বুধবার, মে ৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজেদের মধ্যে পুনরায় ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালু ইরান-উ. কোরিয়ার

২০২০ সালে দীর্ঘ মাত্রার ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজে নিজেদের মধ্যে পুনরায় সহযোগিতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের দুই শত্রু দেশ ইরান এবং উত্তর কোরিয়া। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানো ছাড়াও উত্তর কোরিয়া গত বছর থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পারমাণবিক ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বার্ষিক ওই প্রতিবেদনটি জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি স্বতন্ত্র প্যানেলের সদস্যরা তৈরি করেছেন। এটি গত সোমবার নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হয়েছে। তবে উত্তর কোরিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র কার্যক্রম পরিচালনার কথা অস্বীকার করেছে তেহরান। প্রতিবেদনে এ তথ্যও উল্লেখ করা হয়েছে।

সেখানে কোনো নির্দিষ্ট দেশের কথা উল্লেখ না করে বলা হয়েছে, বেশ কিছু সদস্য রাষ্ট্র জানিয়েছে দীর্ঘ মাত্রার ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পে নিজেদের মধ্যে পুনরায় সহযোগিতা বাড়িয়েছে উত্তর কোরিয়া এবং ইরান।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন জটিল যন্ত্রাংশ আদান-প্রদানসহ বেশ কিছু কার্যক্রম চালু করেছে এই দুই দেশ। ২০২০ সালেই দু’দেশের মধ্যে সাম্প্রতিক নৌপথে বিভিন্ন পণ্যের চালান স্থানান্তর হয়েছে।

পিয়ংইয়ংয়ের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। তারা বলছেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে।

উত্তর কোরিয়ার বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, পিয়ংইয়ং তাদের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং উন্নয়নের চেষ্টা করছে।

গত বছর পিয়ংইয়ং নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড পরীক্ষা এবং কৌশলগত পারমাণবিক অস্ত্র উন্নয়নের প্রস্তুতি ঘোষণা করেছে। পিয়ংইয়ং ফিসাইল উৎপাদন, পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছে। এছাড়া এসব কর্মসূচি চালিয়ে যেতে একাধিক দেশ থেকে বিভিন্ন উপাদান এবং প্রযুক্তি সরঞ্জাম আনার চেষ্টা করে যাচ্ছে পিয়ংইয়ং।

একই রকম সংবাদ সমূহ

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি সময় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রেরবিস্তারিত পড়ুন

বিশ্বের লম্বা রুটি বানিয়ে রেকর্ড গড়ল ফ্রান্স, দৈর্ঘ্য কত?

ফ্রান্সে রুটি তৈরির একদল কারিগর বিশ্বের সবচেয়ে লম্বা, সরু, পাতলা পাউরুটি তৈরিবিস্তারিত পড়ুন

হজ ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে যেতে পারবেন না হাজীরা

হজ ভিসা-সংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি বলছে, এই ভিসাবিস্তারিত পড়ুন

  • কারাদণ্ড হতে পারে ট্রাম্পের: বিচারকের সতর্কবার্তা
  • পুলিৎজার পেলো রয়টার্স-নিউইয়র্ক টাইমস-ওয়াশিংটন পোস্ট
  • পঞ্চম মেয়াদে প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন
  • যেসব শর্তে যুদ্ধবিরতিতে রাজি হামাস
  • ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র
  • কিমের ‘প্লেজার স্কোয়াডে’ ২৫ সুন্দরী, কী যোগ্যতায় নেয়া হয় তাদের
  • আলোচনার জন্য প্রস্তুত কারাবন্দি ইমরান খান
  • কানাডায় শিখ নেতাকে খুনের ঘটনায় ৩ ভারতীয় গ্রেফতার
  • এবার যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ওপর নিষেধাজ্ঞা দিলো ইরান
  • গাজায় ইসরাইলি হামলায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত
  • ইসরাইলে কারাবন্দি থেকে উপন্যাস লিখে পুরস্কার জিতলেন ফিলিস্তিনি লেখক
  • আফগানিস্তানে মসজিদের ভেতরে হামলা, নিহত ৬