রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলেটে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে হেফাজতের সমাবেশ

সিলেটে করোনা সংক্রমণ ঠেকাতে সবধরনের সভা-সমাবেশ এবং জনসমাগমে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া হলেও তা অমান্য করে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা ২টার দিকে নগরের কোর্ট পয়েন্টে বিশাল সমাবেশ করে তারা। এ সময় সরকারি কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানেননি সমাবেশে অংশগ্রহণকারীরা। এমনকি কারো মুখে মাস্কও দেখা যায়নি।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলের কর্মী-সমর্থকরা বাদ জুমা নগরের বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল সহকারে কোর্ট পয়েন্টে এসে জড়ো হন। পরে তারা এক সমাবেশে মিলিত হন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজতের দেশব্যাপী চলা কর্মসূচিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা এবং আহতদের সুচিকিৎসার দাবি জানিয়ে সমাবেশ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সমাবেশে সিলেট জেলা ও মহানগর হেফাজতের নেতরা বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আগত বিদেশি অন্য অতিথি নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু বাংলাদেশ বিরোধী ভারতের প্রধানমন্ত্রীর ব্যাপারে আমাদের আপত্তি ছিল।

এই মোদির হাত মুসলমান এবং বাংলাদেশের সীমান্ত এলাকার নিরীহ মানুষের রক্তে রঞ্জিত। সেই মোদির আগমনকে আমরা মেনে নিতে পারিনি বলেই আমরা গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছিলাম। কিন্তু পরবর্তীতে কী পরিস্থিতি তৈরি হয়েছিল তা দেশবাসী দেখেছেন।

সমাবেশে বক্তারা বলেন, আমরা ইসলাম ও দেশকে বাঁচাতে মাঠে নেমে ১৭টি তাজা প্রাণ হারিয়েছি। আমরা এ সমাবেশ থেকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় কঠোর থেকে কঠোরতর কর্মসূচি নিয়ে হেফাজত নেতাকর্মীরা মাঠে নামবে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সিলেট জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী।

অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম হাসান ও মাওলানা নজরুল ইসলামের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা খলীলুর রহমান, মাওলানা সামীউর রহমান মুসা, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা ইকবাল হুছাইন, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা নাসির উদ্দিন, মুফতী রশীদ আহমদ, হাফিজ মাওলানা আতিকুর রহমান, মুফতী ফয়জুল হক জালালাবাদী সহ সংগঠনের নেতাকর্মীরা।

সভায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস মুহিব্বুল হক গাছবাড়ী।

নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ মিছিল করা প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গণমাধ্যমকে বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়টি তাদের জানানো হয়েছে। তারপরও তারা সংক্ষিপ্ত আকারে উস্কানিমূলক কোনো কিছু বলবে না মর্মে সমাবেশ করেছেন। তবে কাউকেই আর নিষেধাজ্ঞা অমান্য করে নগরে সভা সমাবেশ বা গণসমাগম করতে দেয়া হবে না।

এদিকে সমাবেশ চলাকালে কোর্ট পয়েন্ট আশপাশে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয় যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে। কোর্ট পয়েন্ট এলাকায় তৈরি করা হয় বাড়তি নিরাপত্তা। তবে সমাবেশে বাধা দেয়নি পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

বইমেলায় শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেললেন প্রেস সচিব

অমুর একুশে বইমেলার প্রথম দিনে বাংলা একাডেমিতে স্থাপন করা সাবেক প্রধানমন্ত্রী শেখবিস্তারিত পড়ুন

স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও কিছু অবশিষ্ট রয়ে গেছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, স্বৈরাচারের মাথাটা পালিয়ে গেছে, কিন্তু কিছু কিছু অবশিষ্টবিস্তারিত পড়ুন

প্রয়োজনে নির্বাচন আরও বিলম্বে দেওয়া হোক: জামায়াতের আমীর

নির্বাচনের আগেই জুলাই-আগস্ট বিপ্লবে গণ-হত্যার বিচার দাবি করেছেন জামায়াতের আমির ডা. শফিকুরবিস্তারিত পড়ুন

  • খেলাধূলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে: তালায় সাবেক এমপি হাবিব
  • দুর্নীতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : কালিগঞ্জে মন্ত্রিপরিষদ সচিব
  • পিরোজপুরে সরকারি বই বিক্রির অভিযোগে অধ্যক্ষ ও দপ্তরির বিরুদ্ধে মামলা
  • হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন আর নেই!
  • ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে দুই যুবককে গু*লি করে হ*ত্যা
  • জ্বালানি তেলের দাম বাড়লো
  • কলারোয়ার চন্দনপুরে ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচে কলারোয়া নিউজ একাদশের জয়
  • ফেসবুকে শেয়ার হওয়া অগ্নিকাণ্ডের ভিডিওটি কলারোয়ার নয়!
  • রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে যা বললেন উপদেষ্টা নাহিদ
  • স্বৈরাচাররা দেশকে ধ্বংস করে ফেলেছে: তারেক রহমান
  • দেশের সবচেয়ে ধনী ও দরিদ্র জেলা
  • ১৪ ফেব্রুয়ারি শবে বরাত