কলারোয়ায় ওসি, শিক্ষক, সাংবাদিকসহ অনেকে নিলেন করোনার ২য় ডোজের টিকা


কলারোয়ায় কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিষেধক তথা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।
শনিবার (১০ এপ্রিল) ভ্যাকসিনের ২য় ডোজ দেয়ার দ্বিতীয় দিনে কলারোয়ায় ওসি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানান পেশার মানুষ দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেন। এর মাধ্যমে তারা টিকা সম্পন্ন করলেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, সংবাদকর্মী প্রভাষক আরিফ মাহমুদ, স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নজরুল ইসলাম, সিএইচসিপি শেফালী খাতুন, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন, শিক্ষক কামরুল ইসলাম, কলারোয়া নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক আবু রায়হান মিকাঈল, আদিত্য বিশ্বাস, পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ সহ নানান পেশার মানুষ করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহন করেন।
টিকা গ্রহনকারীরা বলেন, ‘শুধু করোনা প্রতিরোধে নয়, ‘মাস্ক পরিধান’ করা ধূলাবালি, দূর্গন্ধ রোধসহ স্বাস্থ্যের জন্যেও উপকারী।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘হাসপাতাল চত্বরের নির্ধারিত শেডে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলে। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেছেন ১০৪ জন আর প্রথম ডোজ গ্রহন করেছেন ৫৪জন।’
তিনি আরো জানান, ‘গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিজের শরীরে ২য় ডোজের ভ্যাকসিন তথা টিকা গ্রহন করে কার্যক্রম শুরু করেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। ওই দিন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ৬৫ জন আর প্রথম ডোজ নিয়েছিলেন ১২।’
ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান বলেন, ‘১ম ডোজ নেয়ার ৮ সপ্তাহ অর্থাৎ ২মাস পূর্ণ হওয়ার পর ২য় ডোজ ভ্যাকসিন দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইলে এসএমএস যাচ্ছে। ২য় ডোজের ভ্যাকসিন তথা টিকা নেয়ার জন্য ১ম ডোজ নেয়া রেজিস্ট্রেশন কার্ডের ১কপি ফটোকপিসহ ওই রেজি.কার্ড অবশ্যই আনতে হবে।’
একই সাথে চল্লিশ বছরের বেশি বয়সী সকল নারী-পুরুষকে সুরক্ষা এ্যাপসের মাধ্যমে নিবন্ধনপূর্বক বুথ থেকে ১ম ডোজের টিকা গ্রহণের জন্য আহবান জানান তিনি।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
