শনিবার, জুলাই ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কপোতাক্ষের এক সেতুতে ভোগান্তি ৩ উপজেলার! স্বাধীনতার ৫০বছরেও নির্মাণ হয়নি

স্বাধীনতার ৫০ বছর পার হলেও কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণ হলো না। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে দু’পাড়ের হাজার হাজার মানুষ। যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী বাজারস্ত কপোতাক্ষ নদের উপর তৈরি বাঁশের টলমলে সাঁকোটি।

তিন উপজেলার প্রায় অর্ধ সহস্রাধিক ছাত্র-ছাত্রীর কাছে বাঁশের তৈরি টলমলে ঝুঁকিপূর্ন সাঁকোটি এক আতঙ্ক। জীবিকার তাগিদে এলাকার লোকজন এবং শিক্ষার তাগিদে কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় এই বাঁশের সাঁকোর ওপর দিয়ে।

এলাকার সাধারণ মানুষ জানান, ওই সাঁকোর উপর দিয়ে কেশবপুর উপজেলার মির্জানগর, সাতবাড়িয়া, ত্রিমোহিনী, চাদড়া, জাহানপুর, কড়িয়াখালী, বেগমপুর, কোমরপোল, মনিরামপুর উপজেলার হাজরাকাটি, ত্রিপুরাপুর, শয়লা, চালুয়াহাটি এবং কলারোয়া উপজেলা খোর্দ্দ, বাটরা, দেয়াড়া, জানখা, নতুনবাজার, গড়ান বাজার, কাশিয়াডাঙ্গা, যুগিখালী, কামারালী সহ ২১ গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন। স্থানীয়দের অভিযোগ ভোটের সময় কপোতাক্ষ নদের উপর দিয়ে সেতু করার অঙ্গিকার করলেও নির্বাচনী বৈতরনী পার হয়ে গেলে কেউ খোঁজ করেন না।

স্বাধীনতার ৫০ বছর পরও নদের উপর সেতু নির্মানের কোন উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র্র ক্ষোভের দানা বেঁধেছে। মানুষের পদভারে ছিন্নভিন্ন এই (খেয়া ঘাটের) কপোতাক্ষ নদের উপর সেতু না থাকায় মানুষ তাদের উৎপাদিত কৃষিপন্য নিয়ে, কেউবা কাঁদে বেগুনের খাঁচি, কেউবা মাথায় সবজি, কারো কাঁধে ধান, পাট নিয়ে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর দিয়ে পার হতে হচ্ছে। সময় মত উৎপাদিত ফসল বাজারজাত করতে না পারায় ন্যায্যমুল্য থেকে বঞ্চিত হতে হচ্ছে। তাছাড়া পরিবহন খরচও বেশি। গুরুত্বপূর্ন এই সেতুটি নির্মিত হলে কেশবপুর, কলারোয়াসহ অত্র এলাকার লোকজনের জীবনযাত্রা পাল্টে যাবে।

সরেজমিন গিয়ে দেখা যায় সকাল থেকে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে সাঁকো পারা-পার হচ্ছে। করোনার কারণে বিদ্যালয় বন্ধ থকলেও প্রয়োজনের তাগিদে শিক্ষার্থীরা শুধু নয় অভিভাবকদেরও যেতে হচ্ছে। এলাকাবাসি জানান ত্রিমোহিনী বাজারস্ত কপোতাক্ষ নদের উপর সেতু নির্মান অত্যন্ত জনগুরুত্বপূর্ন। এখানে একটি সেতু নির্মান তাদের প্রাণের দাবী। তারা নিজেদের প্রয়োজনে প্রতিবছর ব্যক্তিগত তহবিল থেকে এই বাঁশের সাঁকোটি সংস্কার করে থাকেন। এই নদের উপর একটি সেতু নির্মান তিনটি উপজেলার লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবী।

কেশবপুর উপজেলার সীমান্তবর্তী ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে দেশের উন্নতি হয়। কপোতাক্ষ নদের উপর সেতুটি নির্মিত হলে কেশবপুর, কলারোয়া ও মনিরামপুর উপজেলার বিভিন্ন পেশার মানুষের দুর্ভোগ পোহাতে হতো না। নদের উপর দ্রুত একটি সেতু নির্মান আমাদের দু’পাড়ের মানুষের চিরদিনের প্রাণের দাবী।’

তিনি আরও বলেন, ‘আমাদের কেশবপুরের সংসদ সদস্য শাহিন চাকলাদার উন্নয়নমূখী জনদরদী মানুষ। তিনি ওয়াদা করেছিলেন এবং আমরা অত্যন্ত আশাবাদী।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিএনপির অঙ্গ সংগঠেনের তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভা

কলারোয়ায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠেনের নেতৃবৃন্দদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপন কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।বিস্তারিত পড়ুন

নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কৃষি ও কৃষকের উন্নয়ন, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, প্রদর্শনীসহ নানান সময়োপযোগীবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় চক্ষু সেবা শিবির বাস্তবায়নে মতবিনিময় সভা
  • কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান : ৩০ হাজার টাকা জরিমানা
  • কলারোয়ায় শিম চাষে স্বাবলম্বী যুগিখালীর সাত্তার সানা
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে ট্যাক্সফোর্সের অভিযান
  • কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় কলেজ শিক্ষক-কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নব্বই দশকের ছাত্রনেতাদের মিলনমেলার প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার ধানদিয়া হাইস্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলায় সরসকাটি জয়ী
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার
  • কলারোয়ায় অনুষ্ঠিত হলো উৎসবমুখর রথযাত্রা উৎসব
  • কলারোয়ায় বিএনপি’র লিফলেট বিতরণ করলেন সাবেক মেয়র আক্তারুল
  • কলারোয়ায় শহর প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ