রবিবার, অক্টোবর ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসন, ঝিনাইদহ, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ঝিনাইদহে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সভাপতি ও প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে একটি রেলি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে শেষ হয়।

রেলি পরবর্তী আলোচনা সভা জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসন-২৭ (ঝিনাইদহ-মাগুরা) এর সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম পিপিএম (বার) পুলিশ সুপার, ঝিনাইদহ। সেলিম রেজা, পিএএ, জেলা পরিষদ, ঝিনাইদহ, রাজিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কাইয়ূম শাহরিয়ার জাহেদী (হিজল), মেয়র, ঝিনাইদহ পৌরসভা, আবু বকর সিদ্দিক, জেলা তথ্য অফিসার, ঝিনাইদহ, সাদিয়া জেরিন, উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা, ঝিনাইদহ।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এই নারীদের সামগ্রিক অংশগ্রহণের মাধ্যমেই হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্পিকার, ঝিনাইদহের জেলা প্রশাসক আমরা সবাই নারী, “আমরা নারী, আমরাও পারি” সভাপতি জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, পৌরসভা মার্কেটে একটি নারী কর্ণার তৈরী করা হয়েছে। নারীদের অংশগ্রহণের মাধ্যমেই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মান করা সম্ভব। বেগম রোকেয়ার নারী জাগরণের কথাও স্মরণ করেন তিনি। সবশেষে সভাপতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতার কিছু অংশ আবৃত্তি করে শোনান ও নারী পুরুষের সমতার পাশাপাশি যেন পুরুষ নির্যাতন না হয় সেদিকেও লক্ষ রাখতে বলেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কালিগঞ্জ, ঝিনাইদহ তাসলিমা বেগমের সঞ্চালনায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নিলুফার রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা শুরু হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কৃষিবিদ কাজী হাসানুজ্জামান, জেলা ব্যবস্থাপক, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন , আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, নাসরিন ইসলাম, সভানেত্রী, নারী ফেডারেশন, দীপ্তি রহমান, চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, ঝিনাইদহ জেলা, শরিফা খাতুন, নির্বাহি পরিচালক, ওয়েলফেয়ার এফোর্টস (উই), ঝিনাইদহ, এডভোকেট সালমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক, যুব মহিলা লীগ, ঝিনাইদহ, এম. রায়হান, সভাপতি, প্রেসক্লাব, ঝিনাইদহ, এম এ কবীর, সভাপতি জেলা রিপোর্টার্স ইউনিটি, পিন্টু লাল দত্ত, বাংলাদেশ টেলিভিশন ঝিনাইদহ, এম. এন. শাহজালাল, উপাধ্যক্ষ (অব:), সরকারি নুরুন নাহার মহিলা কলেজ, সালমা খানম, আহবায়ক ও সহ-সভাপতি , জেন্ডার উপ-কমিটি, সচেতন নাগরিক কমিটি (সনাক)। সভায় বক্তারা নারী দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উইমেন্স ক্লাব ঝিনাইদহ, জেলা প্রশাসক মনিরা বেগমকে উত্তরীয় পরিয়ে দিয়ে নারী দিবসে একজন নারী হিসাবে তাকে সম্মানিত করেন।

একই রকম সংবাদ সমূহ

আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা শিক্ষা উপদেষ্টার

বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) ঘোষণার পরবিস্তারিত পড়ুন

ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত, বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে: সালাহউদ্দিন

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য এনসিপি আংশিক কাটবিস্তারিত পড়ুন

‘কার্গো ভিলেজে আগুন পোশাক ‎শিল্পের জন্য বড় ক্ষতি’

‎ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা পোশাক শিল্পেরবিস্তারিত পড়ুন

  • গাজীপুরে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় রিসোর্ট বন্ধ কেন্দ্রীয় নেতার মধ্যস্থতায় চলছিল এক বছর
  • প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের
  • যে কারণে সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে বললেন নাহিদ
  • ঢাকা বিমানবন্দরে আগুন, ফ্লাইট নামছে চট্টগ্রাম সিলেট কলকাতায়
  • জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা
  • শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট
  • জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদেরা
  • সংসদ ভবন ঘিরে সতর্ক অবস্থান নিরাপত্তা বাহিনীর
  • জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি
  • জাতীয় সংগীতের মাধ্যমে শুরু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান
  • যশোরের শার্শায় ভ্যানচালক আব্দুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-৩
  • নেত্রকোনার মদনে বন্ধুর প্রতিশ্রুতি রক্ষায় নিজে বাসর ঘরে’ বন্ধুকে দিয়ে বাসর