শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আসাশুনিতে গ্রামবাসির নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনির শোভনালীতে চোরাই কৃত টিসিবি’র পণ্য আটক করাই গ্রাম পুলিশ সহ ৯জন নিরিহ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের কেরেছে চোরাইকৃত সাথে জড়িত শোভনালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য উদয়কান্তি বাছাড়ের ছেলে উৎসব নারায়ন বাছাড় ।অভিযোগ সুত্রে জানা যায় গত সোমবার খুব সকালে শোভনালী ইউনিয়ন পরিষদ ও কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে উদ্ধারকৃত মালামাল পুলিশ জব্দ করেছে।

গ্রাম পুলিশ আবু হাসান ও কামালকাটি গ্রামের রবিউল ইসলাম জানান, রোববার রাত্র ১২টার দিকে মেম্বর উদয় কান্তি বাছাড় ও তার ছেলেকে অত্র পরিষদ থেকে তেলের বোতল নিয়ে বেরিয়ে যেতে দেখে এত রাতে কেন এভাবে বেরুচ্ছে সন্দেহ হলে ৯৯৯ নম্বরে কল করে। তখন লোকজনকে খবর দিয়ে পিছু নিলে ইয়াছিনের পরিত্যাক্ত দোকানের পিছনে মালামাল ফেলে তারা পালিয়ে যায়। বাড়ির সামনে গিয়ে মেম্বার উদয়কান্তি বাছাড় দ্রুত মোটর সাইকেলে পালানোর সময় সন্ন্যাসীরচক গ্রামে রাস্তার বালিতে চাকা আটকে পড়ে গেলে তিনি আহত হন।

তাকে উদ্ধার করে মোটরসাইকেলে পরিষদের সামনে আনলে পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে নিয়ে যায়। তার মোটরসাইকেলটি পরিষদে রাখা হয়। পরে থানার এসআই মুহিতুর রহমান ঘটনাস্থানে গিয়ে দোকানের পিছন থেকে ও হাইস্কুলের সিড়ির নিচের কক্ষ থেকে ৪৪ কেজি ডাল, ২৬ লিটার সোয়াবিন তেল, ২২ কেজি চিনি উদ্ধার করেন। তাদের ধারনা তল্লাসি করলে আরো মালামাল পাওয়া যেতে পারে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

দিনভর প্রতিবাদী মানুষ ও উৎসুক জনতা পরিষদ এলাকায় একত্রিত হয়ে নানা অভিযোগের কথা উল্লেখ করে আলোচনা সমালোচনা করে। তাদের মুখে মুখে মেম্বারকে আইনের আশ্রয় আনা এবং টিসিবি’র ডিলারের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান তারা । টিসিবির মাল বিক্রয়কালে প্রতিজনের নিকট থেকে ৪০৫ টাকার স্থলে ৪২০ টাকা করে আদায় করার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতেও জোর দাবী জানান এলাকাবাসী ।
মেম্বার উদয় কান্তি বাছাড়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ পরিকল্পিত ভাবে মেম্বরারকে পথে আটকে মারপিট করেছে এবং টিসিবি’র পণ্য আত্মসাতের অভিযোগ করছে। এব্যাপারে থানায় ৯ জনের বিরুদ্ধ মামলা দায়েরের করেছি।

ইউপি চেয়ারম্যান মাও: আবু বক্কার সিদ্দিক বলেন, সকালে মুঠো ফোনে জানতে পারি প্রশাসন পরিষদে তল্লাসি করবে। আমি বলি আমার পরিষদে কোন অনিয়ম করা হয়নি, হবেও না। পরে জানতে পারলাম বিভিন্ন স্থানে টিসিবির মাল পাওয়া গেছে। ঘটনার সাথে আমার পরিষদের এক মেম্বার জড়িত। যেহেতু পরিষদের মধ্যের ঘটনা নয়, সেহেতু আমার কিছু করার নেই। তবে অভিযোগ সত্য হলে প্রশাসনকে সকল প্রকার সহযোহিতা করা হবে। এদিকে বৃহস্পতিবার বেলা ১২টায় শোভনালী ইউনিয়ন পরিষদের সামনে নিরিহ মানুষের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন চোরাইকৃত টিসিবির পণ্য জনতা আটক করে। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন অভিযুক্ত উদয় বাছাড়। প্রশাসনের কাছে জোর দাবী অবিলম্বে এ মিথ্যা মামলা তুলে নিয়ে প্রকৃত অপরাধী কে আইনের আওতায় এনে শাস্তির দেওয়া হোক।

একই রকম সংবাদ সমূহ

বর্ণিল সাজে সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফি’র শুভ উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে লেকভিউ রাগবিবিস্তারিত পড়ুন

পিআর পদ্ধতির দাবীতে সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত

পিআর পদ্ধিতে জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টবর বিকালবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রাম আদালতের জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের জনসচেতনতা তৈরিতে প্রচারনা কার্যক্রম পরিচালনায়বিস্তারিত পড়ুন

  • ব্যতিক্রমী সাজে দেবহাটায় সুশীলন দিবসের আনন্দ র‌্যালী
  • সাতক্ষীরায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
  • ৫ দফা দাবিতে সাতক্ষীরায় ২ কিলোমিটার সড়কজুড়ে জামায়াতের মানববন্ধন
  • সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন ও হাত ধোয়া প্রদর্শনী
  • হ্যান্ডবল খেলায় কলারোয়ার মেয়েরা ৩ বার সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরা সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি
  • দুলাল চন্দ্র দাশ সভাপতি, কার্তিক দাশ সাধারণ সম্পাদক বিধান দাস সাংগঠনিক সম্পাদক
  • সাতক্ষীরায় চোখের ছানি অপারেশন ও চক্ষু শিবির ক্যাম্পের প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় মাস ব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
  • পারুলিয়া জামায়াতের নির্বাচনী পথসভা উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন
  • সাতক্ষীরায় চোরাচালানের নতুন কৌশল: খৈলের নিচে ৭ কোটি টাকার ভারতীয় পোশাক ও মাদক