রবিবার, আগস্ট ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএসএফ-বিজিবির উদ্যোগে ভারতে প্রয়াত মাকে শেষবারের মতো দেখল দুই বাংলাদেশি কন্যা

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর উদ্যোগে ভারতে প্রয়াত মায়ের শেষ দেখা পেল বাংলাদেশে অবস্থান করা তার দুই মেয়ে।

গত ৩ এপ্রিল একটি সংবেদনশীল বিষয় প্রকাশ্যে আসে।

জানা যায়, বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাটিয়ারির বাসিন্দা সুকুর মন্ডলের মা রোহতন বিবি প্রয়াত হন। কিন্তু সুকুরের দুই বোন থাকেন বাংলাদেশে।

তাদের দুই বোনের কাছেই মায়ের মৃত্যুর খবর দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের বাসিন্দা হওয়ার কারণে তারা ভারতে আসতে পারছিলেন না। এরপরই স্থানীয় বানপুর এলাকায় বিএসএফ’এর ৫৪ নম্বর ব্যাটেলিয়নের সীমা চৌকি কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানান সুকুর মন্ডল। বিএসএফকে তিনি অনুরোধ করেছিলেন, বাংলাদেশে অবস্থানরত তার বোনেরা তাদের মৃত মাকে একবার শেষ দেখা দেখতে চায়।

বিএসএফ যদি এই ব্যবস্থা করে দিতে পারে তবে তারা খুব খুশি হবে।

সুকুরের এই আবেদন শুনেই বিএসএফ কোম্পানি কমান্ডার বিষয়টি নিয়ে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি)-এর সাথে যোগাযোগ করে। বিএসএফের তরফে বিজিবিকে অনুরোধ জানানো হয়, সেদেশে অবস্থানরত দুই কন্যাকে নিয়ে এসে তাদের প্রয়াত মায়ের সাথে সাক্ষাত করানো যায় কি না। বিএসএফ’এর অনুরোধের প্রেক্ষিতে বিজিবিও মানবিক দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করে এগিয়ে যায়।

এরপর উভয় দেশের ‘সীমান্ত রক্ষী বাহিনী’ পারস্পরিক সহযোগিতার কথা মাথায় রেখে মানবতাকে সর্বাগ্রে রেখে বাংলাদেশে অবস্থানরত দুই কন্যাকে আন্তর্জাতিক সীমান্তের কাছে জিরো লাইনে প্রয়াত মাকে শেষ বারের মতো দেখার ব্যবস্থা করে।

রবিবার বিকালের দিকে যখন উভয় কন্যাই তাদের প্রয়াত মা রোহতন বিবিকে শেষ বারের মতো দেখেন তখন সেখানকার পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। দুই কন্যা ও পুত্র সুকুর মন্ডলসহ সকলেই বিএসএফ’এর এই উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই কন্যার বক্তব্য, ‘আপনাদের মানবিকতার কারণে আমরা মায়ের শেষ দেখা পেয়েছি। ’

এ ব্যাপারে সোমবার বিএসএফ’এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ কর্মকর্তা এবং ডিআইজি পদমর্যাদার অফিসার সুরজিৎ সিং গুলেরিয়া জানান, ‘আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত বাসীর মানসিক ও সামাজিক মূল্যবোধের কথা মাথায় রেখে বিএসএফ তাদের দায়িত্ব পালন করে।

এই ধারাবাহিকতায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তায় নিয়োজিত বিএসএফ-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার ফের একবার মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ’

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরে প্রথম চালানে ৩১৫ টন চাল আমদানি

এম ওসমান: চলতি বছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ভারত থেকে ৩১৫বিস্তারিত পড়ুন

কেন্দ্র-বাক্স দখল, অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানেরবিস্তারিত পড়ুন

নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেয়া দরকার সেভাবে নিচ্ছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচন সামনে রেখে এবং অন্য সময়ও দেশে যেন বাইরের দেশ থেকেবিস্তারিত পড়ুন

  • ‘প্রধান উপদেষ্টার পরিচিতির কারণে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে’ : প্রেস সচিব
  • সিন্ডিকেট রুখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: স্বাস্থ্য উপদেষ্টা
  • বিচার চলাকালে আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : সিইসি
  • ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা মে-জুনে, হবে পূর্ণ সিলেবাস-নম্বরে
  • সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন
  • ১৩ বছরে প্রথমবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ‘ঐতিহাসিক’ বলছে ইসলামাবাদ
  • এক মাস মৃ*ত্যুর সঙ্গে লড়ে হার মানলো মাইলস্টোন শিক্ষার্থী তাসনিয়া
  • ঢাকায় বিজিবি-বিএসএফ সম্মেলন ২৫ থেকে ২৮ আগস্ট, যেসব ইস্যুতে আলোচনা
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা
  • জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
  • উপদেষ্টা মাহফুজের পিতা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি নির্বাচিত
  • ‘সাদাপাথর লুটে জড়িতরা যত বড়ই হোক, আইনের আওতায় আনা হবে’