রবিবার, মে ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজনীতিতে এলে ভালই করবেন সৌরভ, বললেন দেবশ্রী রায়

লকডাউন, কোয়রান্টিন পর্ব শেষ। পর্দায় আবার ‘দাদাগিরি আনলিমিটেড’ সিজন ৮। ফিরছেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়।

চলতি সপ্তাহের শনি আর রবিবার বুকড স্পেশাল এপিসোডের জন্য।

সেলিব্রেশন করতে ‘দাদা’ সেটে ফিরছেন ‘কলকাতার রসগোল্লা’ নিয়ে!

চ্যানেল সূত্রে খবর, চলতি সপ্তাহে সৌরভের সঙ্গে ‘দাদাগিরি’-তে দেখা যাবে তারকা-বিধায়ক দেবশ্রী রায়কে। থাকবেন মিঠু-সব্যসাচী চক্রবর্তী, রাজেশ শর্মাও।

বহু দিন পরে পর্দায় আবার দেবশ্রী। দর্শক অধীর অপেক্ষায়। অভিনেত্রী নিজে কতটা খুশি রিয়্যালিটি শোয়ে এসে?

আনন্দবাজার ডিজিটালকে উত্তর দেবশ্রীর, ‘‘খেলা তো নিয়মমাফিক হলই। প্রচুর আড্ডাও দিলাম। এটাই ভীষণ আনন্দ দিয়েছে। লকডাউনের জন্য বহুদিন বহু জনের সঙ্গে দেখা নেই। এখানে এসে মিঠুদি, সব্যসাচী চক্রবর্তী, রাজেশদার সঙ্গে দেখা হল। মনটা ফুরফুরে হয়ে গেল।’’

লকডাউনে বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং নিজের সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে অফিসপাড়ার অভুক্ত সারমেয়দের খাবারের ব্যবস্থা করেছেন তিনি। প্রচুর সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। কাজের চাপে যা সাধারণত করে উঠতে পারেন না।

আড্ডা প্রসঙ্গে দেবশ্রীর বক্তব্য, তাঁর নিজেরই হিসেব ছিল না মোট ক’টি ছবিতে অভিনয় করেছেন! সব্যসাচীদা হিসেব কষে জানিয়েছেন, কমপক্ষে ২০০টি ছবি অভিনেত্রীর ঝুলিতে। তার মধ্যে অনেকগুলোতেই তাঁরা একসঙ্গে কাজ করেছেন।

প্রথম সিজনের সৌরভের থেকে সিজন ৮-এর সৌরভ কতটা এগিয়ে? “শো পরিচালনার সময় সূক্ষ্ম রসবোধ, প্রতিযোগীদের লেগপুলিং আর আন্তরিকতা মিশিয়ে সঞ্চালনাতেও তিনিই ‘মহারাজ’!” সাফ কথা দেবশ্রীর।

অনেকটা কেবিসি-র অমিতাভ বচ্চনের স্টাইলে? ‘‘ঠিক বলেছেন’’, সায় ‘১৯ এপ্রিল’-এর মিঠুর। জানালেন, হয়তো মিল রয়েছে দু’জনের সঞ্চালনায়। কিন্তু ‘দাদা’ কখনওই অনুকরণ করেননি বিগ বি-কে।

আড্ডায় নাকি সৌরভ নিজেই কথায় কথায় বায়োপিকের প্রসঙ্গ এনে রাজেশ শর্মাকে বলেছেন, ‘‘ধোনির বেলায় তুমি ছিলে। আমার বায়োপিকেও থাকবে তো?’’ জানালেন অভিনেত্রী। সৌরভ তাঁর ভূমিকায় হৃতিক রোশনকে চাইলেও দেবশ্রীর মত, ফ্রেশ কাউকে নেওয়া উচিত। যে পরিশ্রম করে নিজেকে ‘সৌরভ’ বানিয়ে নিতে পারবেন। তিনি খুশি যে বাংলায় না হয়ে হিন্দিতে এই বায়োপিক হবে। বললেন, ‘‘সৌরভ আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তাঁর জীবন তাই বাংলায় সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দেওয়া উচিত সারা দেশে। হিন্দিতে হলে সেটা হবে।’’ যদিও নিজের ভূমিকায় সৌরভ নিজে অভিনয় করুন, এটা চান না তিনি। যুক্তি, সৌরভ অভিনেতা নন। তাই তাঁকে এই দায়িত্ব না দেওয়াই বাঞ্ছনীয়। এবং প্রাক্তন অধিনায়কও যে এই পথে পা বাড়াবেন না, নিশ্চিত ‘দাদার কীর্তি’র ‘বিনি’।

এই মুহূর্তের জ্বলন্ত জল্পনা, ২০২১-এর রাজ্য রাজনীতিতে নাকি অভিষেক হতে পারে বাংলার মহারাজের। একজন বিধায়ক হিসেবে দেবশ্রী চাইবেন, রাজনীতির মাঠেও খেলুন সৌরভ? প্রশ্ন শুনেই নিমেষে রক্ষণাত্মক রাজনীতিবিদ, ‘‘এটা সম্পূর্ণ সৌরভের ব্যক্তিগত ব্যাপার। আমি এটুকু বলতে পারি, রাজনীতিতে এলেও ভালই করবেন তিনি।’’

কোন দলে দেখতে চান ‘দাদা’-কে? ফোনের ওপ্রান্তে হাসির শব্দ, ‘‘এখনও যা জল্পনা তা নিয়ে কিছু বলা উচিত?’’

সৌজন্যে: আনন্দবাজার পত্রিকা

একই রকম সংবাদ সমূহ

ভারত থেকে ইসরাইলগামী বিস্ফোরকের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন

ভারতের চেন্নাই থেকে বিস্ফোরক নিয়ে ইসরাইলের হাইফা বন্দরের দিকে যাওয়া একটি জাহাজকেবিস্তারিত পড়ুন

২০৫০ সালের মধ্যে বৈশ্বিক গড় আয়ু পাঁচ বছর বাড়বে

২০৫০ সালের মধ্যে মানুষের বৈশ্বিক গড় আয়ু পাঁচ বছর বাড়বে। তবে একইবিস্তারিত পড়ুন

চীনের ২৬টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

চীনের ২৬টি টেক্সটাইল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ওয়্যারহাউজবিস্তারিত পড়ুন

  • রাজনৈতিক আশ্রয় চাওয়া ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য
  • র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সত্য নয়: যুক্তরাষ্ট্র
  • এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে
  • মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না ভারত: পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
  • ফিলিস্তিনে নিহতদের প্রায় অর্ধেক নারী ও শিশু: জাতিসংঘ
  • গোপন নথি ফাঁস, দুবাইয়ে সম্পদের পাহাড় পাকিস্তানের রাষ্ট্রপতির
  • রাশিয়ার নতুন মন্ত্রীসভার অনুমোদন
  • ইসরায়েলকে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র
  • রাফা’র নিয়ন্ত্রণে নিতে ইসরায়েল-হামাস তুমুল লড়াই
  • ইরানের সঙ্গে ভারতের চুক্তি, নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
  • যে দ্বীপের মানুষ বাঁচে ১০০ বছর পর্যন্ত
  • রাফা ছাড়ল ৩ লাখ ফিলিস্তিনি: জাতিসংঘ