মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ফেনসিডিল ছাড়া তাদের চলেই না’

আসছে ঈদ, কলারোয়ায় সীমান্তে পথে আসছে ভারতীয় পণ্য!

আসন্ন ঈদকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া সীমান্তের চোরাপথ দিয়ে ভারত থেকে নানান পণ্যসামগ্রি অবৈধভাবে আসছে বলে অভিযোগ উঠেছে। দিনের বিভিন্ন সময়, বিশেষ করে রাতের আধারে চোরাই পথে এ সকল পণ্য উপজেলার ১৭ কি.মি সীমান্ত পথের বিভিন্ন স্পট দিয়ে বাংলাদেশে ঢুকছে বলে জানা গেছে। এতে কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।

সীমান্ত এলাকায় বসবাসকারী অনেকের বরাত দিয়ে একাধিক সুত্রে জানা গেছে, বাংলাদেশের আসন্ন ঈদের বাজার দখল করার জন্য গভীর রাতে সীমান্তের রাস্তাঘাট জনশূন্য হলে ভারতীয় পণ্য পাচারের ঢল নামে। সীমান্তবর্তী সোনাই নদী ও ইছামতি নদীর বিভিন্ন ঘাট দিয়ে এসব পন্য বাংলাদেশে আনা হচ্ছে। এর পাশাপাশি ল্যান্ডপথেও চোরাচালানি হচ্ছে।

জানা গেছে, কলারোয়া সীমান্ত এলাকা কেঁড়াগাছি চারাবাড়ি ঘাট, কেঁড়াগাছি কুটিবাড়ি ঘাট, কেঁড়াগাছি রথখোলা ঘাট, কেঁড়াগাছি গাড়াখালী ঘাট, দক্ষিণ ভাদিয়ালী ঘাট, ভাদিয়ালী তেতুলতলা ঘাট, উত্তর ভাদিয়ালী কামারবাড়ি ঘাট, রাজপুর খা-বাগানের ঘাট, চান্দা স্লুইস গেট ঘাট, বড়ালী স্লুইস গেট ঘাট, উত্তর বড়ালী ঘাট, হিজলদী ভদ্রশাল ঘাট, হিজলদী শিশুতলা ঘাট, সুলতানপুর ঘাট, সুলতানপুর তালসারি ঘাট, গোয়ালপাড়া ঘাট, চান্দুড়িয়া ঘাট, কাদপুর ঘাট দিয়ে ভারতীয় পন্য প্রবেশ করছে।

সূত্রটি আরো জানায়, বেশীর ভাগ ক্ষেত্রে এসব ঘাট দিয়ে রোজা এবং আসন্ন ঈদের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আসছে। এর মধ্যে ছোলা, বুট, জিরা, মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচী, আঙ্গুর, আপেল, মালটা, ন্যাশপতি, বেদানা, কিসমিস, শার্ট পিস, প্যাণ্ট পিস, রকমারী পাঞ্জাবি, থ্রিপিস, টুপিস, জর্জেট শাড়ী, ওড়না, গেঞ্জি, শিশু পোষাক, বালিশের কভার, বেডশীট, তোয়ালে, সীট কাপড়, উন্নতমানের বোম্বে প্রিণ্ট শাড়ী, সাউথ ইন্ডিয়ান সিল্ক, কাতান, বেনারসী, আতর, সেন্ট, বডি লোশন, সেভিং লোশন, সেভিং ক্রীম, বিভিন্ন প্রকারের ইমিটেশন অলঙ্কার, হাড়ি, কড়াই, স্টিলের প্লেট, গ্লাস, বাটি, গামলা, বালতি, কড়ির কাপ, পিরিচ, প্লেট, গামলা, ডিনার সেট, শিশু খেলনা, সেনেটারী ব্যাসিন, পাইপ, প্যান, বৈদ্যুতিক বাল্বের ফিলামেণ্ট, এলইডি বাল্ব, ঘর ওয়ারিং সামগ্রী, সিলিং রোজ, সকেট, জুতা, রকমারী স্যান্ডেল অন্যতম। পণ্যগুলো সাইকেল, মটরসাইকেল, ইঞ্জিন ভ্যান, নসিমন বা আলমসাধু ভরে বাঁগআচাড়া, বাঁকড়া, কলারোয়া, ঝাউডাঙ্গা, কেশবপুর, রাজগঞ্জ, মনিরামপুর, যশোর, নওয়াপাড়া, পাটকেলঘাটা ও চুকনগরে প্রবেশ করে।
এরপর এসব পণ্য চাহিদা মত খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন বাজার সহ রাজধানীতে নিয়ে যাওয়া হচ্ছে বলে সুত্র জানায়।

ওই সকল পণ্য সামগ্রির পাশাপাশি ফেনসিডিলসহ বিভিন্ন মাদক ও অবৈধ অস্ত্রও চোরাচালানি পণ্যের তালিকায় থাকে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাদের ভাষায়- ‘ফেনসিডিল ছাড়া তাদের চলেই না।’

সুত্র মতে, সীমান্তবর্তী বালিয়াডাঙ্গা, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, হিজলদী, গয়ড়া, চান্দুড়িয়া বাজারসহ বিভিন্ন স্থানে চোরকারবারীদের দোকান ও রীতিমতো অফিসও আছে। ওইসকল অফিস থেকে তাদের চোরাচালানী সিন্ডিকেট পরিচালিত হয়।

এদিকে, বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা বৈধ পথে ভারতীয় পণ্য সামগ্রী আনার দাবী করে জানান, বৈধ পথে আমদানীর বহু গুণ চোরাই পথে আনা হয় বলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। তাছাড়া চোরাপথে আসার ফলে দক্ষিণাঞ্চলে হাটবাজার এখন সস্তা দামের চাকচিক্যময় ভারতীয় পণ্যে সয়লব হয়ে গেছে। এতে দেশীয় পণ্য অবিক্রিত হয়ে পড়ার উপক্রম।

সীমান্তের কতিপয় অসাধু জনপ্রতিনিধি, প্রভাবশালী রাজনীতিবিদ ও কিছু অসাধু সীমান্তরক্ষীসহ আইনশৃঙ্খলা বাহিনী বখরা নিয়ে টাকার বিনিময়ে সুবিধা নিয়ে পরোক্ষ-প্রত্যক্ষভাবে চোরাচালানে সহায়তা করছে বলে সীমান্ত সুত্রগুলো জানায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের গণসংযোগ পক্ষের ১১তম দিনে যুব সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত গণসংযোগ পক্ষের ১১ম দিনে সাতক্ষীরার কলারোয়ায় যুববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ ১৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরায় পৃথক চোরাচালান বিরোধী অভিযানে সদর ও কলারোয়া সীমান্ত থেকে ৫’শ পিসবিস্তারিত পড়ুন

শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি নারী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় চার দলীয় দিবারাত্রির ফুটবল টুর্নামেন্টের শিরোপা খুলনা ভেটেরান্সের
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা প্রেসক্লাবের কমিটি গঠন
  • কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মহাত্মা হ্যানিম্যানের জন্মবার্ষিকী পালিত
  • কলারোয়ায় শনিবার দিনব্যাপী চার দলীয় দিবারাত্রির ফুটবল টুর্নামেন্ট
  • কলারোয়ায় ই ল্যাব ডায়াগনস্টিকের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • কলারোয়ায় মহিলাদের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু!
  • কলারোয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক
  • কলারোয়ার সোনাবাড়িয়া এসএসসি কেন্দ্রে দুই শিক্ষক ও এক পরীক্ষার্থী বহিষ্কার
  • কলারোয়ায় সাংবাদিক আনোয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান
  • পিতার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন বিএনপি নেতা শেখ আব্দুল কাদের বাচ্চু
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ২০ লক্ষ টাকার ভারতীয় পন্য জব্দ
  • খুলনা অঞ্চলিক স্কাউটসের নির্বাহী সভা ও উপ-পরিচালকের বিদায় সংবর্ধনা