১৪ জুলাই
করোনা ও উপসর্গে সাতক্ষীরায় মৃত্যু আরও ৯ জনের
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুলাই) জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকার মৃত রবিউল ইসলামের স্ত্রী আশুরা (৪৮), কালিগঞ্জের শ্রীরামপুর এলাকার আব্দুল খালেকের ছেলে মোশারফ হোসেন ও তারালী এলাকার মৃত ইসমাতুল মোড়লের ছেলে জাবেদ আলি (৭৫), আশাশুনির দরগাহপুর এলাকার মৃত গহর আলীর ছেলে জনাব সরদার (৮০), কলারোয়ার মুরারিকাটি এলাকার মৃত ছিকাত আলীর ছেলে আব্দুস সাত্তার (৬৫), তালার মাগুরাডাঙ্গা এলাকার মোজাম আলী সরদার (৬৬), যশোর ঝিকরগাছার মৃত আবুল হাসানের ছেলে রওশন আলী (৫৫) ও যশোরের কেশবপুর মাঙ্গলকোর্ট এলাকার সুফিয়া (৫৬)। একজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এদিকে সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২৪টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১০ দশমিক ৪৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২০ দশমিক ৭৩ শতাংশ।
জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা চার হাজার ৬১১ জন। জেলায় সুস্থ হয়েছেন তিন হাজার ৩৪৫ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ১৮৭ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৭ জন। এদের মধ্যে সদর হাসপাতাল ও সামেক হাসপাতালে ২৮ জন ও বেসরকারি হাসপাতালে ৯ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৫০ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৬৯ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২৫০ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ১০৯ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৯৬ জন।
এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৪০ জন। করোনায় মারা গেছেন ৭৯ জন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)