কলারোয়ায় প্রাণীসম্পদ অফিসের অফিস সহকারীর মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা


কলারোয়া উপজেলা প্রাণীসম্পদ অফিসের অফিস সহকারী আলমগীর কবির (৫০) কে ঝাপাঘাট পাকা ব্রীজ এলাকার ফাঁকা রাস্তায় গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেছে ৩যুবক।
এঘটনায় শুক্রবার সকালে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হুলহুলিয়া গ্রামের মৃত আরমান আলী বিশ্বাসের ছেলে আলমগীর কবির কলারোয়া প্রাণীসম্পদ অফিসের অফিস সহকারী হিসাবে চাকুরি করেন।
গত ২৭ অক্টোবর-২০ সকাল ১১টার দিকে তিনি প্রাণীসম্পদ অফিসের মেইন গেটে এসে দেখেন যে, উপজেলার গণপতিপুর গ্রামের সামছুদ্দীন গাজীর ছেলে ফারুক হোসেন (৩৫) যত্রতন্ত্র ভাবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাখে। এতে তিনি ওই যুবককে মেইন গেইট থেকে মোটরসাইকেলটি সরিয়ে নিয়ে যেতে বলেন। এই কথা বলাতে সে ক্ষিপ্ত হয়ে অশ্লীলন ভাষায় গালিগালাজ করে।
এসময় তাকে বলা হয় ভাই আজ আমাদের অফিসে উর্দ্ধতন কর্মকর্তাদের আসার কথা রয়েছে আপনি মোটরসাইকেলটি একটু সরিয়ে নিয়ে যান। একথা বলাতে সে আমাকে চরমভাবে অপদস্ত করে হুমকি-ধামকি দিয়ে চলে যায়। এর পর ১২নভেম্বর ২০তারিখ আমি আলমগীর কবির আমার অফিস শেষে বাড়ীতে ফেরার পথে বিকাল ৫টার দিকে উপজেলার ঝাপাঘাট পাকা ব্রীজের সন্নিকটে ফাকা রাস্তায় পৌছানো মাত্র আমার চলন্ত মোটরসাইকেলে ওই যুবক লাথি মারে। রাস্তায় ফেলে বেধড়ক মারপিট করে নিলাফোলা জখম করে। মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে তিনি ডাকচিৎকারে পাশ্ববর্তী তৌহিদুল ইসলাম, হাফিজুর রহমান, শাহিনুজ্জামান এগিয়ে আসলে ফারুক হোসেন সহ তারা ৩বন্ধু দ্রুত ঘটনা স্থান ত্যাগ করে চলে যায়। সেখান থেকে তিনি কোন রকম প্রাণে বেচে গেছেন। এসব ঘটনা উল্লেখ্য করে তিনি কলারোয়া থানায় ফারুক হোসেনসহ অজ্ঞাতনামা ৩জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
