শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমকালো আয়োজনে SEP এর প্রথম মিটআপ ও মেলা

রাজধানীর মিরপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল Self-established entrepreneurs & e-commerce platform (SEP) এর প্রথম মিটআপ ও মেলা।

শুক্রবার (২৬ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে মোট ১৬ টি স্টলে উদ্যোক্তারা তাদের নিজেদের তৈরী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার ও মুখপাত্র এবং বর্তমানে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সিনিয়র সহ.সভাপতি জাকির হোসেন খান।

তিনি বলেন, আমরা সর্বদায় চেষ্টা করি নারীদের জন্য কিছু করতে। যাতে তারা ঘরে থেকে অথবা বাহিরে এসেও কাজ করতে পারে এবং দেশের আর্ত উন্নয়ন অগ্রগতিতে অংশ নিতে পারে। বর্তমান সরকারের আমলে নারী আজ পিছিয়ে নেই। দেশ ও দেশের বাহিরে সমান তালে তাদের যোগ্যতার প্রমান দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি নোহা এন্ড ব্রাদার্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশিদ আলম বলেন, একজন সফল উদ্দ্যোক্তা হতে হলে অবশ্যই নিজের উপর বিশ্বাস ও পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। তবেই সফল উদ্দ্যোক্তা হওয়া যাবে।
এসময় তিনি নিজেস্ব তহবিল থেকে একজন অসচ্ছল (বধির) উদ্দোক্তাকে পাঁচ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

মেলায় আসা নীলাম্বরীর স্বত্বাধিকারী উদ্যোক্তা লায়লা নুর মুক্তি তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘মেলায় আসার মাধ্যমে আমরা উদ্যোক্তারা ঘরের বাইরে এসে একত্র হতে পেরেছি এবং একটা ভালো সম্পর্ক হচ্ছে যা আমাদের জন্য বড় প্রাপ্তি।’

নাসরিন আমিন নিজেদের ঘরে তৈরী খাবার নিয়ে কাজ করছেন। মেলায় এসে তিনি তার উদ্যোগ সম্পর্কে বলেন, ‘হোমমেড ফুড নিয়ে কাজ করার মাধ্যমে আমি আত্নতৃপ্তি পাই। কারণ আমি অন্যের হাতে শতভাগ বিশুদ্ধ খাবার তুলে ধরতে পারি।’

তরুন উদ্যোক্তা শাহরোজ মাহিন সৌরভ জানান, আমরা উদ্যোক্তাদের সামনা সামনি দেখার সুযোগ পাচ্ছি। তাদের সাথে নিজেদের পণ্যও অন্য উদ্যোক্তাদের দেখাতে পারছি যার মাধ্যমে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের মিলনমেলা এবং মিট আপ এর মাধ্যমে উদ্যোক্তারা আরও বেশি অনুপ্রাণিত হবে এবং তাদের মাঝে সম্পর্ক আরও বেশি সুদৃঢ় হবে।
ঘরে তৈরী খাবার থেকে শুরু করে নিজেদের তৈরী পোষাক, নকশি পণ্য, কাঠের গহনা জায়গা পেয়েছে এই মেলায়।

অনুষ্ঠানে লোগো উন্মোচনের মাধ্যমে “প্রত্যয়ী” নামের নতুন নারী সংগঠনের যাত্রা শুরু হয়।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাজনীন নাহার, সিইও, টেকস্যলুয়েশন ও এডিট, টেকওয়ার্ল্ড বাংলাদেশ; গাজী কামরুল হাসান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন; আলতাফ হোসেন রাজিব, কো-অর্ডিনেটর, সার্চ ফর দ্যা ডিজিটাল এন্ট্রপ্রেনিউর (এসডিই); শাহনাজ পারভীন, এমডি, নিউ লামিয়া প্রিন্টিং এন্ড ফ্লক; ছালেফুল ইসলাম, মডারেটর (SEP); রাসেল জমাদ্দার মডারেটর (SEP); উম্মে কুলসুম কুসুম, মডারেটর (SEP); লামিয়া আবেদীন সালসাবিল, কো-অর্ডিনেটর মেলা কমিটি।

SEP এর মডারেটর নাসরিন ইসলাম রিতার উপস্থাপনায় সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SEP এর ফাউন্ডার এডমিন কাজী ইমরান।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুসফেরা জাহান, এডমিন (SEP) ও ফাউন্ডার (প্রত্যয়ী)।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো কলারোয়া নিউজ ও আওয়ার নিউজ।

একই রকম সংবাদ সমূহ

জলবায়ু পরিবর্তন ও নারীর প্রতি সহিংসতা: সাতক্ষীরার উপকূলে বাড়ছে দ্বৈত সংকট

গাজী হাবিব, সাতক্ষীরা: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূল সাতক্ষীরা। সুন্দরবনের সন্নিকটে এই অঞ্চলটি শুধুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন, যুবদলের ৬ নেতাকর্মীর যোগদান

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

স্বদেশ’র আয়োজনে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় দাতা সংস্থাবিস্তারিত পড়ুন

  • বল্লিতে বিএনপি নেতা কর্মির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মিছিল
  • সাতক্ষীরা কালেক্টরেট স্কুলে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • পরীক্ষার হলে অসুস্থ হয়ে সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্রীর মৃত্যু
  • সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নারীর সহিংসতা প্রতিরোধে বার্ষিক সংলাপ
  • সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট
  • তদবির ছাড়া সুযোগ হয়না সাতক্ষীরার বয়সভিত্তিক ক্রিকেট দলে, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট
  • সাতক্ষীরা জেলায় জলাবদ্ধতা প্রধান কারণ অপরিকল্পিত মৎস্য ঘের
  • সাতক্ষীরা জেল থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামি গ্রে*প্তা*র
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু
  • সাতক্ষীরায় জলবায়ু দুর্যোগ ঝুঁকি ক্ষতিপূরণে অবস্থান কর্মসূচি ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরা পৌরসভার জরাজীর্ণ সড়কে জনভোগান্তি, সংস্কারের দাবি
  • সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন