শনিবার, মে ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোমেন আর নেই

কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের (বর্তমানে সরকারি) অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ আব্দুল মোমেন ইন্তেকাল করেছেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) ভোররাত পৌনে ৪টার দিকে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না..রাজিউন)।
তার বয়স হয়েছিলো ৮৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শেখ আব্দুল মোমেনের বাড়ি সাতক্ষীরা সদরের বাঁকালে। তিনি স্বাধীনতারপূর্ব থেকে সুদীর্ঘকাল কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে ২০০২ সালে অবসরগ্রহন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুল মোমেন দীর্ঘদিন বার্ধক্যজনিতসহ সম্প্রতি ব্রেণ স্ট্রোকে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অতিসম্প্রতি হৃদরোগেও আক্রান্ত হন তিনি। সোমবার (১৪ ফেব্রুয়ারী) রাত পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরার সিসি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

সোমবার জোহরের নামাজের পর মরহুমের প্রথম জানাযা নামাজ তার প্রিয় কর্মস্থল কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন।
জানাযা নামাজ পরিচালনা করেন মরহুমের প্রাক্তন সহকর্মী মাওলানা গোলাম রসুল শাহী।

মাস্টার মাওলানা আকবর আলী ও মাস্টার মোস্তফা বাকি বিল্লাহ শাহীর পরিচালনায় জানাযাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর, সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানী, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, মরহুমের বড় পুত্র শেখ সাইফুল ইসলাম প্রিন্স প্রমুখ।


জানাযা নামাজে অন্যদের মধ্যে অংশগ্রহন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, ইমান আলী শেখ, শেখ আব্দুল মাজেদ, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, শেখ শরীফুজ্জামান তুহিন, সাইফুল ইসলাম বাবু, মমতাজুল ইসলাম চন্দন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, শেখ রেজাউল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ জাভিদ হাসান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রভাষক সাংবাদিক আরিফ মাহমুদ, মাস্টার আব্দুর রকিব, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, মাস্টার মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, মন্জুরুল করিম, মহিদুল ইসলাম মহিদ, নিয়াজ খান প্রমুখ।


প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার উৎপল কুমার সাহাসহ অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্খীবৃন্দ।

এদিন আসর নামাজের পর মরহুমের নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় যুবলীগের বিশাল শোভাযাত্রা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখবিস্তারিত পড়ুন

কলারোয়ার মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিত সভা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিত সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় কলারোয়া উপজেলার কলারোয়া পৌরসভা হল রুমে রূপান্তরের আস্থাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে দিনব্যাপি প্রশিক্ষণ
  • কলারোয়ায় সাহিত্য পরিষদের সভায় নব গঠিত কমিটি গঠন
  • কলারোয়ায় আনারস প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ
  • চন্দনপুর ইউনাইটেড কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান পেলো সততা সংঘের টাকা
  • বছরের পর বছর অনুপস্থিত থাকায় কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলালী চাকুরীচ্যুত
  • কলারোয়ার দেয়াড়া হাইস্কুলের সভাপতি হলেন শরিফুল ইসলাম
  • কলারোয়ায় কদর বেড়েছে দুলালের দইয়ের
  • কলারোয়া উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
  • ঢা.বি’তে কলারোয়ার শিক্ষার্থীদের সংগঠন ‘সোনাই’র নয়া কমিটি
  • কলারোয়ায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা
  • কলারোয়ায় কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যলয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা