পশ্চিম মনিরামপুরের ৫ সহস্রাধিক পরিবার সবজি চাষ করে স্বাবলম্বী
হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের পশ্চিম মনিরামপুরের ঝাঁপা, হরিহরনগর, খেদাপাড়া, রোহিতা, মশ্বিনগর ও চালুয়াহাটী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৫ সহস্রাধিক পরিবার সবজি চাষ করে এখন স্বাবলম্বী হয়েছেন।
এ ছয় ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠে বছরের বারো মাস সবজি চাষ হয়ে থাকে বলে কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
এখানকার কৃষকেরা মাঠের পর মাঠ সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস। কৃষি বিভাগ সূত্রে জানা যায়- পশ্চিম মনিরামপুরের চালুয়াহাটি ও মশ্বিমনগর ইউনিয়নের শাহপুর ও হায়াতপুর সবজি চাষের জন্য উপযোগী মাঠ। বারো মাস সবজি চাষে উপযোগী এ দু’গ্রামের মাঠের পর মাঠ সবজির ক্ষেতে বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সবজি চাষিদের সঠিক পরামর্শ ও উৎসাহ দেয়া হয়ে থাকে।
এ দুই গ্রাম ছাড়াও রোহিতা, মশ্মিনগর, চালুয়াহাটী, ঝাঁপা, হরিহরনগর ও খেদাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের সবজি ক্ষেতগুলোতে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ঢেঁড়স, মুলা, লাউ, শিম, বরবটি, ক্ষীরা, মিষ্টিকুমড়া, টমেটো, লালশাক, পালংশাক, কলা, বেগুন, শসা, মেটেআলু, ডাটা, পটল, ঝিংগা, উচ্ছে, কাকরোল, গাজর, চিচিংগা, কাঁচাঝাল, ওলসহ বিভিন্ন ধরণের বারোমাসি সবজি চাষ হয়।
বিভিন্ন রাসায়নিক সারের পাশাপাশি কৃষকেরা সবজি চাষে জৈব সার ব্যবহার করে বলে জানা গেছে।
শাহপুরের সবজি চাষি ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, রাহাজুল ইসলাম, রবিউল ইসলাম, নুর ইসলাম, আতিয়ার রহমান, লুৎফর রহমান বলেন- বছরের বারো মাস বিভিন্ন জাতের সবজি চাষ করে আমরা অনেকটা স্বাবলম্বী হয়েছি। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ করা হয়। বর্তমান সময়ে সবজির দাম ভালো পেয়ে খুব খুশি কৃষকেরা।
রাজগঞ্জ বাজার, শাহপুর জামতলার মোড়, বাকবাড়িয়া মোড়ে সপ্তাহের দুইদিন শাহপুর ও হায়াতপুর মাঠের কৃষকরা, তাদের উৎপাদিত সবজি পাইকারি বিক্রি করে থাকেন। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার রাজগঞ্জ বাজারের হাটবার পড়ে। সেখানে কৃষকেরা সবজি উঠিয়ে পাইকারি ব্যাপারীদের কাছে বিক্রি করে।
ঝাঁপা ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র জানান- কৃষি বিভাগের পক্ষ থেকে সবজি চাষিদের সবধরণের সহযোগিতা ও পরামর্শ দেয়া হয়ে থাকে।
এছাড়া নতুন জাত ও নতুন ফসল সম্প্রসারণ কৃষি বিভাগের পক্ষ হতে প্রর্দশনী প্লটও স্থাপন করা হয় বলে তিনি জানান।
তিনি আরো জানান- পশ্চিম মনিরামপুরের ছয়টি ইউনিয়নের মধ্যে শাহপুর-হায়াতপুর মাঠ সব ধরনের সবজি ও হরিহরনগর ইউনিয়ন পেঁপে চাষে বিখ্যাত। এছাড়া এই ছয় ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠে দৃষ্টি নন্দন সবজি চাষ হয়ে থাকে। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন শহরে পাইকারি ব্যাপারীদের মাধ্যমে সরবরাহ করে থাকে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)