সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত
সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে অনুষ্ঠিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক
দূর্যোগ-দুর্বিপাকে দেশের দক্ষিনাঞ্চল’র মানুষ এখনও অরক্ষিত ও নিরাপত্তাহীন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, সরকার ও সরকারি দল
বিরোধী রাজনৈতিক দলসমূহকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। বিরোধীদের শান্তিপূর্ণ সভা সমাবেশ পন্ড করতে গণপরিবহন বন্ধ করে গণদূর্ভোগ সৃষ্টিকারি অপকৌশল গ্রহণ করেছে; তাদেরকে দমন-নিপীড়ন, হত্যা-সন্ত্রাসের পথ অবলম্বন করতে হয়েছে। মানুষের ভোটের অধিকার হরণ করায় আওয়ামীলীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে। তিনি বলেন, জবরদস্তি করে ক্ষমতা টিকিয়ে রাখতে যেয়ে সরকার কার্যতঃ দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি সরকারি দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জন্য যা খেলা দেশের মানুষের জন্য তা চরম কষ্ট আর দূর্ভোগের কারণ।
আপনাদের রাজনৈতিক খেলাধুলায় দেশের মানুষের জীবন ওষ্ঠাগত। তিনি আরও বলেন, এবার আন্দোলনে জিততে না পারলে ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ-কোনটাই রক্ষা করা যাবে না। তিনি অধিকার ও অর্থনৈতিক মুক্তি অর্জনে রাজপথে গণসংগ্রাম জোরদার করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। এছাড়াও তিনি বলেন, প্রাকৃতিক দূর্যোগ-দুর্বিপাকে দেশের দক্ষিণাঞ্চল’র মানুষ এখনও অরক্ষিত ও নিরাপত্তাহীন।
সোমবার (২৪ অক্টোবর ২০২২) সকালে মুনজিতপুরস্থ ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা কমিটির সম্মেলনের উদ্ধোধনী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক উপরিউক্ত কথাগুলো বলেন। সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এটিএম রইফ উদ্দিন সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদ।
বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডা. মো. মুনসুর রহমান, পৌর কমিটির আহবায়ক মো. বায়েজিদ হাসান। এছাড়াও সংহতি জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী, জেএসডির সাতক্ষীরা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুল জব্বার, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আব্দুস সেলিম, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আবদুস সাত্তার ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সদস্য রমিজউদ্দিন সরদার প্রমুখ। সমগ্র সভা পরিচালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পৌর কমিটির সদস্য সচিব মো. আলাউদ্দিন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)