শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউরোপে টিকার আওতায় ৭০ শতাংশ মানুষ

বিশ্বজুড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট চোখ রাঙালেও ইউরোপে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এই ভাইরাস। মহাদেশটিতে এ পর্যন্ত ৭০ শতাংশের বেশি প্রাপ্ত বয়স্ক টিকার আওতায় এসেছেন বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লাইয়েন। যদিও ডেল্টা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লাইয়েন বলেন, ইউরোপজুড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট চোখ রাঙাচ্ছে। এটি প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ জুলাই) ব্রাসেলসে নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, এ পর্যন্ত ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক জনগণ টিকার আওতায় এসেছেন। এ ছাড়াও, এদের মধ্যে ৫৭ শতাংশ মানুষেই দুই ডোজ টিকা নিয়েছেন বলেও দাবি করেন জোট প্রধান।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনার সংক্রমণরোধে ফেডারেল বা সরকারি শ্রমিকদের বাধ্যতামূলক টিকার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে তার সরকার।

তবে টিকার আওতায় এলেও জনগণকে বাধ্যতামূলক মাস্ক পরার পরামর্শ দিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।

যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবসে ঘটা করে করোনার বিরুদ্ধে বিজয় উদযাপনের পর থেকেই দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ। কয়েকটি অঙ্গরাজ্যে পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, নতুন করে বিধিনিষেধ আরোপের কথাও ভাবছে স্থানীয় প্রশাসন। এমনকি বাধ্যতামূলক মাস্ক পরিধানের নির্দেশনাও জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলেসসহ কয়েকটি শহরে।

এ অবস্থায় সংক্রমণ রোধে দেশটির ফেডারেল শ্রমিকদের টিকার আওতায় আনার কথা ভাবছে বাইডেন সরকার। মঙ্গলবার (২৭ জুলাই) ভার্জিনিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ পরিকল্পনার কথা জানান তিনি। তিনি বলেন, করোনা প্রতিরোধে দেশের সব নাগরিককে টিকার আওতায় আনার কোনো বিকল্প নেই।

তবে টিকার আওতায় এলেওম বাধ্যতামূলক মাস্ক পরিধানের ওপর গুরুত্বারোপ করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। একইসঙ্গে যেকোন ইনডোর পাবলিক প্লেসেও বাধ্যতামূলক মাস্ক পরার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, আমাদেরকে বুঝতে হবে ভাইরাসটি প্রতি মুহূর্তে তার ধরন পরিবর্তন করছে। আর তাই আমাদেরকে শুধু টিকা নিলেই হবে না, মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। বাইরে বের হলেই মাস্ক পরতে হবে, এমনকি সেটা কোন ইনডোর পাবলিস প্লেস হলেও। আর তবেই কেবল একজন থেকে অন্যজনে এটি সংক্রমিত হতে পারবে না।

একই রকম সংবাদ সমূহ

শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০বিস্তারিত পড়ুন

বিদ্যুতের বকেয়া ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি

বিদ্যুতের বকেয়া ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন ভারতেরবিস্তারিত পড়ুন

সাধারণ কর্মী নিয়োগে প্রথমবার বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিকবিস্তারিত পড়ুন

  • চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জাপানের তিন গবেষক
  • গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের সমর্থনে রাস্তায় ইসরায়েলিদের ঢল
  • পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের
  • পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০
  • এনআরবি কানেক্ট ডে’তে তারেক রহমানের বার্তা স্থান না পাওয়ায় প্রবাসীদের হতাশা
  • ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন
  • জাতিসংঘে ড. ইউনূসের ভাষণ : জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, চলমান থাকবে সংস্কারও
  • বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান
  • নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ ধস, অন্তত ১০০ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা
  • ট্রাম্পের সঙ্গে ড. ইউনূস ও তার মেয়ের ছবি প্রকাশ
  • আগামি নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে ড. ইউনূস
  • রাশিয়াকে ‘কাগজের বাঘ’ বললেন ট্রাম্প, পাল্টা জবাব মস্কোর