রবিবার, জুলাই ১৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গায়ে হলুদের সাজে ক্রিকেট মাঠে সানজিদা

সানজিদা ইসলাম, জাতীয় নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য। ব্যাট হাতে দেশ-বিদেশে দলের হয়ে অবদান রেখেছেন তিনি।

সম্প্রতি জীবনের নতুন ইনিংস শুরু করলেন এই নারী ক্রিকেটার। তার এই ইনিংসে জুটি বেঁধেছেন ক্রিকেট অঙ্গনেরই আরেকজনের সঙ্গে।

বিয়ের মতো জীবনের বড় এক অধ্যায়কে প্রিয় মাঠের সঙ্গে জড়িয়ে রাখার কথা ভেবেছিলেন সানজিদা।

কাকতালীয়ভাবে সেই ভাবনার রূপায়নও হয়ে গেল। গায়ে হলুদের ছবি তুলতে গিয়ে শেষ পর্যন্ত ব্যাট হাতে মাঠে নেমে যান জাতীয় দলের এই নারী ক্রিকেটার। অপ্রত্যাশিতভাবে দুই সতীর্থের ক্যামেরাবন্দী হওয়া মুহূর্তটি সানজিদার জন্য স্বপ্নের এক ছবি।

গত শনিবার ক্রিকেটার মীম মোসাদ্দেককে বিয়ে করেন সানজিদা। আগের দিন গায়ে হলুদের ছবি তুলতে যান রংপুর স্টেডিয়ামে। আগে থেকেই ছোট ছেলেরা টেনিস বল দিয়ে সেখানে ক্রিকেট খেলছিল। ক্রিকেটার সত্ত্বা জেগে উঠতেই গায়ে হলুদের সাজেই ব্যাট করতে নেমে গেলেন তিনি।

সানজিদার গায়ে হলুদ সাজের এখন ফেসবুকের পাতায় পাতায় ঘুরছে। ছবিগুলো সানজিদার জন্য আনন্দদায়ক। হুট করেই তৈরি হওয়া সেই ফ্রেম এখন স্থায়ী জায়গা পেয়ে গেছে তার হৃদয়ের মণিকোঠায়।

সংবাদ মাধ্যমকে সানজিদা ইসলাম জানান, কোনও পরিকল্পনা ছাড়াই ছবি তোলা হয়েছে। আমরা মূলত স্টেডিয়ামের ভেতরে কাশবনে ছবি তুলতে যাচ্ছিলাম।

ওখানে বাচ্চারা খেলছিল। অনেক দিন না খেলার জন্যই ওদের কাছ থেকে ব্যাটটা নিয়ে একটু শ্যাডো করছিলাম। সঙ্গে দুই সতীর্থ শবনম মুশতারী ও হাসনাত সিনথিয়া মুহূর্তটি ক্যামেরাবন্দী করে। কোনও প্রস্তুতি ছাড়াই ন্যাচারালিই ছবিগুলো তোলা হয়েছে।

তিনি আরও জানান, বিয়ের পোশাকে মোটরসাইকেলে চড়ে ছবি তোলার শখ ছিল তার। কিন্তু তা পূরণ হয়নি। তবে গায়ে হলুদের সাজে মাঠের ওই ছবি বাকি আক্ষেপ পুরোপুরিই দূর করে দিয়েছে।

বাংলাদেশের হয়ে ১৬টি ওয়ানডে ও ৫৪ টি-টোয়েন্টি খেলেছেন সানজিদা ইসলাম। গত বছর থাইল্যান্ডের বিপক্ষে তার ৭১ রানের ইনিংস সে সময় ছিল দেশের হয়ে রেকর্ড। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেন তিনি।

এদিকে, তার স্বামী মীম মোসাদ্দেক রংপুর বিভাগীয় দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। ঢাকায়ও খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেটে।

একই রকম সংবাদ সমূহ

তালায় জুলাই আহ*ত-নিহ*তদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: জুলাই আহত এবং নিহত শহীদদের স্মরণে তালায় যুব জামায়াতেরবিস্তারিত পড়ুন

‘সাকিব অবৈধ সরকারের এমপি, তা ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে’

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সদস্য ছিলেন সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় নির্বাচনেবিস্তারিত পড়ুন

মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার চোখ রাঙিয়েছিল বাংলাদেশকে। ৭ বছরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার
  • ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত: মির্জা ফখরুল
  • কলারোয়ার ধানদিয়ায় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় সরসকাটি জয়ী
  • এশিয়ান কাপের চাবি এখনও হামজাদের হাতেই
  • দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হৃদয়ভাঙা হার হামজাদের
  • ৭টায় ম্যাচ, ২টার আগেই স্টেডিয়ামের বাইরে যেন জনসমুদ্র
  • আইপিএলে অবিশ্বাস্য পারফরম্যান্সে কে কত পেলেন
  • দুই কারণ দেখিয়ে এশিয়া কাপ স্থগিতের ঘোষণা
  • ফুটবলার হতে চাওয়া বুলবুল যেভাবে ক্রিকেট বোর্ডের সভাপতি
  • শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ দিয়েই আসছে আইসিসির নতুন নিয়ম
  • বিসিবিতে ক্রিকেট ছাড়া সবই হচ্ছে : তামিম ইকবাল