সাতক্ষীরার বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে” এই স্লোগান নিয়ে রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, জেলা তথ্য অফিস ও জেলা সরকারি গণগ্রন্থাগার,সাতক্ষীরার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি, সাতক্ষীরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতী, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।
তালা উপজেলা প্রশাসন:
তালায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও সাংবাদিক মীর জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, তালা থানার ওসি (তদন্ত) মোঃ সেলিম, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ হাছিবুর রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান প্রমুখ। পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ:
কালিগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ রবিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সভাকক্ষেু অত্র প্রতিষ্ঠানের সু- যোগ্য অধ্যক্ষ মোঃ হায়াত আলী মন্ডল এর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াত করেণ নবম শ্রেনীর ছাত্র মাহমুদ ইলাহি, পবিত্র গীতা পাঠ করেণ ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী সূবর্না ঘোষ।প্রধান আলোচক ছিলেন ইংরেজী বিভাগের ইন্সট্রাক্টর প্রীতি সুন্দর বিশ্বাস, বক্তব্য রাখেন ফার্ম মেশিনারী ইন্সট্রাক্টর বিশ্বনাথ সরকার। আইটি ও আইওটি বিভাগের শিক্ষক জাহিদ হাসান এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুলসহ শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়:
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার যথাযথ মর্যাদায় এ দিবসটি উপলক্ষে সাতক্ষীরা খুলনা রোডস্থ বঙ্গবন্ধু মুরর্য্যলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীরা দেওয়ালিকা এবং পুষ্পস্তবক অর্পণ করে। বেলা ১২ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ, সিনিয়র শিক্ষক আনিসুর রহমান, মাওলানা মো. আবুল খায়ের, মোঃ আসাদুজ্জামান, মো. রবিউল ইসলাম, দীপা সিন্ধু তরফদার, আব্বাস আলী, হাবিবুল্লাহ প্রমুখ। মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, কুরআন তেলাওয়াত, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি,হাম/নাথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেদায়েতুল্লাহ পলাশ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা কৃষকলীগ:
জাতীর জনক বঙ্গবন্ধুর ১০৪তম জন্ম দিনে বাংলাদেশ কৃষক লীগ সাতক্ষীরা জেলার পক্ষ থেকে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ১৭ মার্চ সকাল ১০ টায় মাল্যদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা কৃষক লীগ সভাপতি মাহফুজা সুলতানা রুবি, সহ-সভাপতি এ্যাড. আলমাহমুদ পলাশ, সহসভাপতি সেলিম রেজা মুকুল, যুগ্ন-সাধারণ সম্পাদক হেদয়েতুল ইসলাম তথ্য ও গবেশনা সম্পাদক আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: শহিদুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক মাষ্টার আব্দুল খালেক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলুর রহমান, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক ইয়ারর হোসেন, সহ দপ্তর সম্পাদক শফি উদ্দিন ময়না, সাতক্ষীরা সদর থানা কৃষকলীগের সভাপতি স.ম তাজমিনুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক শেখ আবু রায়হান, জেলা কৃষকলীগের নির্বাহী সদস্য, প্রভাষক শেখ আব্দুল হালিম টুটুল, নির্বাহী সদস্য আব্দুল মুহিত, আসাদুজ্জামান লাভলু, খন্দকার আনিসুর রহমান, ফরিদা পারভিন, রুবেল রানা, ১নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক মো: আবুল কালাম, সদর উপজেলা যুগ্ন-সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ জেলা, সদর ও পৌর কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়:
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার যথাযথ মর্যাদায় এ দিবসটি উপলক্ষে সাতক্ষীরা খুলনা রোডস্থ বঙ্গবন্ধু মুরর্য্যলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীরা দেওয়ালিকা এবং পুষ্পস্তবক অর্পণ করে। বেলা ১২ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ, সিনিয়র শিক্ষক আনিসুর রহমান, মাওলানা মো. আবুল খায়ের, মোঃ আসাদুজ্জামান, মো. রবিউল ইসলাম, দীপা সিন্ধু তরফদার, আব্বাস আলী, হাবিবুল্লাহ প্রমুখ। মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, কুরআন তেলাওয়াত, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি,হাম/নাথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেদায়েতুল্লাহ পলাশ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়:
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিক, জাতীয় শিশু দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার যথাযথ মর্যাদায় এ দিবসটি উপলক্ষে সাতক্ষীরা খুলনা রোডস্থ বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে। বেলা ১১ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বঙ্গবন্ধু ভাষণে একাধিকবার পুরস্কার প্রাপ্ত ও শিশু সাংবাদিক শিক্ষার্থী অরনা জামানের কন্ঠে বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে শুরু হয় দোয়া ও আলোচনা সভা। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, নাজমুল লায়লা বিথী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. তৈবুর রহমান, এ.এইচ.এম শামীম পারভেজ, দেবব্রত মন্ডল, মাওলানা আক্তারুজ্জামান, লিপিকা রানী, বেগম রোজিনা বুলি, রাবেয়া খাতুন প্রমুখ। এ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, কুরআন তেলাওয়াত, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি,হাম/নাথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত করেন মাওলানা আক্তারুজ্জামান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)