বুধবার, আগস্ট ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বল্লী ও ঝাউডাঙ্গায় মটর সাইকেল প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আসন্ন ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব এস এম শওকত হোসেনের মটর সাইকেল প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বুধবার বিকাল ৫ টায় বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

বল্লী ইউনিয়ন আওয়ামীলীগীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বজলু রহমানের সভাপতিত্বে ও বল্লী ইউনিয়ন যুবলীগের সভাপতি আফতাবুজ্জামান লাল্টুর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের মটর সাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ,সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাসুৃম, হাসান মাহমুদ রানা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেম আলী,২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবলু রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে একই দিনে রাত ৮ টায় ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মটরসাইকেল প্রতিকের নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা বঙ্গবন্ধু পাঠাগার চত্বরে অনুষ্ঠিত জনসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, সহ-সভাপতি ডাঃ মজনুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি দেবাশীষ রানা, সাধারণ সম্পাদক ইউপি সদস্য শরিফুল ইসলাম। এসময় ঝাউডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় নেতাকর্মীরা অংশ নেয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, দলীয় চারজন প্রার্থী হলেও জাতীয় পার্টি যে স্বপ্ন দেখছে আমরা যদি মটর সাইকেল প্রতিকে ঐক্যবদ্ধ থাকি সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। ২৯ মে মটরসাইকেল প্রতিকে এস এম শওকত হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। এজন্য সকলে মিলে কাধেকাধ মিলিয়ে কাজ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা

যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলে জানিয়েছেন প্রধানবিস্তারিত পড়ুন

ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই কমতে শুরু করেছে দাম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরটি দীর্ঘ চার মাস ২০ দিন বন্ধ থাকার পর মাত্রবিস্তারিত পড়ুন

সংবিধান কিংবা লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংবিধান কিংবা লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদবিস্তারিত পড়ুন

  • বিএনপি নেতা গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় ২৮ আগস্ট
  • ক্রিকেটারদের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনার পর যা বললেন বিসিবি সভাপতি
  • এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক
  • থাকছে না নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে নিয়োগ দেবে এনটিআরসিএ
  • সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে: প্রধান উপদেষ্টা
  • শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম নারী সচিব রেহানা পারভীন
  • বিভিন্ন বাহিনীতে ২৭৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ৩ শর্তে পিতৃত্বকালীন ছুটি দেয়া যেতে পারে: স্বাস্থ্য উপদেষ্টা
  • ডিবি হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • সিলেটের ডিসি হলেন ‘আলোচিত ম্যাজিস্ট্রেট’ সারওয়ার আলম
  • এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত
  • মাইটিভির চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে