শনিবার, মে ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি!

সাতক্ষীরার কলারোয়ায় হত্যা প্রচেষ্টা মামলা আসামীরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে খুন জখমসহ জীবন নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দদুপুরের সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কলারোয়া উপজেলার বাটরা গ্রামের ইনছাপ আলীর স্ত্রী মোছাঃ মাছুরা খাতুন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধরে একই এলাকার মৃত. আফাজ উদ্দিনের ছেলে আমজেদ আলী সরদারের সাথে আমার স্বামীর বিরোধ চলে আসছিল। কলারোয়ার বাটার মৌজার জে এল ৯৫ এর ১১০৭ দাগে সাড়ে ৮ শতক জমি নিয়ে আদালতে ১৪৫ ধারায় মামলা করলে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আমজেদ গং আদালতের নির্দেশন উপেক্ষা করে উক্ত জমিতে ঘেরাবেড়া সহ বিভিন্ন গাছ কেটে নেওয়ার চেষ্টা করলে বাধা দেয়ায় তারা আমার স্বামীসহ আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে আসছিল। গত ২৭ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে আমজেদ, তার ছেলে ফারুক ও মামুন হোসেন ধারালো দা এবং লাঠি সোটা নিয়ে বাড়িতে ঢুকে আমার স্বামীর উপর হামলা করে। এসময় হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে আমার স্বামীর মাথায় আঘাত করে আমজেদ। আমার মেয়ে ও আমি স্বামীকে রক্ষা করতে গেলে আমাদেরও মারপিট করে একটি ঘরে আটকে রাখে। আমজেদের দায়ের কোপে রক্ত্যাক্ত জখম হয়ে আমার স্বামী ছটফট করলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে দেয়নি। পরে ৯৯৯ ফোন দিলে কলারোয়া থানা পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে কলারোয়া থানায় একটি জিআর মামলা হয়( নং-৩১/২৮২)।

মাছুরা খাতুন অভিযোগ করে বলেন, আমার স্বামী হাসপাতালে থাকার সুযোগে আমজেদ গংরা আমাদের সম্পত্তিতে থাকা মূল্যবান গাছপালা কেটে নিয়ে যায়। হুমকির ঘটনায় ৩০ জুলাই থানায় একটি সাধারণ ডায়েরি করি। জিআর মামলার আসামীরা গত ২৩ আগষ্ট আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে খুন জখমসহ আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। মামলা তুলে না নিলে আমার ১০ শ্রেণি পড়–য়া ছেলে চোখ তুলে নিবে এবং সুযোগ পেলে স্বামীকে হত্যা করে লাশ গুম করে দিবে ও পরিবারের অন্যান্য সদস্যদের মারাত্মক ক্ষতি করবে বলে আমজেদ প্রকাশ্যে হুমকি প্রদর্শন করছে। ফলে আমজাদ গংদের হুমকিতে পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরো বলেন, আমজেদ গংয়ের হামলায় আমার স্বামী মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এখন তাদের হুমকিতে আমরা দিশেহারা হয়ে পড়েছি। আগেও একাধিকবার আমজেদ গং আমার স্বামীসহ আমাদের মারপিট করে বাড়িতে আটকে রাখে। এছাড়া প্রভাবখাটিয়ে আমাদের সম্পত্তিও দখলের পায়তার চালিয়ে যাচ্ছেন।

তিনি হত্যা প্রচেষ্টা মামলার আসামী আমজেদ গংয়ের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও জীবনের নিরাপত্তা এবং সম্পত্তির রক্ষার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় যুবলীগের বিশাল শোভাযাত্রা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখবিস্তারিত পড়ুন

কলারোয়ার মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিত সভা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিত সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় কলারোয়া উপজেলার কলারোয়া পৌরসভা হল রুমে রূপান্তরের আস্থাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে দিনব্যাপি প্রশিক্ষণ
  • কলারোয়ায় সাহিত্য পরিষদের সভায় নব গঠিত কমিটি গঠন
  • কলারোয়ায় আনারস প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ
  • চন্দনপুর ইউনাইটেড কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান পেলো সততা সংঘের টাকা
  • বছরের পর বছর অনুপস্থিত থাকায় কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলালী চাকুরীচ্যুত
  • কলারোয়ার দেয়াড়া হাইস্কুলের সভাপতি হলেন শরিফুল ইসলাম
  • কলারোয়ায় কদর বেড়েছে দুলালের দইয়ের
  • কলারোয়া উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
  • ঢা.বি’তে কলারোয়ার শিক্ষার্থীদের সংগঠন ‘সোনাই’র নয়া কমিটি
  • কলারোয়ায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা
  • কলারোয়ায় কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যলয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা