কোভিড-১৯ প্রতিরোধকল্পে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ বাস্তবায়নে কলারোয়ায় ইউএনওর অনুরোধ
কোভিড- ১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ বাস্তবায়নে সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক ভিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস, ৩ জুলাই প্রেরিত, স্মারক নং- ০৫.৪৪.৮৭৪৩.০০৭.০২.০১৮.২২-৯৩৩ এ স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নং- ৪৫.১৭০.০০১.০০.০০.০০৫.২০২০/১০৩ মোতাবেক কোভিড- ১৯ প্রতিরোধকল্পে একাধিক নির্দেশনা বাস্তবায়নে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তিনি স্বাস্থবিধি মেনে চলার জন্য জনসাধারনকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমকে প্রচারে সহায়তা, সকল ক্ষেত্রে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা, “নো মাস্ক নো সার্ভিস” নীতি প্রয়োগ, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম যথাসম্ভব বর্জন করা, ধর্মীয় প্রার্থনার স্থান সমূহ( মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি) মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখা, জ্বর, সর্দি, কাশি, বা কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে কোভিড টেষ্ট করার জন্য উদ্বুদ্ধ করা, দোকান, শপিংমহল, বাজার, ক্রেতা- বিক্রেতা, হোটেল- রেস্টুরেন্ট সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে।
অন্যথায় আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে ও স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধানের বিষয়ে সকল মনজিদে জুম্মার নামাজে খুতবায় ইমামগণকে সংশ্লিষ্টদের সচেতন করার জন্য অনুরোধ জানিয়েছেন।
সাম্প্রতিককালে সারাদেশে কোভিড-১৯ আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ও জনগনের মাস্ক পরিধান এবং স্বাস্থ্য বিধি অনুসরণে যথেষ্ট শৈথিল্য পরিলক্ষিত হওয়ায় করারোয়া পৌরসভা সহ উপজেলার সকল ইউনিয়নে এলাকাভিত্তিক উপরোক্ত নির্দেশনা বাস্তবায়নে অনুরোধক্রমে সকলের সহযোগীতা কামনা করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)