জয়ের শুরু দিয়ে বিশ্বকাপে যাত্রা বাংলাদেশের
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রান তুলে অলআউট হয় ডাচরা। আর এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ যাত্রা জয় দিয়ে শুরু করলো টাইগাররা।
এই জয়ে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম টি-টোয়েন্টিতেই জয় পেলো বাংলাদেশ। এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন পেসার তাসকিন আহমেদ। তবে কম যাননি হাসান মাহমুদও। ১৫ রান দিয়ে তিনি নেন দুই উইকেট নিয়ে তিনিও বড়ো অবদান রাখেন। আর আফিফের ৩৮ রানের ইনিংসটি শক্ত ভিত গড়ে দিয়েছিল বাংলাদেশকে।
# ম্যাচ সেরা হয়েছেন তাসকিন আহমেদ #
তাসকিনের আঘাতের পর জোড়া রান আউট,
নেদারল্যান্ডের দুই ব্যাটসম্যানকে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরানোর পর এবার রান আউটে কাটা পড়লো আরও দুই ব্যাটার। ইতিমধ্যে চার উইকেট হারিয়ে রীতি মতো ধুঁকছে ডাচ শিবির।
তাদের মধ্যে ম্যাক্স ওডো আট রান করে সাকিব ও আফিফে রান আউটের শিকার হলেও কোনো বল না খেলেই শান্তর থ্রো তে ক্রিজ ছোয়ার আগেই কাটা পড়েন টম কুপার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডে সংগ্রহ আট ওভারে ৪৪ রান। ইতিমধ্যে তারা হারিয়েছে চারটি উইকেট।
তাসকিনের জোড়া আঘাতে দারুণ শুরু বাংলাদেশের
নেদারল্যান্ডের ইনিংসের শুরুতেই জোড়া আঘাত হেনেছে তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসের প্রথম বলে ওপেনার বিক্রমজিত সিংকে ফিরিছেন তিনি।
ঠিক এর পরের বলেই বেস ডি লিডিকে কট বিহাইন্ড করে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন এই পেসার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডের সংগ্রহ তিন ওভারে দুই উইকেট হারিয়ে ছয় রান।
নেদারল্যান্ডকে ১৪৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
নেদারল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভে জয় পেতে তাদের রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। হোবার্টে টস হেরে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করেছে।
দারুণ ব্যাটিংয়ে রান তুলছিলেন আফিফ হোসেন। বিপদে পড়ে যাওয়া বাংলাদেশকে উদ্ধার করছিলেন তিনিই। চাহিদা মিটিয়ে রানও তুলছিলেন।একবার জীবন পাওয়া আফিফের ১৮তম ওভারে আর শেষ রক্ষা হয়নি। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। ফেরার আগে ২৭ বলে করেছেন ৩৮ রান। তার ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছয়।
তার পরেও রান বাড়িয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন মোসাদ্দেক। একপ্রান্তে রান তুলতে থাকলেও সঙ্গী তাসকিনের ইনিংস স্থায়ী হয়নি বেশিক্ষণ। দ্রুত সময়ে তিনিও ক্যাচ তুলে ফিরেছেন।
শেষ ৯ বলে তিন উইকেট হারালো বাংলাদেশ
লিটন দাস (আট দশমিক চার ওভার), সাকিব আল হাসান (৯ দশমিক এক ওভার) ও ইয়াসির আলী (১০ ওভার) এই তিন ব্যাটার প্যাভিলিয়নে ফিরেন ৯ বলের ব্যবধানে। আর এর মধ্য দিয়ে ধুঁকছে বাংলাদেশের টপ ওর্ডার।
বৃষ্টি বাগড়ায় সাময়িক বিরতির পর মাঠে নেমেই খোয়া যায় ইয়াসির আলীর উইকেটটি। মেকেরেনের বলে সরাসরি বোল্ড হন তিনি। রানের খাতায় তখন তার সংগ্রহ মাত্র তিন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করছেন আফিফ হোসেন (১৩) ও উইকেট রক্ষক সোহান (৪)। আর বাংলাদেশে খাতায় রানের সংখ্যা ১৩ ওভারে ৮৫। এরই মধ্যে তারা হারিয়েছে পাঁচ উইকেট।
হোবার্টে বৃষ্টি বাগড়া, ৯ ওভারেই নেই চার উইকেট
টানা দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশের হাল ধরতে আসেন লিটন দাস। কিন্তু তিনি পারলেন না। বিকের শর্ট অব লেংথ বল ব্যাটের উপরের দিকে বল উঠে যায় উপরে। মিড-অফে সহজ ক্যাচ নেন টম কুপার। ততক্ষণে লিটনের সংগ্রহ ১১ বলে ৯ রান। এর পর ক্রিজে আসেন আফিফ হোসেন।
লিটন আউট হওয়ার দুই বল পরই প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব। তিনি সারিজ আহমেদের বলে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন। তখন তার ব্যক্তিগত সংগ্রহ মাত্র সাত রান।
এদিকে আফিফের একটি ছক্কা হাঁকানোর পরই শুরু হয় বৃষ্টি। পরে আম্প্যায়ার খেলোয়াড়দের মাঠ থেকে আপাতত উঠে যেতে বলেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ দশমিক তিন ওভারে ৭০ রান। ইতিমধ্যে তাদের খোয়া গেছে মূল্যবান চার উইকেট।
ভালো শুরুর পর ফিরলেন সৌম্য-শান্ত
হোবার্টে টস হেরে নেদারল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে ইনিংস সূচনা করতে নামলেন দুই বাঁহাতি সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টিতে ইনিংস সূচনা করলেন এ দুজন ব্যাটসম্যান।
ইনিংসের প্রথম ওভারেই দুই বাউন্ডারির সুবাদে ৯ রান তোলেন সৌম্য। রান পাচ্ছিলেন আরেক ওপেনার শান্ত্বও।
কিন্তু পাঁচ দশমিক এক ওভারে মিকেরেনের বলে ডি লিডির হাতে ধরা পড়েন সৌম্য (১৪)। এর ঠিক এর ওভার পরই টিম প্রিঙ্গেলের বলে বিকের হাতে কট হন শান্ত (২৫)। ২০ বল খেলা শান্তর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি।
বর্তমানে ব্যাট করছেন তিন নম্বরে নামা লিটন দাস ও চারে নামা কাপ্তান সাকিব আল হাসান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ আট দশমিক তিন ওভারে দুই উইকেট হারিয়ে ৬০ রান।
টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেলো বাংলাদেশ
ডাচদের সঙ্গে টস হারলেন সাকিব। এর এতে বাংলাদেশকেই ব্যাট করার আমন্ত্রণ জানিয়ে নিজেরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলো নেদারল্যান্ডস।
টস জিতে ফিল্ডিং নেয়া সম্পর্কে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, প্রথম রাউন্ডজুড়ে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি। সেটা হলো, আমাদের দলটা রান তাড়া ভালোই করতে পারে। তারওপর এখানকার আবহাওয়াও একটা বড় কারণ। এ কারণেই আমরা চিন্তা করেছি, টস জিতলে ফিল্ডিং নেবো। এখন আমরা লড়াই করতে চাই এবং কিছু ম্যাচও জিততে চাই।’
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, আমরা হোবার্টে পরে এসেছি। এখানে প্রস্তুতির সুযোগ পাইনি। তবে নিউজিল্যান্ডে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। কিন্তু যতই প্রস্তুতি নিই, আমাদের প্রয়োজন পারফর্ম করা।
সাকিব বলেন, আমাদের স্কোয়াডে পেস বোলিং গ্রুপটা বেশ উন্নতি করেছে। গত তিন-চার বছরে তারা খুব ভালো বোলিং করছিল। আশা করি তারা ভালৈা করবে।
ম্যাচে নিজের ভূমিকা সাকিব বলেন, ‘আমার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। শুধু পারফরম্যান্সই নয়, কিভাবে দলটা পরিচালনা করি, সেটাও। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, যারা সিনিয়রদের দিকে তাকিয়ে থাকে। তবে, জিততে হলে আমাদের সবাইকেই সমান পারফর্ম করতে হবে।’
এদিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ওপেনার হিসেবে মাঠে নেমেছেন নাজমুল হোসেন শান্ত ও সৌম সরকার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৯ রান। এর মধ্যে শান্ত ৪ ও সৌম্য ১৩ রানে অপরাজিত আছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)