নতুন ধারা গড়ে তোলা সম্ভব। ৫৩ বছর ধরে জনগণের আকাঙ্ক্ষা এবং গত ১৬ বছর ধরে চলা লড়াই-সংগ্রামের লক্ষ্যই ছিল একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। সেই সংগ্রামে বহু মানুষ প্রাণ দিয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে লাখ লাখ মানুষের রাস্তায় নামা এবং আত্মত্যাগ ছিল একটি স্পষ্ট বার্তা—এমন একটি রাষ্ট্র গড়তে হবে, যেখানে ভবিষ্যৎ প্রজন্মকে আর কখনো পথে নেমে তাদের অধিকার আদায়ের জন্য জীবন দিতে না হয়।’

আলী রীয়াজ জানান, জাতীয় ঐকমত্য কমিশন এই ঐক্য প্রক্রিয়ায় অনুঘটকের ভূমিকা পালন করছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও ঐক্যবদ্ধ থাকতে হবে বলেই এই প্রয়াস সফল হতে পারে।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা প্রতিটি রাজনৈতিক শক্তির অভিন্ন লক্ষ্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে, গুম-খুনের আতঙ্ক থাকবে না, বিচার বিভাগ স্বাধীন থাকবে এবং প্রধানমন্ত্রীসহ কেউই আইনের ঊর্ধ্বে থাকবেন না।’

সংলাপে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। সংলাপে অংশ নেন দলটির ১৫ সদস্যের প্রতিনিধি দল।

বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আমরা যখন সংস্কারের কথা বলতাম, তখন অনেকে বিষয়টি নিয়ে উপহাস করত। কিন্তু আজ সেই সংস্কারই জাতীয় গুরুত্ব পেয়েছে। এটা প্রমাণ করে, আমাদের ধারণা ভুল ছিল না।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই, যার মাধ্যমে নতুন বাংলাদেশের ভিত্তি মজবুত করা যাবে এবং ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী কিংবা স্বৈরশাসক আবির্ভূত না হতে পারে, সেজন্য আমরা এই আলোচনায় অংশ নিচ্ছি।’

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ১৬৬ দফার মধ্যে ভাসানী অনুসারী পরিষদ ১২৯টিতে পূর্ণ সমর্থন জানিয়েছে, ১২টিতে দ্বিমত জানিয়েছে, ১৯টিতে আংশিক সমর্থন দিয়েছে এবং ৬টি বিষয়ে কোনো মতামত দেয়নি বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার এবং প্রচার থেকে বিরত থাকতে নির্দেশবিস্তারিত পড়ুন

ডাকসু নির্বাচনে নারীদের ভোটদানে নিরুৎসাহিত করার অপচেষ্টা চলছে : অভিযোগ আব্দুল কাদেরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোটদানে নিরুৎসাহিত করতেবিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেনবিস্তারিত পড়ুন

  • কারও কারও আচরণে বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা : তারেক রহমান
  • ফেব্রুয়ারিতে নির্বাচনে সমস্যা নেই তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি
  • একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে শেখ হাসিনার নাম যুক্ত হচ্ছে: আসিফ মাহমুদ
  • বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
  • চা কফি খাওয়াতে পারবেন না ডাকসু প্রার্থীরা
  • আশুলিয়ায় ছয়জনের লা*শ পোড়ানোর ঘটনায় রাজসাক্ষী হলেন সাবেক এসআই আবজালুল হক
  • সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
  • প্রশাসনের বাইরে বঞ্চিত ৭৮ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ
  • গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি, সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয়: রিজভী
  • গুলিবিদ্ধ ১৬৭ জনের অনেকেরই মাথার খুলি ছিল না
  • ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ