বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরায় ব্যাপক উহসাহ উদ্দীপনায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সহ-সভাপতি তহমিনা রহিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবার, শহিদ জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযুদ্ধে এবং ১৯৫২ সালের ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে এমপি রবি বলেন,“জাতির জনক বঙ্গবন্ধুর খুনীদের বিচার ও মহান স্বাধীনতা বিরোধী দোষর রাজাকারদের বিচার এ বাংলার মাটিতে করে জাতিতে কলঙ্কিতমুক্ত করেছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, অনেক ভূমিদস্যু সন্ত্রাসী যারা দলের ভাল চায়না তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দলের ক্ষতি করছে ওদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দঁাড়াতে হবে। নারীরা দেশের সামগ্রীক উন্নয়নে সম্পৃক্ত হয়ে অংশ নিচ্ছে। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই নারীদের সুসংগঠিত হতে হবে।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার শুরুতে দেশের জন্য সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, শ্রমিক নেতা বিকাশ চন্দ্র দাস, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক সালেহা ইসলাম ও চন্দনা রানী টুকু প্রমুখ।

উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা খাতুন, ঝর্ণা রানী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রোখসানা পারভীন, মমতাজ বেগম মীরা, রুমা রানী বরকন্দাজ, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাহফুজা রুবি, সোনিয়া পারভীন শাপলা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শরিফা সিদ্দীকা, শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর রাবেয়া পারভীন, কোষাধ্যক্ষ হেলেনা পারভীন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবিনা সুলতানা সুমি, সদস্য রেবেকা পারভীন রিক্তা, মনোয়ারা খাতুন, রোকেয়া খাতুন, ফাহিমা আক্তার, জেবুন্নেছা, মাহমুদা বেগম, নাসিমা পারভীন, সুফিয়া বেগম, মমতাজ বেগম, নাইমা সুলতানা সোনালী প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলা ও ৭ উপজেলার মহিলা আওয়ামী লীগের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জলবায়ু পরিবর্তন ও নারীর প্রতি সহিংসতা: সাতক্ষীরার উপকূলে বাড়ছে দ্বৈত সংকট

গাজী হাবিব, সাতক্ষীরা: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূল সাতক্ষীরা। সুন্দরবনের সন্নিকটে এই অঞ্চলটি শুধুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন, যুবদলের ৬ নেতাকর্মীর যোগদান

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

স্বদেশ’র আয়োজনে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় দাতা সংস্থাবিস্তারিত পড়ুন

  • বল্লিতে বিএনপি নেতা কর্মির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মিছিল
  • সাতক্ষীরা কালেক্টরেট স্কুলে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • পরীক্ষার হলে অসুস্থ হয়ে সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্রীর মৃত্যু
  • সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নারীর সহিংসতা প্রতিরোধে বার্ষিক সংলাপ
  • সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট
  • তদবির ছাড়া সুযোগ হয়না সাতক্ষীরার বয়সভিত্তিক ক্রিকেট দলে, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট
  • সাতক্ষীরা জেলায় জলাবদ্ধতা প্রধান কারণ অপরিকল্পিত মৎস্য ঘের
  • সাতক্ষীরা জেল থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামি গ্রে*প্তা*র
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু
  • সাতক্ষীরায় জলবায়ু দুর্যোগ ঝুঁকি ক্ষতিপূরণে অবস্থান কর্মসূচি ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরা পৌরসভার জরাজীর্ণ সড়কে জনভোগান্তি, সংস্কারের দাবি
  • সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন