কলারোয়া পৌর সভার নির্বাচন, ১ ও ২ নং ওর্য়াডের কাউন্সিলর পদে নির্বাচনের হাওয়া
আগামী ৩০ জানুয়ারী শনিবার আসান্ন কলারোয়া পৌর সভার নির্বাচন এই নির্বাচন কে সামনে রেখে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে কলারোয়া পৌর সভার ৯টি ওয়ার্ডে এর মধ্যে পৌর সভার ভিআইপি ওয়ার্ড হিসেবে খ্যাত তুলসীডাংগা ১ নং বা পশ্চিম ও তুলসীডাংগা পূর্ব বা ২ নং ওর্য়াড কলারোয়া বাজার, সরকারি অফিস আদালত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বলাচলে এই ২টা ওয়ার্ড এর ভিতরেই।
এই গুরুত্বপূর্ণ ২ ভিআইপি ওয়ার্ডের এবারের নির্বাচনে কাউন্সিলর একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা নিজের জনপ্রিয়তা তুলে ধরে ভোটার দের বাড়ি বাড়ি যেয়ে নিজের প্রর্তীকে ভোট প্রার্থনা করছেন এবং বিজয়ী হলে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, সরোজিনী দেখা যায় তুলসীডাংগা ১নং ওয়ার্ডে এবার চার জন প্রার্থী সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, বর্তমান কাউন্সিলর এসএম মফিজুল হক, তিনি উটপাখি প্রর্তীকে নির্বাচন করছেন, তিনি গত নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, তিনি এবার ও জয়ের ব্যপারে আশাবাদী হয়ে তিনি বলেন আমি গত নির্বাচনে বিজয়ী হয়ে মানুষের হাকে ডাকে সবসময় সাড়া দিয়েছি, এবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার চেষ্টা করব। ডালিম প্রর্তীক নিয়ে নির্বাচন মাঠে লড়াই করে যাচ্ছেন সাবেক ছাত্র নেতা জি এম শফিউল আলম শফি, তিনি এর আগেও দুই বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং দুই বারী জয়ের কাছাকাছি ছিলেন, এবার তিনি জয়ের বিষয় শতভাগ আশাবাদী, তিনি জয়ী হলে অবহেলিত ওয়ার্ড এর উন্নয়ন এর কাজে নিয়জিত থাকবেন বলে জানান।
টেবিল ল্যাম্প প্রর্তীক নিয়ে নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাবেক মেম্বার বিজি মাওলার পুত্র মেহদী হাসান তিনি গণমৈত্রী এনজিও এর পরিচালক, নির্বাচনী মাঠে তিনি একেবারে নতুন,তিনি বেশ ঠান্ডা মাথায় নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তিনি জয়ের বিষয় শতভাগ আশাবাদী, তিনি বলেন আমি আশা করি জয়ী হব, জয়ী হলে জনগনই হবে আমার একমাত্র অভিবাবক।
পানির বোতল প্রর্তীক নিয়ে নির্বাচনে লড়াই চালিয়ে যাচ্ছেন কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ, তিনি গতবার পানির বোতল প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি বিজয়ী হবেন বলে আশাবাদী ২নং ওয়ার্ড পূর্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬জন এবার বলাচলে প্রায় সব নতুন মুখ, গত নির্বাচনে বিনাপ্রতিদ্বীন্তায় নির্বাচিত হন বর্তমান মেয়র প্রার্থী মাষ্টার মনিরুজ্জামান বুলবুল তিনি নৌকা প্রর্তীক নিয়ে নির্বাচন করছেন, কাউন্সিলর প্রার্থী হিসেবে লড়াই করে যাচ্ছেন কলারোয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান তুহিন, তিনি পানজাবী প্রর্তীক নিয়ে নির্বাচন করছেন, তিনি দীর্ঘদিন ধরে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন, তিনি বলেন আমি এলাকায় অনেক আগেই পড়ে আছি আশা করি ওয়ার্ড বাসী আমাকেই নির্বাচিত করবে, জয়ী হলে ওয়ার্ড বাসীর সুখ দুঃখের সাথী হব।
২নং ওয়ার্ডে পানির বোতল প্রর্তীক নিয়ে নির্বাচন মাঠে লড়াই করে যাচ্ছেন মো. সাইদুর রহমান, তিনি যুদ্ধ কালীন কলারোয়া মুক্তি যোদ্ধা কমান্ডার সাহেবের ভাইপো, তিনি নতুন প্রার্থী হিসেবে সর্বত্র জনসংযোগ চালিয়ে যাচ্ছেন, ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে নিজের প্রর্তীক ভোট প্রার্থনা করছেন, এবং তিনি জয়ের বিষয় শতভাগ আশাবাদী হয়ে তিনি বলেন আমি জয়ী হলে এই ওয়ার্ড কে একটি মডেল ওয়ার্ডে রুপান্তর করা হবে। ডালিম প্রর্তীক নিয়ে নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন গতবারের প্রার্থী ছিলেন, তিনি নির্বাচন মাঠে চষে বেড়াচ্ছেন তিনি অনেক আগে থেকেই জনসংযোগ চালিয়ে যাচ্ছেন, তিনি বলেন আমি আশাকরি বিপুল ভোটে নির্বাচিত হব।
ব্লাকবোর্ড প্রর্তীক নিয়ে নির্বাচন করছেন তুলসীডাংগার আলাহাজ্ব ডাঃ আনোয়ার হোসেন এর পুত্র মোঃ কামরুজ্জামান বাবু, তিনি এবার প্রথম নির্বাচনে লড়াই করছেন, তিনটি বলেন আমি ওয়ার্ডে ঘুরে ঘুরে যেভাবে সাড়া পাচ্ছি তাতে আমি জয়ের মালা পরবো।উটপাখি প্রর্তীক নিয়ে ভোট প্রার্থনা করছেন রবিউল ইসলাম, তিনি গতকাল নির্বাচনে, চান প্রর্তীক নিয়ে নির্বাচন করেছেন, এবার তিনি উটপাখি প্রর্তীক নিয়ে ভোট প্রার্থনা করছেন, তিনি আলাপ চারিতায় বলেন আমি ওয়ার্ড এর প্রতিটা বাড়ি বাড়ি যেয়ে যে ভাবে ভোটার দের সাড়া পাচ্ছি তাতে আমি জয়ের মালা পরবো ইনশাল্লাহ, গাজোর প্রর্তীক নিয়ে নির্বাচন করছেন আঃ হাকিম, তিনি ও জয়ের ব্যপারে আশাবাদী, আশার আলো বুকে ধারণ করে সবপ্রার্থীরাই মাঠ চষে বেড়াচ্ছেন , তবে ৩০শে জানুয়ারী রাতেই বলে দিবে কে আসলে জয়ের মালা পরবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)