শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুরাতন বট গাছ উপড়ে নতুন ভবন বিধ্বস্ত

কলারোয়ায় পুরাতন বট গাছ উপড়ে কামরুল হাসান নামে এক ব্যক্তির নতুন ভবন বিধ্বস্ত হয়েছে।

উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামে গত রবিবার বিকেলে ওই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ভবনটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামের প্রাচীন বটগাছটি ছিলো মানুষের গলার কাঁটা। পার্শ্ববর্তী জমির মালিকরা বারবার অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেননি বটগাছটি যে জমিতে ছিলো সেই জমির মালিক মায়রানীর পরিবারের সদস্যরা। ২০২০ সালে আম্ফান ঝড়ে গাছের উপরের অংশ ভেঙে পড়ে পার্শ্ববর্তী আরশাদ আলীর ঘরের উপর। সেই ঘরটি জরাজীর্ণ অবস্থায় থাকলেও কোনো ক্ষতি পূরণ পাননি। সেই সময় থেকে সতর্ক করে আসছেন কামরুল হাসান।

রবিবার (৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বটগাছের বাকি একাংশ ভেঙে পড়ে আরেক পাশের জমির মালিক কামরুল হাসানের বাড়ির ছাদে।
ভেঙ্গে যায় বিল্ডিংয়ের বিভিন্ন অংশ। গাছ পড়ার কারণে তার বিল্ডিংটি বেশ ক্ষতিগ্রস্থ হয়ে গেছে।

এ বিষয়ে কামরুল হাসান পার্শ্ববর্তী মায়ারানী বসুকে অভিযুক্ত করে কলারোয়া থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মায়ারানীর জামাতা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় বিষয়টি নিয়ে প্রতিকার তো করেনি উল্টো হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। উক্ত প্রশাসন ব্যক্তির ভয়ে এলাকার কোন মানুষ মুখ খোলে না বলেও উল্লেখ করেন।

অভিযোগে তিনি আরও বলেন, আমি বিভিন্ন ভাবে বারংবার তাদের কাছে গাছের ডাল কেটে নেওয়ার জন্য অনুরোধ করলেও তারা কর্ণপাত করেননি।

ভুক্তভোগী কামরুল হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি তিন সন্তান, স্ত্রীকে নিয়ে বসবাস করি এই বাড়িতে। এখন আমি পরিবারসহ রাস্তায় নেমে গিয়েছি। আমার থাকার ঘর আর নেই। তাদের কাছে প্রতিকার চাইতে গেলে তারা আমাকে বলে তাদের গাছ তলায় কেন আমি ঘর উঠিয়েছি। কিন্তু এটাতো আমার নিজের জমি। আমি তাদেরকে বারবার আমার ঘরের উপর থেকে গাছ সরিয়ে নিতে বলেছি, কিন্তু তারা নেয়নি। বারবার বলেছে ক্ষতি হলে দেখবো।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কামরুল হাসান প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আলী আহম্মদ সাংবাদিকদের বলেন, আমি বারবার এই বিষয়ে অভিযুক্ত পরিবারটিকে অবগত করেছি। কিন্তু তারা কর্ণপাত করেননি।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খাইরুল কবির জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব

কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপি প্রার্থী ও বিএনপির প্রকাশনা সম্পাদকবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে মহিলা সমাবেশ

কলারোয়ার কেঁড়াগাছি‌তে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।বুধবার বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিসিডিবি’র আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি: ‘কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি”- এই স্লোগানকেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা
  • কলারোয়ায় অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা
  • কলারোয়ায় কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে প্রাথমিক সহকারী শিক্ষকদের আলোচনা
  • ‘বস্তুনিষ্ঠ সংবাদে আপোষহীন’ কলারোয়া প্রতিদিন এর অফিস উদ্বোধন
  • কলারোয়ায় ‘উন্নয়ন পরিষদের’ উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলন
  • কলারোয়ায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কলারোয়ায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ
  • কলারোয়ায় বেড়েছে কুলের চাষ
  • কলারোয়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা
  • কলারোয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দৈনিক ইনকিলাবের কলারোয়া সংবাদদাতা হলেন আসাদুজ্জামান ফারুকী
  • কলারোয়ায় কৃষি ব্যাংকের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে বাইসাইকেলে বিতরণ